Monday, December 23
Shadow

বিয়ের আসর থেকে পালালেন সাবিলা নুর

সময়ের অন্যতম জনপ্রিয় জুটি ফারহান আহমেদ জোভান ও সাবিলা নুর । দু’জনে এক হয়ে প্রচুর নাটকের কাজ করেছেন এরমধ্যে। এবার এই জুটি এক হলেন একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে। এটির নাম ‘পলায়ন বিদ্যা’। যা রবিবার (১৯ নভেম্বর) রাতে সারা বিশ্বে একযোগে মুক্তি পেয়েছে সিএমভি’র অফিশিয়াল ইউটিউব চ্যানেলের মাধ্যমে।

ইফতেখার আহমেদ ওশিনের রচনা ও পরিচালনায় ছোট দৈর্ঘ্যরে এই বিশেষ চলচ্চিত্রের শুরুটা হয় সাবিলা নুর এর বিয়ের রাত থেকে। বাসা ভর্তি মানুষ, এর ফাঁকেই সাবিলা বউয়ের সাজ নিয়ে বেরিয়ে পড়েন রাস্তায়। কারণ নিচে সিএনজি নিয়ে অপেক্ষা করছেন প্রেমিক জোভান। এভাবেই শুরু হয় জোভান-সাবিলার প্রেমময় ঘর পালানোর জার্নি। যদিও সেই জার্নি মাঝপথে থমকে যায়, রাতের আঁধারে গল্প এগুতে থাকে নতুন মোড়ের দিকে।

কাজটি প্রসঙ্গে সাবিলা বলেন, ‘কাজটি করতে গিয়ে মনে হলো চরিত্রটি একেবারে আমার কথা ভেবেই তৈরি হয়েছে। ঘর পালানোর মধ্যে যে রোমাঞ্চকর অনুভুতি আছে সেটি এই কাজটির মাধ্যমে আগাম জেনে রাখলাম!’

এদিকে জোভান বলেন, ‘খুব সিম্পল এবং অসাধারণ একটা গল্প রয়েছে। আর সাবিলা নুর এর সঙ্গে কাজ করার একটা মজাও আছে। ছবিটি দেখুন, গল্প বলে মজা নষ্ট করতে চাই না।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Please disable your adblocker or whitelist this site!