রাফি হত্যার আসামি নূর উদ্দিন ময়মনসিংহ থেকে গ্রেপ্তার - Mati News
Friday, December 5

রাফি হত্যার আসামি নূর উদ্দিন ময়মনসিংহ থেকে গ্রেপ্তার

রাফি হত্যার

রাফি হত্যার আসামি নূর উদ্দিন ময়মনসিংহ থেকে গ্রেপ্তার

ফেনীর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফিকে আগুনে পুড়িয়ে মারার ঘটনায় অন্যতম আসামি নূর উদ্দিনকে ময়মনসিংহের ভালুকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।

আজ শুক্রবার বেলা ১১টার দিকে ভালুকার সিডস্টোর এলাকা থেকে নূর উদ্দিনকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। অভিযানে পিবিআইকে সহায়তা করে ভালুকা থানা পুলিশ।

ভালুকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ তালুকদার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

অধ্যক্ষ সিরাজ উদদৌলার মুক্তি দাবিতে আন্দোলনও করেছিলেন গ্রেপ্তারকৃত নূর উদ্দিন। এছাড়া রাফি হত্যা মামলার অন্যতম প্রধান আসামিও তিনি।

এর আগে রাফি হত্যা মামলার অন্যতম আসামি সোনাগাজী পৌর কাউন্সিলর মকসুদুল আলম ও তার সহযোগী মো. জাবেদকে গ্রেপ্তার করে পিবিআই। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে নয়টার দিকে মুকসুদুল আলমকে ঢাকা এবং তার সহযোগীকে চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *