Monday, December 23
Shadow

‘বিগ বস’ বাড়িতে ঢুকতে পারবেন না তনুশ্রী

তনুশ্রীশোনা যাচ্ছে, বিতর্কিত রিয়েলিটি শো ‘বিগ বস ১২’–তে যুক্ত হচ্ছেন ২০০৪ সালের ‘মিস ইন্ডিয়া’ ও একসময়ের বলিউড তারকা তনুশ্রী দত্ত। বলিউডের শক্তিমান অভিনেতা নানা পাটেকার এবং আরও দুজন চিত্রপরিচালকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ এনে এখন তিনি দারুণ আলোচিত। আর তা কাজে লাগাতে চাচ্ছে ‘বিগ বস’ প্রতিযোগিতার আয়োজক প্রতিষ্ঠান কালারস টিভি কর্তৃপক্ষ। এরই মধ্যে তাদের পরিকল্পনা ফাঁস হয়ে গেছে। আর তাতেই খেপেছে মহারাষ্ট্র নবনির্মাণ সেনা। মহারাষ্ট্রের পুনের লোনাভলায় ‘বিগ বস ১২’–র স্টুডিওতে হানা দিয়েছেন সংগঠনটি কয়েকজন সদস্য। তাঁরা স্টুডিও কর্তৃপক্ষকে একটি চিঠি দিয়েছেন। পরে জানা গেছে, সেই চিঠিতে তাঁরা হুমকি দিয়ে লিখেছেন, তনুশ্রী দত্তকে যদি ‘বিগ বস’ বাড়িতে ঢুকতে দেওয়া হয়, তাহলে সেটে ভাঙচুর করা হবে।

এই ঘটনার তীব্র প্রতিবাদ করেছেন আরেক বলিউড তারকা স্বরা ভাস্কর। তিনি বলেন, ‘এটা ইয়ার্কি হচ্ছে? গুন্ডামি করে সবাই পার পেয়ে যাবে? আমরা গুন্ডামিকে প্রশ্রয় দিচ্ছি?’

এদিকে ২০০৮ সালে ‘হর্ন ওকে প্লিজ’ ছবির সেটে কী ঘটেছিল, তার একটি ভিডিও গতকাল শুক্রবার ইনস্টাগ্রামে প্রকাশ করা হয়েছে। তাতে দেখা যায়, ‘হর্ন ওকে প্লিজ’ ছবির সেটে অভিনেতা নানা পাটেকার, কোরিওগ্রাফার গণেশ আচার্য আর নায়িকা তনুশ্রী দত্ত। তনুশ্রী দত্ত রিহার্সাল করছেন। নানা পাটেকার আপত্তিকরভাবে তাঁকে বাধা দেন। সেট ছেড়ে চলে যান তনুশ্রী দত্ত। রিহার্সাল বন্ধ হয়ে যায়। একসময় রিহার্সালের জন্য সেটে ফিরে আসেন। কিন্তু নানা পাটেকারের সঙ্গে স্ক্রিন শেয়ার করার ব্যাপারে আপত্তি ছিল তাঁর।

তনুশ্রী দত্ত মহারাষ্ট্র নবনির্মাণ সেনা এবং সংগঠনটির প্রধান রাজ ঠাকরের বিরুদ্ধে অপমানজনক মন্তব্য করেছেন, এই অভিযোগে তাঁর বিরুদ্ধে মামলা করেছে এই সংগঠনের মহারাষ্ট্রের ভিদ জেলার শাখা। এর আগে বলিউডের এই তারকা অভিযোগ করেন, নানা পাটেকারের সঙ্গে শুটিং না করে সেদিন চলে আসার পর মহারাষ্ট্র নবনির্মাণ সেনার লোকজন তাঁর বাড়ি ও গাড়িতে হামলা চালায়। তিনি মনে করেন, মহারাষ্ট্র নবনির্মাণ সেনার প্রধান রাজ ঠাকরের নির্দেশে সেই হামলা হয়েছিল। এরপর নিজেকে রক্ষা করার জন্য তিনি যুক্তরাষ্ট্রে চলে যান। সম্প্রতি তিনি ভারতে ফিরেছেন।

তনুশ্রী দত্ত জানিয়েছেন, বৃহস্পতিবার তিনি আইনি নোটিশ পেয়েছেন। অভিনেতা নানা পাটেকার আর পরিচালক বিবেক অগ্নিহোত্রীর আইনজীবীরা এই নোটিশ পাঠিয়েছেন। তনুশ্রী দত্ত তাঁদের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ এনেছেন। এরপর তনুশ্রী এক বিবৃতিতে বলেন, ‘দুটি আইনি নোটিশ পেয়েছি। একটি নানা পাটেকারের কাছ থেকে, অন্যটি বিবেক অগ্নিহোত্রীর কাছ থেকে। এটা হলো ভারতে যৌন হেনস্তা, অপমান ও অবিচারের বিরুদ্ধে কথা বলার পুরস্কার।’

হলিউডে ‘#মিটু’ আন্দোলন দিয়ে বেশ শোরগোল পড়ে গেলেও এত দিন বলিউড ছিল নীরব। এতে কেউ কেউ বলিউড অভিনেতাদের গা বাঁচিয়ে চলার দিকে আঙুল তুলেছিলেন। তনুশ্রী যেন তাঁর কথায় সেদিকেই ইঙ্গিত দিলেন। তিনি সাংবাদিককে বলেন, ‘এই একই পরিবেশের জন্য ১০ বছর আগে দূরে চলে গিয়েছিলাম। আপনি জানতে চেয়েছিলেন না? কেন ভারতে “#মিটু” আন্দোলন জোরদার হয় না? এই কারণে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Please disable your adblocker or whitelist this site!