মায়ের হাত ধরে ক্লাসরুমের দিকে শাকিবপুত্র - Mati News
Friday, December 5

মায়ের হাত ধরে ক্লাসরুমের দিকে শাকিবপুত্র

সিনেমায় কাজ করতে গিয়েই অপুর সঙ্গে পরিণয় হয় শাকিব খানের। বহু রোমান্টিক ছবির এ জুটি দর্শককে প্রেমের সাগরে ভাসাতে গিয়ে নিজেরাই ভেসে গেছেন প্রেমে। প্রেম-ভালোবাসার অধ্যায় পার করে একসময় গোপনে বিয়েও করেন তাঁরা। একসঙ্গে জীবনের বাকিটা সময় কাটিয়ে দেবেন বলে ১০ বছর আগে গোপনে বিয়ে করেছিলেন শাকিব ও অপু। সংসার জীবনের কয়েক বছর পার হওয়ার পর সম্পর্কে ফাটল ধরা শুরু হয় তাঁদের। কিন্তু সন্তানের প্রশ্নে তারা এক।

গত ১২ নভেম্বর রাজধানীর বারিধারায় আমেরিকান ইন্টারন্যাশনাল স্কুল ঢাকা (এআইএসডি) স্কুলে জয়কে ভর্তির জন্য গিয়েছিলেন শাকিবপুত্র। ভর্তির জন্য ফরমও পূরণ করেন বাবা শাকিব ও মা অপু বিশ্বাস। কিন্তু বয়সের ক্ষেত্রে ঝামেলা তৈরি হয়। বয়স বাধা হয়ে দাঁড়ায়। ঐ পরে স্কুল কর্তৃপক্ষ জয়কে বসুন্ধরা আবাসিক এলাকার ‘ইন্টারন্যাশনাল স্কুল ঢাকা’ তে প্লে-গ্রুপে ভর্তি করার পরামর্শ দেয়।

সেই অনুযায়ী শাকিব খান ও অপু বিশ্বাস জয়কে ‘ইন্টারন্যাশনাল স্কুল ঢাকাতে (আইএসডি) ভর্তি করেন। এটি একটি আন্তর্জাতিক মানের ইংরেজি মাধ্যম স্কুল। যেখানে অধিকাংশ শিক্ষক বিদেশি।

শাকিব খান বলেন, জয়ের সুন্দর ভবিষ্যত গড়ে তোলার জন্য সব ধরনের চেষ্টা করে যাচ্ছি। খুবই দুষ্টুমি করে। ওর সঙ্গে সময় কাটাতে আমার খুব ভালো লাগে। ওর পড়ার আগ্রহ রয়েছে। মাঝে মধ্যে ওর সঙ্গে আমিও পড়তে বসে যাই।

গতরাতে জয়কে নিয়ে স্কুলে যাওয়ার একটি কোলাজ ছবি প্রকাশ করেছেন অপু বিশ্বাস। যেখানে দেখা যাচ্ছে এক হাতে স্কুল ব্যাগ অন্য হাতে জয়কে নিয়ে অপু বিশ্বাস শ্রেণিকক্ষের দিকে এগিয়ে যাচ্ছেন। শাকিবপুত্র শাকিবপুত্র শাকিবপুত্র

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *