গোপনে দেখা করলেন বলিউডের তিন খান , কিন্তু কেন? - Mati News
Sunday, December 14

গোপনে দেখা করলেন বলিউডের তিন খান , কিন্তু কেন?

তিন খান

গোপনে দেখা করলেন বলিউডের তিন খান , কিন্তু কেন?

সালমান খান, শাহরুখ খান ও আমির খান বলিউডের বক্স অফিসে প্রায় তিন দশক যাবত রাজত্ব করে আসছেন। মাঝেমধ্যে মনমালিন্য হলেও দিনশেষে তাদের আচরণ ভালো বন্ধুর মতোই!

দীর্ঘদিন যাবত আলাদা আলাদা সিনেমাতে অভিনয় করলেও আজ অবদি একসঙ্গে দেখা মিলেনি এই তিন তারকার। ইতোপূর্বে সালমান-শাহরুখ কিংবা সালমান-আমিরকে একসাথে পর্দায় দেখা গেছে। তবে আমির-শাহরুখকে একসাথে দেখা যায়নি।

সম্প্রতি গুঞ্জন উঠেছে একই পর্দায় একসঙ্গে দেখা মিলতে পারে এই তিন সুপারস্টারের। ভারতীয় সংবাদ মাধ্যম ‘টাইমস অব ইন্ডিয়া’র বলছে, বৃহস্পতিবার (২৫ এপ্রিল) শাহরুখের মুম্বাইয়ের বাড়ি মান্নাতে দীর্ঘ সময় ধরে আড্ডা দেন এই তিন খান। সূত্র অনুসারে সন্ধ্যা থেকে শুরু করে রাত ৮টা পর্যন্ত তাদের এই মিটিং চলে।

ধারণা করা হচ্ছে, খুব শিগগিরি হয়ত এই তিন তারকা একসঙ্গে পর্দায় হাজির হয়ে ভক্তদের চমকে দেবেন। তবে তাদের এই সাক্ষাতের মূল কারণ কী, সে সম্পর্কে নিশ্চিত ভাবে এখনো কিছু বলা যাচ্ছে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *