বাংলাদেশের বন্যাদুর্গতদের পাশে পান্ডা সুজ - Mati News
Sunday, December 14

বাংলাদেশের বন্যাদুর্গতদের পাশে পান্ডা সুজ

আগস্ট ২৫, সিএমজি বাংলা ডেস্ক : বাংলাদেশের বন্যাকবলিত এলাকার মানুষদের ত্রাণ সহায়তা দিয়েছে চীনা কোম্পানি পান্ডা সুজ ইন্ড্রাস্ট্রিজ লিমিটেড। রোববার কুমিল্লা জেলার বুড়িচং উপজেলায় ত্রাণ সহায়তা দেয় এই কোম্পানি। 

কোম্পানি সূত্র জানায়, আক্রান্ত এলাকাবাসীর পাশে থাকার চেষ্টা থেকে নিত্যপ্রয়োজনীয় খাবার চাল, ডাল, তেল, লবণ, চিড়া, মুড়ি, মোমবাতি, গ্যাসলাইট, স্যালাইন, ওষুধ বিতরণ করেছে।

পান্ডা সুজ ইন্ড্রাস্ট্রিজ লিমিটেড ২ হাজার পরিবারের একটি চীনা প্রতিষ্ঠান। বাংলাদেশের বিভিন্ন দুর্যোগে সমাজের প্রতি দায়বদ্ধতা থেকে ত্রাণ সহায়তা দিয়ে থাকে প্রতিষ্ঠানটি।

বাংলাদেশের ১১টি জেলায় ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। বন্যায় লাখ লাখ লোক ক্ষতিগ্রস্ত হয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *