Monday, December 23
Shadow

ফেসবুক আইডি হ্যাক, বিব্রত তারকারা

হ্যাকপ্রায়ই হ্যাক হচ্ছে তারকাদের ব্যক্তিগত ফেসবুক আইডি ও ফ্যানপেজ। এতে বেশ বিব্রতকর অবস্থায় পড়ছেন তাঁরা। এই ভুক্তভোগীদের তালিকায় মিডিয়ার সব অঙ্গনের তারকারাই কমবেশি আছেন। পুলিশের সাইবার ক্রাইম সূত্র বলছে, তারকাদের আইডির নিরাপত্তা দুর্বলতার কারণেই অতি সহজেই হ্যাক করতে পারছেন হ্যাকাররা। ফলে তারকারা তাঁদের নিত্যদিনের কাজের খবরাখবর ভক্ত-দর্শকদের কাছে ভাগাভাগি করা থেকে বঞ্চিত হচ্ছেন। পাশাপাশি শঙ্কায় আছেন তাঁরা। কারণ আইডি হ্যাকের পর পাসওয়ার্ড পাল্টে ফেলছেন হ্যাকাররা। সেখান থেকে আপত্তিকর ছবি আপলোড বা বিভ্রান্তিমূলক স্ট্যাটাসের কারণে তারকাদের ব্যক্তিগত জীবন ও পেশাগত জীবনের ওপর খারাপ প্রভাব পড়তে পারে।

তারকারা মনে করছেন একশ্রেণির হ্যাকার তারকাদের ব্যক্তিগত জীবনের তথ্য আদান-প্রদানের খবর জানার কৌতূহল থেকে কিংবা তারকাদের বিব্রতকর অবস্থায় ফেলতে তাঁদের আইডি হ্যাক করছেন। এমনকি হ্যাক করে কোনো কোনো তারকার কাছ থেকে টাকাও দাবি করা হয়েছে। সবশেষ গত মঙ্গলবার রাতে মিস ওয়ার্ল্ড বাংলাদেশ জান্নাতুল ফেরদৌস ঐশীর ফেসবুক আইডি ও পেজ দুটিই হ্যাক করা হয়েছে। হ্যাকাররা তাঁর কাছে আইডি ফেরত দেওয়ার বিনিময়ে টাকা দাবি করেছেন। বিষয়টিতে বিব্রত ঐশী বলেন, ‘খুবই অস্বস্তিতে আছি। টাকাও দাবি করা হয়েছে। টাকাটা বড় বিষয় নয়, সমস্যা হচ্ছে ফেসবুক না থাকার কারণে আমার ভক্ত, দর্শকের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। প্রাইভেসিও ক্ষুণ্ন হচ্ছে।’

প্রায় ছয় মাস আগে হ্যাক হয়েছে চিত্রনায়িকা মাহিয়া মাহির আইডি। এখনো ফেরত পাননি। তিনি বলেন, ‘আইটিতে অভিজ্ঞ অনেককে দিয়ে চেষ্টা করেছি, পাইনি। মাঝেমধ্যে ভয় লাগে হ্যাকাররা যদি আমার ওই আইডি থেকে কোনো বাজে স্ট্যাটাস দিয়ে দেয়! সেটা আমার জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে।’

আবার আইডি হ্যাক হওয়ার কারণে তাঁর দর্শকেরা প্রতারিত হচ্ছে বলে জানান মাহি। তিনি বলেন, ‘এর মধ্যে আমার নামে অনেক ফেক আইডি তৈরি হয়েছে। আমার ভক্তরা আমার আইডি ভেবে ওই ফেক আইডিতে যোগাযোগ করে যাচ্ছেন। তাঁরা প্রতারিত হচ্ছেন।’

