চীন তার সামুদ্রিক অর্থনীতির উন্নয়নে নতুন অগ্রগতি অর্জন করেছে এবং আন্তর্জাতিক সামুদ্রিক শাসনে সহযোগিতা ও অংশীদারিত্বকে উন্নত করেছে। শনিবার সিয়ামেনে এ তথ্য প্রকাশ করা হয়।
বিশ্ব মহাসাগর দিবস উপলক্ষে পূর্ব চীনের ফুচিয়ান প্রদেশের সিয়ামেনে এক অনুষ্ঠানে প্রাকৃতিক সম্পদের ভাইস মিনিস্টার এবং স্টেট মহাসাগরীয় প্রশাসনের প্রধান সুন শুসিয়ান বলেন, চীন সামুদ্রিক সম্পদের সুরক্ষা ও উন্নয়নের জন্য নিরন্তর প্রচেষ্টা চালিয়েছে। .
সরকারী তথ্যে জানা যায়, চীনের সামুদ্রিক অর্থনীতি ১৪ তম পঞ্চবার্ষিক পরিকল্পনা সময়কালে (২০২১-২০২৫) এর জিডিপির প্রায় ৮ শতাংশ অর্জন করেছে। ২০২৩ সালে, চীনের সামুদ্রিক শিল্পের অর্থনৈতিক সমষ্টি ৯.৯ ট্রিলিয়ন ইউয়ানে (প্রায় ১.৩৯ ট্রিলিয়ন মার্কিন ডলার) এপৌঁছেছে, যা অর্থনৈতিক প্রবৃদ্ধি স্থিতিশীল করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
ভাইস মিনিস্টার আরও বলেন, অভিন্ন ভবিষ্যতের জন্য সামুদ্রিক অর্থনীতির উন্নয়নে চীন এখন পর্যন্ত ৫০টির বেশি দেশ ও আন্তর্জাতিক সংস্থার সঙ্গে সহযোগিতা চুক্তি স্বাক্ষর করেছে।
সূত্র: সিএমজি বাংলা