শহিদ কাপুর ক্যান্সারে আক্রান্ত , পরিবারের অস্বীকার! - Mati News
Friday, December 5

শহিদ কাপুর ক্যান্সারে আক্রান্ত , পরিবারের অস্বীকার!

শহিদ কাপুরইরফান খান, সোনালি বেন্দ্রে, নাফিসা আলির পর এবার মারণ রোগ ক্যান্সারে আক্রান্ত বলিউড তারকা শহিদ কাপুর। সম্প্রতি বলিউড পাড়ায় এমনই গুঞ্জন শোনা যাচ্ছে। শোনা যাচ্ছে, শহিদ নাকি পাকস্থলির ক্যান্সারে আক্রান্ত। তার চিকিৎসা চলছে।

কিছুদিন আগেই দ্বিতীয় সন্তানের বাবা হয়েছেন শহিদ। মিশা ও জেইনকে নিয়ে শহিদ-মীরার এখন ভরা সংসার। শহিদ কাপুর নাকি পাকস্থলির ক্যান্সারে আক্রান্ত, এই খবরটি সত্যি না মিথ্যে জানতে পরিবারের কাছে জানতে চাওয়া হলে তারা এই খবরে বেশ রেগে যান।

শহিদের পরিবারের এক সদস্য বলেন, ” আরে যা খুশি তাই খবর ছড়িয়ে পড়ে? এধরনের খবর কোথা থেকে পেলেন? এধরনের গুজব কারা রটায়? ” শহিদ কাপুরকে শেষবার দেখা গেছে শ্রদ্ধা কাপুরের বিপরীতে ‘বেটি গুল মিটার চালু’ ছবিতে।

আপাতত শহিদ ব্যস্ত তেলেগু ব্লকবাস্টার ছবি অর্জুন রেড্ডির হিন্দি রিমেক ‘কবীর সিং’ ছবিতে। এই ছবিতে তার নিজের লুক সোশ্যাল সাইটে শেয়ারও করেছেন শহিদ। ছবিটি মুক্তি পাবে আগামী বছর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *