Monday, December 23
Shadow

৩৫৬৯ মিটার উচ্চতায় লাসায় পৌঁছেছে চীনের সি৯১৯ জেটলাইনার

চীনের বাণিজ্যিক বিমান কর্পোরেশন সিওএমএসি-এর একটি সি৯১৯ জেটলাইনার বৃহস্পতিবার দক্ষিণ-পশ্চিম চীনের সিচাং স্বায়ত্তশাসিত অঞ্চলের উচ্চভূমি লাসা গংগার একটি বিমানবন্দরে সফলভাবে অবতরণ করেছে। চীনের তৈরি উড়োজাহাজটি এবারই প্রথম লাসায় অবতরণ করলো।

উড়োজাহাজটি দক্ষিণ-পশ্চিম চীনের সিছুয়ান প্রদেশের ছেংতু শুয়াংলিউ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ২ ঘণ্টা ৮ মিনিটে ফ্লাইটটি শেষ করে।

বিমানবন্দরটি ইয়ারলুং সাংপো নদী উপত্যকায় সমুদ্রপৃষ্ঠ থেকে ৩৫৬৯ মিটার উঁচুতে। এখানে প্রয়োজনীয় পরিবেশগত নিয়ন্ত্রণ, অ্যাভিওনিক্স এবং প্রপালশন সিস্টেমের মূল্যায়ন করতে সি৯১৯-এর কিছু পরীক্ষামূলক ফ্লাইট চালানো হবে।

সূত্র: চায়না মিডিয়া গ্রুপ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Please disable your adblocker or whitelist this site!