class="post-template-default single single-post postid-19521 single-format-standard wp-custom-logo group-blog vl-boxed aa-prefix-matin-">
Shadow

যুক্তরাষ্ট্রের ৭ বিশ্ববিদ্যালয়ে ডাক পেলেন এই শিক্ষার্থী

যুক্তরাষ্ট্রের সিমোন নুরালি

 

যুক্তরাষ্ট্রের ৭ বিশ্ববিদ্যালয়ে ডাক পেলেন এই শিক্ষার্থী

মাত্র ১৭ বছর বয়সেই এক আশ্চর্যজনক কাণ্ড ঘটিয়ে ফেলেছেন সিমোন নুরালি । আর এতেই গোটা বিশ্বের নজর ঘুরে গিয়েছে তার দিকে। একটি-দু’টি নয়, সাতটি আমেরিকান বিশ্ববিদ্যালয় উচ্চশিক্ষার জন্য তার আবেদনপত্র গ্রহণ করেছে। তার মধ্যে রয়েছে ডার্টমাউথ কলেজ এবং ইউনিভার্সিটি অফ পেনসিলভেনিয়ার মতো আইভি-লিগের স্কুলও।

আর এতেই ব্যপক মুশকিলে পড়েছে সিমোন। এখন সিমোন বুঝতে পারছেন না কোন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবেন তিনি। বার্কলের ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া, জনস হপকিন্স ইউনিভার্সিটি, ইমোরি ইউনিভার্সিটি, জর্জ টাউন ইউনিভার্সিটি এবং জর্জ ওয়াশিংটন ইউনিভার্সিটি- বিকল্প নিয়ে অথৈ জলে পড়েছেন তিনি। আসলে ৯ বছর বয়স থেকেই ‘এ’ গ্রেড পেয়ে এসেছেন সিমোন।

 

সিমোন নুরালি বলেন, ‘এর মধ্যে কোনও রহস্য নেই। পুরো প্রক্রিয়াটিই নিজেকে খোঁজার প্রক্রিয়া।’

পিয়ানো বাজাতে দক্ষ ও একই সঙ্গে ভারতের পাচার নিয়ে বইয়ের লেখিকা তাই স্থির করেছেন ওই বিশ্ববিদ্যালয়েই তিনি যাবেন; যেখানে তাকে আন্তর্জাতিক সম্পর্ক ও অর্থনীতির উপর সবচেয়ে উন্নতমানের লেখাপড়ার সুযোগ দেওয়া হবে।

https://www.youtube.com/watch?v=Geg0SPadJxM&feature=youtu.be&fbclid=IwAR1LmsNbxHc6PUqAAYKCVgUzX_ibBH6_GYGYmJcs7l_hCm31ejyr2rrDKOo

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Please disable your adblocker or whitelist this site!