Monday, December 23
Shadow

১৮৮ যাত্রী নিয়ে ইন্দোনেশিয়ার লায়ন এয়ার এর বিমান বিধ্বস্ত

লায়ন এয়ারইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা থেকে সুমাত্রা দ্বীপের পেংকাল পিনাংয়ে যাওয়ার পথে একটি বোয়িং ৭৩৭ ম্যক্স বিমান বিধ্বস্ত হয়েছে। লায়ন এয়ার বিমানটিতে ১৮৮ জন যাত্রী ছিল বলে জানা গেছে।

জেটি ৬১০ ফ্লাইটটির ৬:২০ মিনিটে টেক অফ করে ৭:২০ মিনিটে পেংকাল পিনাংয়ের বাংকা-বেলিটুং বিমানবন্দরে অবতরণের কথা ছিল। কিন্তু বিমানটি উড্ডয়নের ১৩ মিনিট পরেই কন্ট্রোল রুমের সঙ্গে সমস্ত যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল।

লায়ন এয়ারের প্রধান নির্বাহী এডওয়ার্ড সিরাট গণমাধ্যমকে বলেছেন, ‘এই মুহূর্তে আমরা কোনো মন্তব্য করতে পারব না। আমরা এই মুহূর্তে তথ্য উপাত্ত সংগ্রহের চেষ্টা চালিয়ে যাচ্ছি।’

আজ সোমবার একটি প্রেস কনফারেন্সের আয়োজন করে সবকিছু বিস্তারিত জানানো হবে বলে এডওয়ার্ড সিরাট জানান।

ইন্দোনেশিয়ার সিভিল এভিয়েশনের পরিচালক সিনদু রাহায়ু জানিয়েছেন, ‘ফ্লাইটের ১৮৮ যাত্রীর মধ্যে ১৭৮ জন প্রাপ্তবয়স্ক ছিলেন। পাশাপাশি একজন বালক, দুটি শিশু, দুইজন পাইলট আর ৫ জন ক্রু ছিলেন।’

তিনি আরও জানান, ‘যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার আগমুহূর্তে বিমানটি বিমানবন্দরে ফেরত আসতে চাইছিল। এরপর আর কোনো যোগাযোগ সম্ভব হয়নি।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Please disable your adblocker or whitelist this site!