Monday, December 23
Shadow

সাপে কামড়ানোর পর যেটি করবেন

সাপে কামড়ানোর পর

সাপে কামড়ানোর পর যেটি করবেন

সাপে কামড়ালেই মৃত্যু হয়, এটা মানুষের ভুল ধারণা। সাপে কামড়ানোর পর প্রাচীন ধারণা থেকে নিজের অজান্তেই মানুষ অনেক ভুল সিদ্ধান্ত নেয়। ফলে অনেক সময় নষ্ট হয়।

জেনে রাখা ভালো সাপে কামড়ালেই কিন্তু মৃত্যু হয় না। মৃত্যু হয় সঠিক সময়ে সঠিক চিকিৎসা না করানো এবং কিছু ভুল কাজের জন্য।

চলুন জেনে নেই, সাপে কামড়ানোর পর কোন কাজগুলো করতে হবে।

১. সাপের কামড়ানোর পর ভয় পেয়ে যাবেন না। এ সময় শান্ত থাকুন। ভয় পেয়ে গেলে হার্ট রেট বেড়ে যায়। ফলে সারা শরীরে বিষ তাড়াতাড়ি ছড়িয়ে পড়ে।

২. সাপে কামড়ানোর পর সেই অংশ তাড়াতাড়ি ফুলতে থাকে। এ কারণে কোনো টাইট গহনা যেমন ধরুন আংটি বা ব্রেসলেট পরে থাকলে তা দ্রুত খুলে ফেলুন।

৩. শরীরের যে স্থানে সাপ কামড়েছে, সেই অংশটি কোনো অ্যান্টিসেপ্টিক দিয়ে পরিষ্কার করুন।

৪. সাপের কামড় দেওয়ার ৫ মিনিটের মধ্যে কোনো সাকশন ডিভাইস দিয়ে বিষ বের করে দেয়ার চেষ্টা করুন।

৫. সাপের কামড়ানোর পর আপনি কিছু খাবেন না।

৬. সাপের কামড় খাওয়ার কখনোই কাত হয়ে শোবেন না।

৭. সাপের কামড়ানোর পর আতঙ্কে না জেনে বুঝে কোনো ওষুধ খাবেন না।

৮. সাপ শরীরের যে জায়গায় কামড় দিয়েছে, তার আশপাশে বা উপরে কোনো কাপড় বাঁধবেন না। এর ফলে রক্তচাপ বেড়ে গিয়ে ধমনী এবং শিরা ক্ষতিগ্রস্ত হতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Please disable your adblocker or whitelist this site!