ক্ষিপ্ত মাশরাফি , রোগী সেজে চিকিৎসককে ফোন (ভিডিও) - Mati News
Friday, December 5

ক্ষিপ্ত মাশরাফি , রোগী সেজে চিকিৎসককে ফোন (ভিডিও)

মাশরাফি

ক্ষিপ্ত মাশরাফি , রোগী সেজে চিকিৎসককে ফোন (ভিডিও)

ঢাকা প্রিমিয়ার ডিভিশন লিগের (ডিপিএল) এবারের মৌসুম শেষ হতেই ছুটি পেয়ে নড়াইলে ছুটেছেন মাশরাফি বিন মুর্তজা। তবে পরিবার নয়, এলাকার উন্নয়ন কাজের তদারকিতেই নিজ এলাকায় যান বাংলাদেশ ওয়ানডে দলের এই অধিনায়ক।

গত বৃহস্পতিবার দুপুরে নড়াইল আধুনিক সদর হাসপাতালে ঝটিকা সফরে যান ম্যাশ। নারী ও শিশু ওয়ার্ডে রোগীদের সঙ্গে কথা বলে তাদের কাছ থেকে নানা ধরনের সমস্যা শোনেন। ওই সময় পুরো হাসপাতালের দায়িত্ব পালন করছিলেন মাত্র একজন ডাক্তার। মাশরাফি জানতে পারেন, ছুটি ছাড়াই একজন চিকিৎসক ৩ দিন অনুপস্থিত রয়েছেন!

আর এতেই ক্ষিপ্ত হয়ে ওঠেন তিনি। রোগী সেজে ওই চিকিৎসককে ফোন করেন মাশরাফি। সে সময় চিকিৎসক ফোনে রোগীকে অর্থাৎ মাশরাফিকে রোববার হাসপাতালে এসে চিকিৎসা নিতে বলেন।

তখন নিজের পরিচয় দিয়ে মাশরাফি ডাক্তারকে বলেন, ‘এখন যদি হাসপাতালের সার্জারি প্রয়োজন হয় তাহলে সেই রোগী কী করবে? চুপ করে আছেন কেন? আপনি কি ফাইজলামি করেন? চাকরি করলে নিয়ম মেনেই করবেন।’

এরপরই মাশরাফি সেই চিকিৎসককে তার কর্তব্যের কথা স্মরণ করিয়ে দিয়ে দ্রুত কর্মস্থলে ফিরে আসার নির্দেশ দেন।

এদিকে মাশরাফির আসার খবর পেয়ে ততক্ষণে আবাসিক মেডিকেল অফিসার ডা.মশিউর রহমান বাবু ছুটে আসেন হাসপাতালে। আরেক চিকিৎসক ডা.আলিমুজ্জামান সেতুও আসেন। এসময় চিকিৎসকদের অনুপস্থিতির বিষয়ে কথা বলে আবাসিক মেডিকেল অফিসারকে দিয়ে হাজিরা খাতায় সেই চিকিৎসকের ৩ দিনের অনুপস্থিত করিয়ে নেন এমপি মাশরাফি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *