জানুয়ারি ৭, সিএমজি বাংলা ডেস্ক: যুক্তরাষ্ট্রে ভেনিজুেলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর বিরুদ্ধে চলা তথাকথিত ‘ট্রায়াল’ সম্পূর্ণভাবে ভেনিজুয়েলার জাতিগত সার্বভৌমত্ব লঙ্ঘন করছে বলে জানিয়েছে চীন। মঙ্গলবার এক সংবাদ ব্রিফিংয়ে এ মন্তব্য করেন চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং।
মুখপাত্র বলেন, যুক্তরাষ্ট্র মাদুরোকে দেশের অভ্যন্তরীণ আদালতে প্রকাশ্যে বিচার করতে চেয়ে তার রাষ্ট্রপ্রধান হিসেবে মর্যাদা উপেক্ষা করেছে, যা আন্তর্জাতিক সম্পর্কের স্থিতিশীলতা ক্ষুন্ন করছে।
তিনি বলেন, কোনো দেশই নিজের আঞ্চলিক আইনকে আন্তর্জাতিক আইনের উপরে রাখার অধিকার রাখে না।
মাও নিং বলেন, মাদুরো ও তার স্ত্রীকে অবিলম্বে মুক্তি দিতে এবং তাদের ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করতে যুক্তরাষ্ট্রকে আহ্বান জানিয়েছে চীন।
সূত্র: সিএমজি




















