ফ্যাশনে বাবা-মা’কে টপকালেন সুহানা - Mati News
Friday, January 23

ফ্যাশনে বাবা-মা’কে টপকালেন সুহানা

সুহানাবলিউডের শীর্ষ নায়ক শাহরুখ খান। ২ নভেম্বর নিজের জন্মদিন পার করেছেন এই কিং খান। সেই ব্যস্ততা কাটতে না কাটতেই চলে এলো দিওয়ালি উৎসব। ৪ নভেম্বর ভারতের বান্দ্রায় বলিউড বাদশাহ’র বাংলো মান্নতে আয়োজন করা হয় দিওয়ালি অনুষ্ঠান। ওই অনুষ্ঠানে ঘনিষ্ট বলিউড সংশ্লিষ্টদের আমন্ত্রণ জানান শাহরুখ।

রাতের সেই জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের দৃষ্টি কেড়েছিল সুহানা । তারকা মেয়ের পরনের নেভি ব্লু লেহেঙ্গা দেখে অনেকেই তার পোশাক নির্বাচনের প্রসংশাও করেন।সুহানা

শাহরুখের ফ্যাশন সচেতন স্ত্রী গৌরির মতো সুহানাও নজর কাড়তে শুরু করেছে সবার। এদিন তার স্টাইলের পঞ্চমুখ হতে দেখা গেছে আমন্ত্রিত বলিউড তারকাদের। দিওয়ালিতে শাহরুখ, গৌরি ও তাদের ছোট ছেলে আব্রাম খানের পোশাকে ছিল কালো রঙের প্রাধান্য। তবে দিওয়ালিতে ফ্যাশনের দিক থেকে শাহরুখ, গৌরি ও আব্রামের থেকে এক ধাপ এগিয়ে ছিলেন সুহানা ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *