স্মার্ট টার্মিনালে আধুনিক প্রযুক্তি, আরও দ্রুত হবে থিয়ানচিন বন্দরের কাজ - Mati News
Friday, December 5

স্মার্ট টার্মিনালে আধুনিক প্রযুক্তি, আরও দ্রুত হবে থিয়ানচিন বন্দরের কাজ

আন্তর্জাতিক বাণিজ্যে চীনের সবচেয়ে বড় বন্দরগুলোর একটি থিয়েনচিন বন্দর। সম্প্রতি, থিয়ানচিন বন্দর থেকে মধ্যপ্রাচ্যে একটি নতুন সমুদ্রপথের সূচনা হয়েছে। পথটি চীনের তৈরি পণ্যবাহী জাহাজগুলোকে সরাসরি পারস্য উপসাগরে পৌঁছাতে সাহায্য করবে, যা বাণিজ্যকে আরও গতিশীল করবে।

চীনের বেল্ট অ্যান্ড রোড উদ্যোগের আওতায় এ বন্দরের পরিধি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। বর্তমানে, এই বন্দরটি বিশ্বজুড়ে ১৮০টিরও বেশি দেশ এবং অঞ্চলের ৫০০টিরও বেশি বন্দরের সাথে সরাসরি যুক্ত। বন্দরে রয়েছে স্মার্ট টার্মিনাল ও আধুনিক ডিসপ্যাচ সেন্টার। কম্পিউটারের মাধ্যমে সমস্ত কার্যক্রম নিয়ন্ত্রণ করা হয় এতে। পরিবেশের কথা মাথায় রেখে থিয়েনচিন বন্দর কর্তৃপক্ষ একটি বড় ডেটা সেন্টার স্থাপন করেছে এবং শূন্য-কার্বন বন্দর এলাকা তৈরির পরিকল্পনা প্রকাশ করেছে।

সূত্র: সিএমজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *