নগ্ন শরীরে 'পরিবেশ বাঁচাও' স্লোগাণে সংসদে প্রতিবাদ! - Mati News
Monday, January 19

নগ্ন শরীরে ‘পরিবেশ বাঁচাও’ স্লোগাণে সংসদে প্রতিবাদ!

নগ্ন শরীরে

সংসদ কক্ষের মধ্যেই জামাকাপড় খুলে, নগ্ন শরীরে উচ্চস্বরে চিৎকার করছেন কয়েকজন নারী ও পুরুষ। গায়ে তাঁদের নানা স্লোগান লেখা। কারও শরীরে লেখা ‘পরিবেশ বাঁচাও’, আবার কারও শরীরে ‘সকলের জন্য ভাবো’। ঘটনাস্থল ব্রিটেন।

ব্রেক্সিট জটে টালমাটাল তেরেসা মে’র ব্রিটেন। আর সেই নিয়েই সংসদে গুরুত্বপূর্ণ আলোচনা চলাকালীন পাশের ঘরের দিকে নজর যেতেই চোখ আটকে গেল আইনসভার সদস্যদের। দেখা গেল, স্বচ্ছ কাঁচের দেওয়ালের ওপারে ১১ থেকে ১২ জন নারী ও পুরুষ। প্রত্যেকেই নগ্ন, আর তাদের শরীরে লেখা স্লোগান ও মুখেও তাই।

কিন্তু সংসদে এভাবে আসা কারা ওই নগ্ন নারী-পুরুষ? জানা গেছে, তারা প্রত্যেকেই ব্রিটেনের অন্যতম আদিম উপজাতি গোষ্ঠীর প্রতিনিধি। আর তারা সকলেই ব্রিটিশ পার্লামেন্টের সদস্যও বটে। তবে দেশের সংসদীয় বিষয়ে এদের ভূমিকা তেমন নেই বললেই চলে। ওই উপজাতির ১১ জন প্রতিনিধিই সংসদে এই প্রতিবাদে সামিল হন।তাদের দাবি, ব্রেক্সিটের থেকেও অনেক গুরুত্বপূর্ণ পরিবেশ সংক্রান্ত আলোচনা। তাই পোশাক ছেড়ে তাদের সমবেত প্রতিবাদ, পরিবেশ বাঁচানোর কাজে বেশি তৎপর হতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *