ভিডিও ফুটেজে শ্রীলংকার গির্জায় হামলার মুহূর্ত
শ্রীলংকার রাজধানী কলম্বোতে আটটি পৃথক বিস্ফোরণে অন্তত ২০৭ জন নিহত হয়েছেন।
স্থানীয় সময় রোববার সকাল থেকে দুপুর পর্যন্ত কলম্বোর কয়েকটি গির্জা ও হোটেলে ওই বিস্ফোরণের ঘটনা ঘটে বলে বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে।
ইস্টার সানডে উপলক্ষে খ্রিষ্টান ধর্মাবলম্বীরা গির্জায় গিয়ে বিশেষ প্রার্থনা করার সময়ই বিস্ফোরণগুলো ঘটে।
হামলার শিকার গির্জাগুলোর মধ্যে সেন্ট অ্যান্টোনি নামের একটি গির্জাও রয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা সিএনএন।
ব্যস্ত সড়কে একটি গাড়ি থেকে ওই গির্জায় হামলার মুহূর্ত ক্যামেরা বন্দি করেছেন স্থানীয় এক ব্যক্তি।
স্থানীয় সংবাদ মাধ্যমে থেকে পাওয়া ওই ভিডিও ফুটেজ প্রকাশ করেছে সিএনএন। এতে দেখা যায়, সড়কে অনেক গাড়ির সারি। ধোঁয়ার কুণ্ডলী বের হচ্ছে গির্জা থেকে। সবাই দিগবিদিক হয়ে ছোটাছুটি করছেন।