Monday, December 23
Shadow

তসলিমা নাসরিন : মেয়েদের টি-শার্টে আরো যা লিখতে পারে

তসলিমা নাসরিন
তসলিমা নাসরিন

কিছুদিন ধরেই অনলাইন এবং অফলাইনে আলোচনার বিষয়বস্তু হয়ে দাঁড়িয়েছে কয়েকটি মেয়ে এবং তাদের টি-শার্ট। হ্যাঁ, সেই মেয়েগুলো টি-শার্টে ‘গা ঘেঁষে দাঁড়াবেন না’ লিখে রীতিমতো পাবলিক বাসে চড়ে বেড়াচ্ছে। বাংলাদেশের পাবলিক ট্রান্সপোর্টে নারীদের যৌন হয়রানি নিয়মিত ঘটনা। বাসের মধ্যে মেয়েদের শরীরের স্পর্শকাতর স্থান ছোঁয়ার জন্যই অনেক বিকৃতমনস্ক পুরুষ ওঁত পেতে থাকে।

সোশ্যাল সাইটে মেয়েগুলোর টি-শার্টের ছবি ভাইরাল হওয়ার পর মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। সমাজের প্রগতিশীল অংশ এমন প্রতিবাদকে সাধুবাদ জানিয়েছেন। আবার অনেকেই বলছেন, সব পুরুষ খারাপ নয়। বাসের প্রচণ্ড ভীড়ের মাঝে গা ঘেঁষাঘেষি হতেই পারে। প্রখ্যাত নারীবাদী লেখিকা তসলিমা নাসরিনও সোশ্যাল সাইটে এই ‘টি-শার্ট মুভমেন্ট’ নিয়ে মতামত ব্যক্ত করেছেন। প্রতিবাদী মেয়েদের তিনি উৎসাহিত করে আরো কিছু বাক্য লিখে দিয়েছেন, টি-শার্টে লেখার জন্য।

নিজের ভেরিফায়েড অ্যাকাউন্টে তসলিমা নাসরিন লিখেছেন, ‘গা ঘেঁষে দাঁড়াবেন না’ লেখা টি-শার্ট বাংলাদেশের কিছু মেয়ে পরছে। এরকম টি-শার্ট আরো মেয়ের পরা উচিত। আরো কিছু লিখতে হবে টি-শার্টে।

১. ঘেষবেন না, আমি আপনার মা বোন নই
২. যৌনবস্তু নই। তফাত যাও।
৩. নারী -নির্যাতন বন্ধ করো।
৪. আমরা তোমার সহযাত্রী, আমরা খাদ্য নই।
৫. বর্বরতা দূর করো। সভ্য সমাজ গড়ে তোলো।
৬. পুরুষতন্ত্র বিদেয় করো, বিবেকবান মানুষ গড়।
৭. পশুর কাছে ধর্ষণ না করা শেখ।
৮. ধর্ষণমুক্ত সমাজ চাই।
৯. নারীবিদ্বেষ আর নয়।
১০. নারীর সমানাধিকার ছাড়া সমাজ সভ্য হয় না।
১১। আমি আপনার স্ত্রী নই, প্রেমিকাও নই। দূরত্ব বজায় রাখুন।
১২। আমাকে বাধ্য করবেন না আপনাকে ঘৃণা করতে।
১৩। নারীবিদ্বেষী হওয়ায় কৃতিত্ব নেই, বোধবুদ্ধিসম্পন্ন মানুষ হন।
১৪। পুরুষাঙ্গ হওয়ার চেয়ে পুরুষ হওয়া ভালো।

 

https://www.youtube.com/watch?v=AoO_iZhlnGs&fbclid=IwAR185UMR3Z0KySp9S-NkRJVBeNvJlFPOiqbkFlZ5Bm5e5W8_I5o-KtkNNrA

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Please disable your adblocker or whitelist this site!