লন্ডন থেকে সিলেটি স্কুলছাত্রী নিখোঁজ - Mati News
Sunday, December 14

লন্ডন থেকে সিলেটি স্কুলছাত্রী নিখোঁজ

সিলেটি

পূর্ব লন্ডনের বাঙালিবহুল নিউহাম এলাকা থেকে ১৪ বছর বয়সী এক বাংলাদেশী বংশোদ্ভূত স্কুলছাত্রী শ‌নিবার সন্ধ্যা থে‌কে রহস্যজনকভা‌বে নি‌খোঁজ র‌য়ে‌ছে। মে‌য়ে‌টির নাম নোহা মহসীন।

‌নি‌খোঁজ মে‌য়ে‌টির বাবার পারিবারিক বন্ধু টাওয়ার হ্যামলেটস কাউন্সি‌লের সাবেক ডেপুটি মেয়র অহিদ আহমদ শ‌নিবার রা‌তে জানান, শনিবার সন্ধ্যা সাড়ে ৬টায় বাসা থেকে বের হয়ে নোহা আর ফিরে আসেনি। বন্ধুরাও তার খোঁজ জানাতে পারেনি।

বাইরে যাওয়ার সময় তার পরনে ছিল বেগুনি রঙের সুয়েটার ও সী ব্লু হ্যাট। তবে কি কারনে মেয়েটি নিখোঁজ হলো সে ব্যাপারে এখনো কিছু জানা যায়নি। মেয়ের বাবার নাম মো. মুহসিন এবং তিনি একজন কমিউনিটি একটিভিস্ট।

তার বাড়ি সিলেটের বালাগঞ্জ উপজেলায়। নোহার রহস্যজনক নি‌খোঁজের ঘটনায় তার মা সহ স্বজনরা গভীর উ‌দ্বিগ্ন হ‌য়ে প‌ড়েছেন।

লন্ডন মে‌ট্রোপ‌লিটন পু‌লিশ সুত্র জানায়, নোহার সন্ধা‌নে তারা তদন্ত শুরু ক‌রে‌ছে।

উল্লেখ্য, ২০১৫ সালের ১৭ ফেব্রুয়ারি টাওয়ার হ্যামলেটসের বেথনালগ্রীন থেকে ৩ স্কুলছাত্রী নিখোঁজ হয়েছিলেন। পরে তারা আইএসে যোগ দিতে সিরিয়ায় যায় বলে জানা যায়।

উপাঙ্গের ব্যথায় হাসপাতালে সানি লিওন !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *