চীনে বিনিয়োগে বিদেশি কোম্পানির আস্থা বেড়েছে: প্রতিবেদন - Mati News
Sunday, December 14

চীনে বিনিয়োগে বিদেশি কোম্পানির আস্থা বেড়েছে: প্রতিবেদন

চীনের ব্যবসায়িক পরিবেশ বিদেশি বিনিয়োগকারীদের জন্য এখনও অত্যন্ত আকর্ষণীয়, এমনটাই বলছে অ্যামেরিকান চেম্বার অফ কমার্স, সাউথ চায়না বা অ্যামচ্যাম-এর ২০২৫ সালের বিশেষ প্রতিবেদন।

প্রতিবেদনে বলা হয়েছে, ৫৮ শতাংশ বিদেশি কোম্পানি চীনের ব্যবসায়িক পরিবেশকে তাদের সেরা তিন বিনিয়োগ গন্তব্য হিসেবে চিহ্নিত করেছে। এ ছাড়া, ৭৬ শতাংশ কোম্পানি ২০২৫ সালে চীনে পুনরায় বিনিয়োগের পরিকল্পনা করছে, যা গত বছরের তুলনায় ১১ শতাংশ বেশি।

জরিপে অংশ নেওয়া কোম্পানিগুলো মূলত যুক্তরাষ্ট্র, চীন এবং ইউরোপীয় ইউনিয়নের। তাদের অর্ধেকেরও বেশি সম্পূর্ণ বিদেশি মালিকানাধীন, এবং ৩০ শতাংশেরও বেশি আমেরিকান-বিনিয়োগকৃত।

২০২৪ সালে চীনের জিডিপি ১৩৪.৯১ ট্রিলিয়ন ইউয়ানে পৌঁছেছে, যা আগের বছরের চেয়ে ৫ শতাংশ বেশি। এর ফলে, বিশ্বের বিভিন্ন দেশের বিনিয়োগকারীরা চীনে তাদের কার্যক্রম সম্প্রসারণে মনোযোগী হয়েছে।

অ্যাক্সনমোবিল চায়নার মতো বড় প্রতিষ্ঠানগুলোও তাদের নতুন প্রকল্প চালুর মাধ্যমে চীনের বাজারের প্রতি আস্থা প্রকাশ করেছে।

অনুমান করা হচ্ছে যে অ্যামচ্যাম দক্ষিণ চীনের সদস্য কোম্পানিগুলো চীনে তাদের লাভ থেকে আগামী তিন থেকে পাঁচ বছরের মধ্যে পুনঃবিনিয়োগের জন্য মোট ১৪.৫৯ বিলিয়ন ডলার আলাদা করেছে। এই অর্থটি বিদ্যমান কার্যক্রম সম্প্রসারণ এবং অতিরিক্ত বাজার অংশীদারিত্ব অর্জনে ব্যবহার করা হবে।

সূত্র: সিএমজি বাংলা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *