Monday, December 23
Shadow

নার্গিস সব গুজবে জল ঢেলে দিলেন

নার্গিস

সম্প্রতি কত রকমের গুজবই যে সৃষ্টি হয়েছিল বলিউডের নায়িকা নার্গিস ফাখরিকে নিয়ে তা ইতিমধ্যেই পাঠকদের জানা হয়ে গেছে। আর এসব গুজবের মধ্যে তার ওজন বাড়া নিয়েই কানাঘুষা হয়েছে সবচেয়ে বেশি। মুটিয়ে যাওয়ায় তার অন্তঃসত্ত্বা হওয়ার সংবাদও প্রকাশ হয়েছিল। তবে সব গুজবে জল ঢেলে দিলেন নার্গিস ফাখরি।

নার্গিস ফাখরিকে নিয়ে তা ইতিমধ্যেই পাঠকদের জানা হয়ে গেছে

নিজের মুটিয়ে যাওয়া ও আকর্ষণীয় শারীরিক গড়নের দুটি ছবি কোলাজ করে ইনস্টাগ্রামে পোস্ট করেছেন ৩৯ বছর বয়সী নার্গিস।  এর মাধ্যমে নিজের ২০ কিলো ওজন কমানো নিয়ে কথা বলেছেন তিনি। ছবি দুটির সঙ্গে ভক্তদের জন্য বিশেষ বার্তা দিয়েছেন নার্গিস। তার কথায়, ‘মানুষের চোখে চোখে থেকে জীবন কাটানো কখনো কখনো কঠিন হতে পারে। এটি একদিক দিয়ে যেমন আশীর্বাদ, তেমনি এর নেতিবাচক দিকও আছে।

গত দুই বছরে ওজন বাড়িয়েছিলাম। বাঁয়ের ছবিতে আমার ওজন ছিল ৮০ কিলোর ওপরে। পরে তা কমিয়ে এনেছি ৫৮ কিলোতে। ডানের ছবিতে তা দেখছেন। জীবনধারা বদলে ফেলে ২০ কিলো কমাতে পেরেছি। আমি যদি পারি, আপনিও পারবেন। ইতিবাচক ভাবনা আর স্বাস্থ্যকর সবকিছু বেছে নিয়ে মন ও শরীরের যতœ নিতে হবে।

ওজন কমানোর পথচলায় আমার সেরাটা দেখাবো। আমার চাওয়া, আপনারাও এতে যোগ দেবেন। এদিকে সম্প্রতি বিরতির পর বলিউডে ফিরেছেন নার্গিস ফাখরি। তাকে সবশেষ ‘অমাবস্যা’ ছবিতে দেখা গেছে। এখন তার হাতে আছে সঞ্জয় দত্তের সঙ্গে ‘তরবাজ’। ছবিটি এ বছরেই মুক্তি পাওয়ার কথা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Please disable your adblocker or whitelist this site!