এ কাজটি নিয়ে আমি বেশ আশাবাদী : কাজী জারা - Mati News
Friday, December 5

এ কাজটি নিয়ে আমি বেশ আশাবাদী : কাজী জারা

kazi-zara কাজী জারা

 

এ কাজটি নিয়ে আমি বেশ আশাবাদী : কাজী জারা

মডেল ও অভিনেত্রী কাজী জারা সম্প্রতি নতুন একটি ধারাবাহিক নাটকের কাজ শুরু করেছেন। নাম ‘চারমূর্তি’। তিনি বলেন, অনুপম বিশ্বাসের রচনায় এটি পরিচালনা করছেন ইফতেখার ইফতি। প্রযোজক সুব্রত পাল। আমার সহশিল্পী হিসেবে অভিনয় করছেন প্রাণ রায়, লারা লোটাস, তানিয়া বৃষ্টি, রাশেদ মামুন অপু, সিদ্দিক ভাইসহ অনেকে।

এ কাজটি নিয়ে আমি বেশ আশাবাদী। এদিকে কাজী জারা ক’দিন আগে নেপালে চারটি নাটকের শুটিং শেষ করেছেন। এর মধ্যে দীপু হাজরার ‘অস্থির বুলবুল’, রাকেশ বসুর পরিচালনায় ‘তুলকালাম কাণ্ড’, পৃথুরাজের পরিচালনায় ‘ফেরারী দিনগুলো’ ও ‘মিসটেক’ নামের নাটকগুলোতে কাজ করেছেন।

এসব নাটকের বাইরে আল আমিন আহমেদ মোহনের পরিচালনায় ‘উড়ালীয়া মন’ নামের একটি গানে মডেল হিসেবে কাজ করেছেন কাজী জারা। এ গানে কণ্ঠ দিয়েছেন তালাত মাহমুদ। মিউজিক করেছেন কচি শামস। ডেডলাইন মিউজিক থেকে আগামী ২৫শে এপ্রিল এটি প্রকাশ হবে।

https://www.youtube.com/watch?v=Geg0SPadJxM

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *