মুক্তমনা ব্লগার, কবি, প্রকাশক ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) মুন্সীগঞ্জ জেলার সাবেক সাধারণ সম্পাদক শাহজাহান বাচ্চুকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
সোমবার সন্ধ্যার দিকে নিজ এলাকা সিরাজদিখানের কাকলদী গ্রামে সাবেক এই সিপিবি নেতাকে হত্যা করা হয়। শাহজাহান বিশাখা প্রকাশনীর স্বত্বাধিকারী ছিলেন।
নিহত শাহজাহান বাচ্চুর মেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী দূর্বা তার ফেসবুকে জানান, তার বাবাকে দুর্বৃত্তরা গুলি করে হত্যা করেছেন।
তিনি লিখেন, ‘আমার বাবা শাহজাহান বাচ্চু আজকে মরে গেছে। আমাদের গ্রামে। বাবাকে কারা যেনো দুইটা গুলি করে মেরে ফেলেছে।’
মুন্সীগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (সিরাজদিখান সার্কেল) আসাদুজ্জামান জানান, কাকালদী মোড়ে দুইটি মোটরসাইকেলে করে চার দুর্বৃত্ত মুক্তমনা এ লেখককে গুলি করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লাশ মুন্সীগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবুল কালাম বলেন, কে বা কারা কী কারণে তাকে হত্যা করেছে এখন কিছুই বলা যাচ্ছে না। পুলিশ হত্যার বিষয়ে তদন্ত করে যাচ্ছে।
আসামিদের গ্রেপ্তারের জন্য পুলিশের একাধিক দল কাজ করছে বলেও জানান তিনি।