Monday, December 23
Shadow

পশ্চিমঙ্গের ছবিতে গাইলেন নিশিতা

নিশিতা

পশ্চিমঙ্গের ছবিতে গাইলেন নিশিতা

নিজের একটি স্বপ্ন এভাবে পূরণ হয়ে যাবে, ভাবতেই পারেননি শিল্পী নিশিতা বড়ুয়া। এবার তাঁর আনন্দ উদযাপনের পালা, শুভেচ্ছা কুড়ানোর মৌসুম। কলকাতা থেকে মুক্তি পেয়েছে তাঁর গাওয়া নতুন গান ‘ইশক খুদা হে’।

 

প্রথমবারের মতো কলকাতার কোনো চলচ্চিত্রের গানে কণ্ঠ দিলেন বাংলাদেশের শিল্পী নিশিতা বড়ুয়া। যদিও দেশের বেশ কিছু চলচ্চিত্রে গান করেছেন এই শিল্পী। ইচ্ছে ছিল ভারতের পশ্চিমবঙ্গের চলচ্চিত্রেও একদিন গান করবেন। হঠাৎ মিলে যায় সেই সুযোগ। প্রযোজনা প্রতিষ্ঠান শ্রী ভেঙ্কটেশ ফিল্মসের নতুন চলচ্চিত্রের একটি গানে কণ্ঠ দেওয়ার প্রস্তাব পান তিনি। এ জন্য অডিশনও দিতে হয়েছিল তাঁকে। সেই অভিজ্ঞতা ভাগাভাগি করতে গিয়ে তিনি বলেন, ‘বাংলাদেশের সংগীত অঙ্গনের সবাই আমাকে চেনেন। কিন্তু কলকাতা থেকে এত তাড়াতাড়ি প্রস্তাব পেয়ে যাব, ভাবিনি। পশ্চিমবঙ্গের ছবিতে গান করব ভেবে খুব রোমাঞ্চিত বোধ করছিলাম। ভয়েস পাঠানোর পর যখন সেটা গৃহীত হলো, খুব ভালো লাগছিল।’

 

পথিকৃৎ বসু পরিচালিত ‘কে তুমি নন্দিনী’ ছবিতে ‘ইশক খুদা হে’ গানটিতে নিশিতা ছাড়াও কণ্ঠ দিয়েছেন রাজু দাস ও ঈশান মিত্র। সংগীত পরিচালনা করেছেন অম্লান চক্রবর্তী। ২০ এপ্রিল শ্রী ভেঙ্কটেশ ফিল্মসের ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয় গানটি। আসছে ২৬ এপ্রিল পশ্চিমবঙ্গে মুক্তি পাবে ছবিটি। গানটিতে দেখা যাবে বনি সেনগুপ্ত ও রূপসা মুখোপাধ্যায়কে। বড়ুয়া বলেন, ‘কলকাতা থেকে অম্লান চক্রবর্তী এই গানটি করার প্রস্তাব দেন। আমাকে সুযোগটি দেওয়ার জন্য আমি দাদার কাছে কৃতজ্ঞ।’

 

‘ক্লোজআপ ওয়ান ২০০৬’-এর দ্বিতীয় রানারআপ ছিলেন নিশিতা বড়ুয়া। ‘রংধনু ভালো লাগে, নীল আকাশ ভালো লাগে’ গানটির মাধ্যমে ক্লোজআপ ওয়ানের দ্বিতীয় আসরের প্রিয়মুখ হয়ে উঠেছিলেন এই তরুণ শিল্পী। ২০০৭ সালে প্রকাশিত হয় তাঁর প্রথম একক অ্যালবাম ‘আমায় নিয়ে চলো’। চলচ্চিত্র ছাড়াও বিজ্ঞাপনের জিঙ্গেলে কণ্ঠ দিয়েছেন তিনি। নিশিতা বলেন, ‘কলকাতার ছবিতে গান করা আমার জন্য অনেক আনন্দের এবং সম্মানের। শিগগির আমার গাওয়া আরও কিছু একক গান শুনতে পাবেন শ্রোতারা।’

 

গত বছর শিল্পী পার্থ বড়ুয়ার সঙ্গে দ্বৈতকণ্ঠে একটি গান করেছিলেন নিশিতা বড়ুয়া। তাঁর লেখা ‘ভাবিনি’ গানটির সুর ও সংগীতায়োজন করেছিলেন পার্থ বড়ুয়া। নিশিতার জনপ্রিয় ‘বন্ধু তোমায় মনে পড়ে’ গানটির সুর ও সংগীতায়োজনও করেছিলেন পার্থ বড়ুয়া।

 

https://www.youtube.com/watch?v=Geg0SPadJxM&feature=youtu.be&fbclid=IwAR2jlA2s3qso6EBgGxEgNX8JsQU8zQRyTk51FsglPokrk4Sv6oBEJ1xjuMU

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Please disable your adblocker or whitelist this site!