রেকর্ড গড়তে চলেছেন শেনচৌ-২০ নভোচারীরা - Mati News
Friday, December 5

রেকর্ড গড়তে চলেছেন শেনচৌ-২০ নভোচারীরা

শেনচৌ-২০ মিশনের মহাকাশচারীরা ১৮৮ দিন ধরে কক্ষপথে অবস্থান করছেন। তারা চীনা মহাকাশচারী হিসেবে সবচেয়ে বেশি সময় কক্ষপথে থাকার রেকর্ড গড়তে চলেছেন বলে জানিয়েছে চায়না ম্যানড স্পেস এজেন্সির মুখপাত্র চাং চিংবো। বৃহস্পতিবার এ বিষয়ে সংবাদ অনুষ্ঠিত হয় উত্তর-পশ্চিম চীনের চিউছুয়ান স্যাটেলাইট লঞ্চ সেন্টারে।

মিশনের কমান্ডার ছেন তোং চীনের প্রথম মহাকাশচারী হিসেবে ৪০০ দিনেরও বেশি সময় মহাকাশে আছেন। তিনি মোট ছয়টি স্পেসওয়াক সম্পন্ন করেছেন, যা কোনো চীনা মহাকাশচারীর মধ্যে সর্বোচ্চ।

ছেন চোংরুই ও ওয়াং চিয়ে প্রথমবার মহাকাশে গিয়ে তাদের যাবতীয় কাজ সফলভাবে সম্পন্ন করেছেন।

মিশনের সময় দলটি চারটি স্পেসওয়াক এবং সাতটি কার্গো স্থানান্তর অপারেশন সম্পন্ন করেছে। কক্ষপথে ভাসতে থাকা নানা জিনিসপত্র থেকে স্টেশনকে সুরক্ষা দেওয়ার যন্ত্র বসানো, বাহ্যিক সহায়ক যন্ত্র সেট করা এবং এক্সট্রাভেহিকুলার সুবিধা ও যন্ত্র পরীক্ষা করাসহ বিভিন্ন কাজ সম্পন্ন করেছেন তারা।

বাহ্যিক প্ল্যাটফর্মে বসানো ফুট রেস্ট্রেইন্ট অ্যাডাপ্টার ও ইন্টারফেস কনভার্টার মহাকাশচারীদের কাজের দক্ষতা বাড়িয়েছে।

বিজ্ঞান ও প্রযুক্তি পরীক্ষায়, নভোচারী ও গ্রাউন্ড টিম একসঙ্গে কাজ করে অনেক ফলাফল পেয়েছেন। এর মধ্যে রয়েছে—মাইক্রোগ্রাভিটিতে উচ্চমানের প্রোটিন ক্রিস্টাল বৃদ্ধি সংক্রান্ত গবেষণা, যা ক্যান্সার চিকিৎসায় কাজে আসতে পারে।

নভোচারীরা টাংস্টেন অ্যালয়কে তিন হাজার একশ ডিগ্রি সেলসিয়াসে উত্তপ্ত করেছেন, যা মহাকাশে পদার্থবিজ্ঞান পরীক্ষায় নতুন রেকর্ড।

সূত্র: সিএমজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *