class="post-template-default single single-post postid-11449 single-format-standard wp-custom-logo group-blog vl-boxed aa-prefix-matin-">
Shadow

‘মদ খাই, সিগারেটও খাই, তার মানে তো আমি খারাপ মা নই’ : শ্বেতা সালভে

এক হাতে সিগারেট। আর এক হাতে ওয়াইনের গ্লাস। আর পরনে বিকিনি। পরিবারের সঙ্গে গোয়ায় ছুটি কাটাতে গিয়ে এমনই এক ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেছিলেন অভিনেত্রী শ্বেতা সালভে । আর তাতেই তীব্র ট্রোলিংয়ের সম্মুখীন হতে হল অভিনেত্রীকে। তবে চুপচাপ শুনে হজম করলেন না শ্বেতা। ট্রোলড হওয়ার পরক্ষণেই যোগ্য জবাবটিও দিলেন অভিনেত্রী।

শ্বেতার এই ছবিটির কমেন্ট বক্স জুড়ে শুধুই আক্রমণ আর আক্রমণ। তীব্র সমালোচনার ঢেউ উঠেছে সোশ্যাল মিডিয়ায়। কেউ সোজা কমেন্টবক্সে ‘ছি ছি’ লিখে দিয়েছেন। কেউ লিখেছেন, এ ছবি তাঁর কন্যার জন্য একটি জঘন্য উদাহরণ। কেউ আবার তাঁকে ব্যক্তিগত ভাবে সরাসরি ইনস্টাগ্রামে মেসেজ করে জানিয়েছেন যে, তিনি খারাপ মা।  নির্লজ্জ মহিলাও লিখেছেন কেউ কেউ।

তবে সচরাচর এই বিষয়গুলিকে পাত্তা দেন না শ্বেতা। কিন্তু একটি বিশেষ কারণে এর জবাব দেওয়াটা জরুরি বলে লিখেছেন অভিনেত্রী। ছবিটি আর এক বার পোস্ট করে অভিনেত্রী লিখেছেন, ‘‘হ্যাঁ, আমি মদ খাই আর সিগারেটও খাই। আমি একজন সৎ মানুষ আর এ রকম ভাবেই আমার জীবন কাটাই। কিন্তু তার মানে এই না যে আমি বদ মানুষ। তার মানে এই না যে, আমি খারাপ মা। ’’

নিজের মা-বাবার কথাও তুলে ধরেছেন অভিনেত্রী। বলেছেন, ‘‘আমার মা-বাবা আমাকে অনেক আগেই শিখিয়েছেন, কোনটা খারাপ আর কোনটা ভাল? ওঁরাও মদ খান, সিগারেট খান। আর তার পাশাপাশিই খুব সুন্দর ভাবে আমাকে আর আমার ভাইকে মানুষ করেছেন ওঁরা।’’

এখানেই ক্ষান্ত হননি অভিনেত্রী। প্রশ্নচিহ্নও ছুঁড়ে দিয়েছেন ট্রোলারদের উদ্দেশ্যে। শ্বেতার সোজা প্রশ্ন, ‘‘আমাকে কি জীবনটা নষ্ট করতে দেখেছেন? নাকি আমাকে বেকার বলে মনে হচ্ছে? আমার সন্তানকে আমি অবহেলা করি বলে মনে হয় আপনাদের?’’

যৌনকর্মীদের প্রসঙ্গও টেনে এনেছেন শ্বেতা। লিখেছেন, ‘‘পরিবারের জন্য দু’বেলা দুমুঠো ভাত জোটাতে শরীর বিক্রি করতে হয় যৌনকর্মীদের। তার মানে কি তাঁরা খারাপ মানুষ? তাঁদের ছেলেমেয়েদের পড়াশোনাও তো হয় সেই পয়সা থেকেই। ’’

তিনি যে অভিনেত্রী সে কথাও নেটপাড়ার লোকজনকে মনে করে দিয়েছেন শ্বেতা। তিনি লিখছেন, ‘‘আমি অভিনেত্রী, নৃত্যশিল্পী, সঙ্গে একজন উদ্যোগপতিও। দেশের দুটো বড় শহরে থেকে আমাকে কাজ করতে হয়। আমার আক্রমণাত্মক হয়ে ওঠার বিষয়টা ঝুঁকির মনে হতে পারে, কিন্তু কখনও আমার ক্ষমতা নিয়ে প্রশ্ন করবেন না।’’

ডান্স ইন্ডিয়া ডান্স, ঝলক দিখলাজা, খতরো কে খিলাড়ি— এই রিয়্যালিটি শোগুলিতে দেখা গিয়েছিল শ্বেতা সালভেকে।  ‘কহি কিসি রোজ’, ‘হিপ হিপ হুররে’, ‘লেফ্ট রাইট লেফ্ট’-এর মতো হিট সিরিয়ালগুলিতেও শ্বেতার অভিনয় প্রশংসিত হয়েছিল দর্শকমহলে। ‘দিল তো বাচ্চা হ্যয় জি’-র মতো হিট ছবি ছাড়াও করেছেন বেশ কিছু সিনেমা।  ২০১২ সালে দীর্ঘ দিনের বন্ধু হরমিত শেঠিকে বিয়ে করেন শ্বেতা। ২০১৬ সালে জন্ম হয় তাঁদের মেয়ের। ইনস্টাগ্রামে তিনি নিয়মিত। তবে সিনেমা বা টিভি সিরিয়ালে আজকাল সে ভাবে দেখা যায় না অভিনেত্রীকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Please disable your adblocker or whitelist this site!