ফারহান-শিবানীর ‌‘আগুন ছবি’ ফের ভাইরাল ! - Mati News
Friday, December 5

ফারহান-শিবানীর ‌‘আগুন ছবি’ ফের ভাইরাল !

ভাইরালকিছুদিন আগেই বিদেশের মাটিতে ছুটি কাটানোর বিভিন্ন ছবি ভাইরাল হয়েছে। সে ধারাবাহিকতায় এবার ভাইরাল সমুদ্র সৈকতে তোলা আগুন সব ছবি। সম্প্রতি বলিউড অভিনেতা ফারহান আখতার ও তার প্রেমিকা শিবানী দান্ডেকর ইন্সটাগ্রামে শেয়ার করা কিছু ভাইরাল হয়েছে।

ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টাইমসের খবরে বলা হয়েছে, মেক্সিকো থেকে কিছুদিন আগেই ছুটি কাটিয়ে ফিরেছেন ফারহান-শিবানী। তখনই শোনা যাচ্ছিল, তাদের নাকি এনগেজমেন্ট হয়ে গেছে। আবার ছুটি কাটিয়ে ফিরেই এ তারকা জুটিও জানান, খুব শিগগিরই চার হাত এক হতে চলেছে তাদের।

 

এর পরই ফারহান ও শিবানী ছুটি কাটাতে যান সমুদ্র সৈকতে। সেখান থেকেই তারা শেয়ার করেন আগুন সব ছবি। ইন্সটাগ্রামে শেয়ার করা সেই ছবিতে ফারহান লিখেছেন, ‘তোমায় পেয়ে আমি খুশি। কোনোদিনই হারাতে চাই না।’

উল্লেখ্য, ২০১৫ থেকেই পরস্পরকে চেনেন শিবানী-ফারহান। সম্প্রতি দীপিকা-রণবীরের রিসেপশনেও হাত ধরাধরি করে দেখা গেছে তাদের। এর আগে ২০১৭ সালে অধুনা ভবানির সঙ্গে দাম্পত্যে ইতি টানেন ফারহান।

দিশা পাটানির ভাইরাল ভিডিওটি দেখেছে লাখো মানুষ

https://www.youtube.com/watch?v=r0t64gzuqtg&t=3s

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *