তারা খেটে খাওয়া মানুষ। মাস্ক কেনার টাকা হয়ত নেই। থাকলেই বা কি। ফার্মেসিগুলোতে এখন মাস্ক পাওয়া যায় ? লকডাউন মানে যে তাদের পেটেও তালা। কিন্তু এর পরও পার পেলেন না । শাস্তি তাদের পেতেই হলো। যে শাস্তি শুধু শাস্তিই নয়। গোটা দেশের লজ্জা। গোটা জাতির লজ্জা। গোটা জাতিকেই কান ধরিয়ে ছাড়লেন যশোরের মনিরামপুরের সহকারী ভূমি কমিশনার সাইয়েমা হাসান।
ঘটা করে সিনেমার হিরোদের মতো চালালেন অভিযান। খেটে খাওয়া সত্তোরর্ধ্ব দুই লোককে মাস্ক ছাড়া বাইরে দেখে তাদের কান ধরতে বললেন। ওই দুইজনের বাড়িতে নিশ্চয়ই অভুক্ত মুখ ছিল অনেকগুলো। তাই নির্বিঘ্নে কান ধরে দাঁড়িয়ে থাকাটাই মনে করলেন নিরাপদ। তারা কান ধরলেন অকপটে। এতেই ক্ষান্ত হননি সহকারী কমিশনার সাইয়েমা । হাতের মোবাইল উঁচিয়ে তুললেন ছবি, করলেন ভিডিও। তারপর?
তারপর আরো বড় লজ্জা। সেই ছবি সরকারি ওয়েবসাইটেই করলেন আপলোড। তুমুল সমালোচনার ঝড় ওঠে ফেইসবুকে। ছবিটা ভাইরাল হতেই সেই খবর কোনোভাবে তার কানে যায়। তড়িঘড়ি ওয়েবসাইট থেকে ছবিটা সরান। ছবি সরাতে গিয়ে সরে যায় তার নামও। কিন্তু ততক্ষণে ভাইরাল হয়ে গেছে স্ক্রিনশটও।
শেষ খবর পাওয়া পর্যন্ত সহকারী কমিশনার সাইয়েমা হাসান ওই দুই খেটে খাওয়া হতদরিদ্রের কাছে ক্ষমা চাননি।