শখ কি তাহলে মিডিয়াকে ‘গুডবাই’ জানিয়েছেন? - Mati News
Saturday, December 13

শখ কি তাহলে মিডিয়াকে ‘গুডবাই’ জানিয়েছেন?

শখ

শখ কি তাহলে মিডিয়াকে ‘গুডবাই’ জানিয়েছেন?

জনপ্রিয় অভিনেত্রী আনিকা কবির শখ কি তাহলে মিডিয়াকে ‘গুডবাই’ জানিয়েছেন? এমন প্রশ্ন এখন জোরালো হয়ে দেখা দিয়েছে। কারণ শোবিজে তার কাছের কেউ জানেন না তিনি কোথায় আছেন? সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকেও নেই কোনো আপডেট। সোশ্যাল মিডিয়ায় সর্বশেষ গেল বছর ৩রা ডিসেম্বর ‘ডি-২০’ শিরোনামের একটি ধারাবাহিক নাটক নিয়ে পোস্ট দেন এই অভিনেত্রী। তারপর আর কোনো পোস্ট নেই তার।

তবে এই নাটকে তিনি প্রায় একবছর আগে অভিনয় করছেন বলে জানান এর নির্মাতা সাগর জাহান। তিনি বলেন, ধারাবাহিকটির প্রথম কয়েকটি পর্বে শখ ছিল। কিন্তু পরবর্তীতে তাকে বাদ দেয়া হয়। সিডিউল জনিত সমস্যাসহ বেশকিছু কারণে তাকে নিয়ে কাজ করা সম্ভব হয়নি।

কাজ করার জন্য যে মানসিকতা দরকার সেটি তার মধ্যে তখন দেখিনি। তারপর থেকে আমার সঙ্গে তার কোনো যোগাযোগ নেই। আমি যতটুকু জানি, আমার মতো অনেকের সঙ্গেই তার যোগাযোগ নেই। এই সময়ে অনেক অভিনেত্রী অভিনয় থেকে দূরে থাকলেও শোবিজের বিভিন্ন অনুষ্ঠান ও সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে নিজেকে সরব রেখেছেন।

কিন্তু এমনটার বিপরীতমুখী শখ। মুঠোফোনেও তাকে পাওয়া যায় না। অনেকেই বলেন, এই অভিনেত্রীর আছে একাধিক ফোন নাম্বার। কখন কোন নম্বর ব্যবহার করেন সেটিও কেউ নিশ্চিত নন। হঠাৎ করেই এই অভিনেত্রীর ছন্দপতন ঘটে। ২০১৭ সালে অভিনেতা নিলয়ের সঙ্গে বিচ্ছেদের পর থেকে তিনি নিজেকে আড়ালেই রেখেছেন বলা যায়।

২০১৫ সালের ৭ই জানুয়ারি এই তারকাজুটি প্রণয় থেকে পরিণয়ে আবদ্ধ হয়েছিলেন। বিচ্ছেদের কিছুদিন আগে দু’জন ওমরাহ হজ্ব পালন করেন। তারপরেই তাদের বিচ্ছেদের সংবাদ প্রকাশ হয়। শখের এভাবে আড়ালে যাওয়া, সত্যিই রহস্যময়। গুঞ্জন রটেছে, হারিয়ে যাওয়া অন্যদের পথেই হাঁটছেন তিনি। নিজেকে নিয়ে মেতেছেন লুকোচুরি খেলায়।

 

https://www.youtube.com/watch?v=Geg0SPadJxM&feature=youtu.be&fbclid=IwAR22s_mg4I77xkvsfwOjeeUGy2aUSSBNoWGxXgTu84kD0rpepuK7DuAi58s

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *