class="post-template-default single single-post postid-53178 single-format-standard wp-custom-logo group-blog vl-boxed aa-prefix-matin-">
Shadow

হেলিকপ্টার শাটল সার্ভিস চালু করলো চীন

চীনের চিয়াংসু প্রদেশের সুচৌ সিটি এবং শাংহাই হোংছিয়াং আন্তর্জাতিক বিমানবন্দরের মধ্যে হেলিকপ্টার শাটল সার্ভিস চালু করা হয়েছে। এর ফলে দুই শহরের মধ্যে যাতায়াতের সময় অনেক কমে যাবে।

শুক্রবার আনুষ্ঠানিকভাবে এ রুটে হেলিকপ্টার শাটল সার্ভিস চালু করা হয়। এ দিন উচিয়াং জেলার সুচৌ বে লো-অ্যাল্টিটুড ফ্লাইট টার্মিনালে প্রথম ফ্লাইট পরিচালনা করা হয়।

অপারেটররা জানিয়েছে, হেলিকপ্টারে পাঁচজন যাত্রী বহন করা যায় এবং প্রতিজন একটি ২৪ ইঞ্চি সুটকেস বহন করতে পারবেন। এটি ঘণ্টায় ২৪০ কিলোমিটার গতিতে উড়তে সক্ষম। ৭০ কিলোমিটার পথ পাড়ি দিতে ফ্লাইটটি প্রায় ১৮ মিনিট সময় লাগে। বতর্মানে এই একই দূরত্ব অতিক্রম করতে ৯০ মিনিটেরও বেশি সময় লাগে।

প্রথম ফ্লাইটের একজন যাত্রী বলেন, ‘”গাড়ি দিয়ে এখানে আসতে আমাদের এক ঘণ্টারও বেশি সময় লাগতে পারে এবং সেই সময় অনিশ্চিত। কিন্তু এই ফ্লাইটটি মাত্র ১৮ মিনিট সময় নিয়েছে।

লো-অ্যাল্টিটুড রুট অপারেশন কোম্পানির প্রধান ছেন ছিবিন বলেন, ‘এয়ার রুটটি জনসাধারণের জন্য। বর্তমানে ফ্লাইটটি অনলাইন রিজার্ভেশনের মাধ্যমে বুক করা যাবে এবং যাত্রীরা নিজেদের সময়সূচি অনুযায়ী এটি কাস্টমাইজ করতে পারবেন। এটি প্রধানত ব্যক্তিগত ভ্রমণের জন্য।’

বর্তমানে এই রুটে একবার হেলিকপ্টার যাত্রার জন্য জনপ্রতি ৯৮০ ইউয়ান (প্রায় ১৩৮ মার্কিন ডলার) ব্যায় হবে।

সূত্র: সিএমজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Please disable your adblocker or whitelist this site!