Monday, December 23
Shadow

চিরচেনা রূপে ওবায়দুল কাদের

ওবায়দুল কাদের

হৃদরোগের সমস্যা নিয়ে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের । একমাস থেকে তিনি এখানে চিকিৎসাধীন।

বর্তমানে ওবায়দুল কাদের সুস্থ আছেন বলে জানিয়েছেন মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসকরা। আজ শুক্রবার তাকে ছাড়পত্র দেওয়ারও কথা রয়েছে।

জাতীয় সংসদের হুইপ ও দিনাজপুর-৩ আসনের সংসদ সদস্য ইকবালুর রহিম তার ফেসবুকে একটি ওবায়দুল কাদেরের একটি পোস্ট করেছেন। ইতিমধ্যে নতুন সেই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ছবিতে দেখা যাচ্ছে, সাদা পাঞ্জাবি-পায়জামা আর মুজিব কোর্ট পরে বসে আছেন ওবায়দুল কাদের। এ সময় তার ডান পাশে বসেছিলেন চিকিৎসার জন্য গঠিত মেডিকেল বোর্ডের প্রধান ডা. ফিলিপ কোহ এবং বাম দিকে বসেছিলেন ইকবালুর রহিম।

প্রসঙ্গত, এর আগে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান তার ফেসবুকে ওবায়দুল কাদেরের ফেসবুকে একটি ছবি পোস্ট করেছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Please disable your adblocker or whitelist this site!