Monday, December 23
Shadow

পুতিনের সঙ্গে বৈঠক করতে রাশিয়ায় পৌঁছেছেন কিম

রাশিয়ায়

পুতিনের সঙ্গে বৈঠক করতে রাশিয়ায় পৌঁছেছেন কিম

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কিম জং উনের দ্বিতীয়বারের বৈঠক ফলপ্রসূ না হওয়ার পর নতুন দিকে মোড় নেয় উত্তর কোরিয়া। অবশেষে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকের জন্য ভ্লাদিভস্তকে পৌঁছেছেন কিম জং উন।

 

জানা গেছে, বুধবার সাঁজোয়া ট্রেনে চড়ে উত্তর কোরিয়ার সীমান্ত থেকে ভ্লাদিভস্তকে পৌঁছান তিনি। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার পুতিন- কিম বৈঠক হবে ভ্লাদিভস্তকের পার্শ্ববর্তী রাস্কি আইল্যান্ডের ফার ইস্টার্ন ফেডারেল বিশ্ববিদ্যালয়ের স্পোর্টস কমপ্লেক্সে।

 

এবারই প্রথমবারের মতো শীর্ষ দুই নেতা বৈঠকে বসতে যাচ্ছেন। অবশ্য এর আগে ২০০২ সালে উত্তর কোরিয়ার তৎকালীন শীর্ষ নেতা কিম জং ইলের সঙ্গে বৈঠক করেছিলেন পুতিন।

 

বিশেষজ্ঞরা মনে করছেন, কিমের চেষ্টা থাকবে পুতিনের মাধ্যমে আন্তর্জাতিক সমর্থন আদায় করে নেওয়া। তবে, মস্কোর তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, কোরীয় উপদ্বীপকে নিরস্ত্রীকরণ প্রসঙ্গই কিম-পুতিনের আলোচনায় গুরুত্ব পাবে।

যদিও বিশেষজ্ঞদের ধারণা, পারমাণবিক অস্ত্র পরীক্ষা চালিয়ে যাওয়ার ব্যাপারে কিম সমর্থন চাইলেও পুতিন তাতে সম্মতি দেবেন না।

 

https://www.youtube.com/watch?v=Geg0SPadJxM&feature=youtu.be&fbclid=IwAR1RgQEN4wGozQuYOg6HZNQF2X_0aZQ8svZgpOkT-KfPUdKA1CZbymy7-Ws

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Please disable your adblocker or whitelist this site!