class="post-template-default single single-post postid-20732 single-format-standard wp-custom-logo group-blog vl-boxed aa-prefix-matin-">
Shadow

বিশ্বকাপকে অনন্য এক রেকর্ড উপহার দিলেন সাকিব

sakib record সাকিব রেকর্ডব্যাট হাতে দরকার ছিল ৩৫ রান, আর বল হাতে ২ উইকেট। আফগানিস্তানের বিপক্ষে ম্যাচে দুটোই পেয়ে গেছেন সাকিব আল হাসান। আর এতেই অনন্য এক রেকর্ডের মালিক হয়ে গেছেন সাকিব । বিশ্বকাপ ইতিহাসে প্রথম ক্রিকেটার হিসেবে ১০০০ রান ও ৩০ উইকেটের ‘ডাবল’ এর মালিক এখন সাকিব।

বিশ্বকাপ মাতিয়েছেন এমন কীর্তিমান অলরাউন্ডারদের সংখ্যা কম নয়। কিন্তু কপিল দেব-ইয়ান বোথাম থেকে শুরু করে আধুনিক যুগের জ্যাক ক্যালিস, কেউই এই চূড়ায় পৌঁছাতে পারেননি, যেখানে আজ পৌঁছালেন সাকিব। ব্যাট হাতে ৫১ রানের ইনিংস খেলার পথে প্রথম বাংলাদেশি হিসেবে বিশ্বকাপে ১ হাজার রান অতিক্রম করেছিলেন। অপেক্ষা ছিল বল হাতে দুটি উইকেটের। নিজের প্রথম ওভারেই রহমত শাহকে ফিরিয়ে অপেক্ষাটা নামিয়ে এনেছিলেন এক উইকেটে। ২৯তম ওভারে গুলবদিনকে ফিরিয়েই পেয়ে গেলেন রেকর্ডটির দেখা।

এর আগে বিশ্বকাপে ৯০০ রান ও ২৫ উইকেটের ‘ডাবল’ ছিল সাকিবসহ মাত্র তিনজন ক্রিকেটারের। বাকি দুজন ছিলেন অস্ট্রেলিয়ার স্টিভ ওয়াহ ও শ্রীলঙ্কার সনাথ জয়াসুরিয়া। তিনটি বিশ্বকাপে (১৯৮৭, ১৯৯২ ও ১৯৯৯) মোট ৩৩ ম্যাচ খেলে ৯৭৮ রানের সঙ্গে ২৭ উইকেট পেয়েছিলেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি অধিনায়ক ওয়াহ। জয়াসুরিয়া খেলেছেন পাঁচটি (১৯৯২-২০০৭) বিশ্বকাপে ৩৮ ম্যাচ। ১১৬৫ রানে পাশাপাশি বাঁ হাতি স্পিনে পেয়েছেন ২৭ উইকেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Please disable your adblocker or whitelist this site!