প্রথম স্পেসওয়াকের প্রস্তুতি নিচ্ছেন শেনচৌ–২১ মহাকাশচারীরা - Mati News
Friday, December 5

প্রথম স্পেসওয়াকের প্রস্তুতি নিচ্ছেন শেনচৌ–২১ মহাকাশচারীরা

শেনচৌ–২১ মহাকাশযানের ক্রুরা শিগগিরই তাদের প্রথম স্পেসওয়াক সম্পন্ন করতে যাচ্ছেন। উপযুক্ত পরিস্থিতি নিশ্চিত হলে এ কার্যক্রম শুরু হবে বলে বৃহস্পতিবার জানিয়েছে চায়না ম্যানড স্পেস এজেন্সি (সিএমএসএ)।

১ নভেম্বর চীনা মহাকাশ স্টেশনে প্রবেশের পর শেনচৌ–২১ ক্রুরা শেনচৌ–২০ ক্রুর সঙ্গে দায়িত্ব হস্তান্তরের কাজ শেষ করেন। স্টেশনের রক্ষণাবেক্ষণ, জরুরি সরবরাহ যাচাই এবং দৈনন্দিন জীবন ও স্বাস্থ্য–সহায়তা সম্পর্কিত কাজগুলো সম্পন্ন করেছেন তারা।

নভোচারীরা পুরো সিস্টেমজুড়ে জরুরি চাপ–সংক্রান্ত মহড়া এবং কক্ষপথে রোবোটিক আর্ম পরিচালনার প্রশিক্ষণ নিয়েছেন। একই সঙ্গে মহাকাশ বিজ্ঞান নিয়ে বিভিন্ন পরীক্ষাও চলছে।

সূত্র: সিএমজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *