Monday, December 23
Shadow

মাটিনিউজের স্বাস্থ্য পরামর্শ: রবি বা এয়ারটেল থেকে ডায়াল করুন *২১৩*৫৯২২#

স্বাস্থ্যমাটিনিউজের স্বাস্থ্য পরামর্শ: রবি বা এয়ারটেল থেকে ডায়াল করুন *২১৩*৫৯২২#

অনলাইনে শত শত ভুয়া স্বাস্থ্য পরামর্শ মানতে গিয়ে বিপাকে পড়েন অনেকে। ভুগতে হয় জটিলাতেও। বিভ্রান্ত হয়ে পড়েন, কোনটা ছেড়ে বিশ্বাস করবো কোনটা। এ চিন্তা থেকে মাটিনিউজে চালু হলো হেলথ এলার্ট বা স্বাস্থ্য পরামর্শ কিংবা সহজে বলতে গেলে ২ টাকার প্রেসক্রিপশন।
প্রাথমিকভাবে এ সেবা নিতে পারবেন কেবল রবি বা এয়ারটেল ব্যবহারকারীরা। নিবন্ধন করতে ডায়াল করুন *২১৩*৫৯২২#
প্রতিদিন সকাল ৯টায় ফোনে পৌঁছে যাবে দেশ বা বিদেশের একজন নামকরা ডাক্তার বা পুষ্টিবিদের একটি পরামর্শ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Please disable your adblocker or whitelist this site!