এক দুর্যোগের রাতে মিশার সঙ্গে আলাপ অনীক চট্টোপাধ্যায়ের। তারপর ধীরে ধীরে সেই সম্পর্ক প্রথমে বন্ধুত্ব, পরে প্রেমে পরিণত হয়। মিশাকে যে সে ভালোবেসে ফেলেছে সেটা তাকে জানায় অনীক। তবে ভিন্ন ধর্মের প্রেম কি পরিবার মেনে নেবে? সংশয় তো রয়েছেই। শেষমেশ একদিন মিশাকে মায়ের সঙ্গে আলাপ করিয়ে দেবে বলে বাড়িতে নিয়ে আসে অনীক। কিন্তু ছেলের প্রেমিকাকে দেখতে পায়নি তাঁর মা।
এটিকে একটি প্যারাসাইকো থ্রিলার হিসাবেই বর্ণনা করেছেন ছবির নির্মাতারা। ছবিতে ‘মিশা’র ভূমিকায় অভিনয় করছেন নবাগতা দেবী। আর অনীকের ভূমিকায় টৌটা রায় চৌধুরী। অন্যান্য ভূমিকায় দেখা যাবে রাজেশ শর্মা, সব্যসাচী চক্রবর্তী, খরাজ মুখোপাধ্যায়, সুমিত সমাদ্দার, তুলিকা বসু সহ অন্যান্যরা। ছবির সঙ্গীত পরিচালনা করেছেন অরিণ (প্রসেনজিৎ দাস), গান গেয়েছেন নচিকেতা চক্রবর্তী, রূপম ইসলাম ও অন্বেষা। আগামী ১৯ এপ্রিল মিশা দর্শকদের কতটা মন কাড়তে পারে এখন সেটাই দেখার।