জানুয়ারি ৭, সিএমজি বাংলা ডেস্ক: প্রাকৃতিক গ্যাস ও কয়লা শিল্পের উপজাত হিসেবে উৎপন্ন বিষাক্ত হাইড্রোজেন সালফাইড শোধনে এক যুগান্তকারী প্রযুক্তি উদ্ভাবন করেছেন চীনের বিজ্ঞানীরা। এই প্রযুক্তির মাধ্যমে বিষাক্ত বর্জ্যকে মূল্যবান সম্পদে রূপান্তর করা সম্ভব হবে, যা পরিবেশ রক্ষায় বড় ভূমিকা রাখবে।

মঙ্গলবার চাইনিজ একাডেমি অফ সায়েন্সেসের অন্তর্ভুক্ত তালিয়ান ইনস্টিটিউট অফ কেমিক্যাল ফিজিক্সের গবেষকরা সফলভাবে এই প্রযুক্তির কার্যকারিতা নিশ্চিত করেছেন।
হাইড্রোজেন সালফাইড একটি অত্যন্ত বিষাক্ত গ্যাস, যা সাধারণত প্রাকৃতিক গ্যাস উত্তোলন, রিফাইনারি এবং কয়লা ভিত্তিক রাসায়নিক কারখানায় উৎপন্ন হয়।
দীর্ঘ ২০ বছরেরও বেশি সময় গবেষণার পর ডক্টর লি ছানের নেতৃত্বাধীন দলটি ফোটোলাইসিস এবং ইলেক্ট্রোকেমিক্যাল পদ্ধতির সমন্বয়ে এই গ্যাসকে পচন বা বিশ্লিষ্ট করার কৌশল উদ্ভাবন করেছেন।
সূত্র: সিএমজি




