পূর্ণিমার ফেসবুক আইডি দুবার হ্যাকহয়েছে। সবশেষ হয়েছে মাস তিনেক আগে। অবশ্য তিন-চার দিনের মাথায় তা ফেরত পেয়েছেন। হ্যাক হওয়াটাকে একজন তারকার জন্য বিপজ্জনক মনে করেন পূর্ণিমা। তিনি বলেন, ‘হ্যাকার পাসওয়ার্ড নিজের মতো করে নেন। এরপর ইচ্ছা করলেই হ্যাকার ওই তারকার ফেসবুক আইডিতে আজেবাজে বা বিভ্রান্তিমূলক স্ট্যাটাস দিয়ে তারকাকে বিপদে ফেলতে পারেন। এখন তো একজন তারকার কাছে ফেসবুকই যোগাযোগের বড় মাধ্যম। দেশবাসীকে নিজের কথা জানানো, ভক্তদের সঙ্গে যোগাযোগ—সবই ফেসবুকের মাধ্যমেই হয়ে থাকে।’

আরিফিন শুভর ফেসবুক আইডি হ্যাক হয়েছে প্রায় এক মাসে আগে। এখনো ফেরত পাননি। ফেরত না পাওয়ার কারণে ভক্ত-দর্শকের কাছ থেকে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার কথা বলেছেন ঢাকাই ছবির এই নায়ক। তিনি বলেন, ‘সাইবার ক্রাইম বিভাগের মাধ্যমে চেষ্টা করে যাচ্ছি, এখনো উদ্ধার হয়নি। আইডি না থাকার কারণে আমার যেসব ভক্ত, দর্শক আমাকে নিয়মিত ফলো করেন, তাঁরা আমাকে পাচ্ছেন না। এটা তাঁদের জন্য কষ্টের হতে পারে।’

দহন ছবি মুক্তির সময় আইডি-হ্যাক হয় ছবির নায়ক সিয়ামের। তাঁর মতে, ফেসবুক আইডি দেখভাল করার বিষয়টি কঠিন হয়ে দাঁড়িয়েছে। বেছে বেছে তারকাদের আইডি হ্যাক হচ্ছে। এটি একটি বিপজ্জনক ব্যাপার।

সিয়াম বলেন, ‘হ্যাকার কোনো তারকার আইডিতে বিব্রতকর ছবি বা স্ট্যাটাস দিয়ে তাঁকে বিপদে ফেলতে পারেন।’

এদিকে বেশ কিছুদিন ধরে ফেসবুক আইডি ফেরত পাচ্ছেন না ছোট পর্দার তারকা আফরান নিশো ও তানজিন তিশা। এ ছাড়া এর আগে রোশান, সজল, অর্ষা, সংগীতশিল্পী হাবিব, মিনারসহ বিনোদনের সব মাধ্যমেরই অনেক তারকার অনেকবার ফেসবুক আইডি হ্যাক হওয়ার খবর পাওয়া গেছে। ভুক্তভোগীরা পুলিশের সাইবার ক্রাইম বিভাগ ও আইটি বিশেষজ্ঞদের মাধ্যমে আইডি ও পেজ উদ্ধার পাওয়ার চেষ্টা করে থাকেন। একটি বিশেষ সূত্র বলছে, দেশ ও দেশের বাইরে কয়েকটি বিশেষ দল তারকাদের আইডি হ্যাকের সঙ্গে জড়িত। তার মধ্যে আছে ওল্ডম্যাক্সট্রাম, মাফিয়া গ্রুপ, মাইয়ারালা গ্রুপ, ইম্পিরিয়াল ট্রাইব, আমরা সিলেটবাসী, ডনস টিম ইত্যাদি।

তারকাদের ফেসবুক আইডি ও পেজ হ্যাকিং প্রসঙ্গে সাইবার ক্রাইমের অতিরিক্ত পুলিশ কমিশনার নাজমুল হাসান বলেন, ‘এসব আইডির নিরাপত্তা শক্তিশালী না হওয়ার কারণে সহজেই হ্যাক করছে হ্যাকাররা। তবে ভুক্তভোগী অনেক তারকাই আমাদের কাছে এসে সমাধান পাচ্ছেন।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Please disable your adblocker or whitelist this site!