Friday, May 17
Shadow

স্তন ক্যান্সার শনাক্তকারী বক্ষবন্ধনী আবিষ্কার

স্তন ক্যান্সার

বিশ্বজুড়ে যেন জাঁকিয়ে বসেছে স্তন ক্যান্সার। দিন যতই যাচ্ছে, বাড়ছে আক্রান্তের সংখ্যা। সাম্প্রতিক গবেষণা বলছে, বিশ্বে প্রতি ১০০ জনের মধ্যে ২২ জন এই সমস্যার শিকার। মূলত ৩০ থেকে ৪০ বছর বয়সীদের মধ্যে এই সমস্যা প্রকট। তবে ভারতের কেরালায় এবার তৈরি করা হলো বিশেষ ধরনের বক্ষবন্ধনী যা শনাক্ত করবে স্তন ক্যান্সারকে। বিশ্বে স্তন ক্যান্সার নিয়ে যে হারে সচেতনতা বাড়া প্রয়োজন তা হয়নি। ভারতে এখনো ৫০-এর পর নারীদের ম্যামোগ্রাফির (ব্রেস্টের এক্স-রে) পরামর্শ দেওয়া হয়, যা ২৫ বছর থেকেই শুরু করা উচিত। এ ছাড়াও বছরে একবার স্তন পরীক্ষা জরুরি। কিন্তু বেশিরভাগ নারীরাই তা করেন না।  আর তাই ঠেকানো যাচ্ছে না ক্যান্সার।

স্তন ক্যান্সার শনাক্তকারী বক্ষবন্ধনী আবিষ্কার

সম্প্রতি কেরালার এক গবেষক তৈরি করলেন এই বিশেষ ধরনের বক্ষবন্ধনী,  যা সহজেই নির্ণয় করবে স্তন ক্যান্সারকে। প্রায় ৪ বছরের গবেষণার ফসল এই বিশেষ ধরনের বক্ষবন্ধনী। এর মধ্যে থাকা থার্মাল সেন্সর শনাক্ত করে দেবে ক্যান্সার কোষকে। মালাবার ক্যান্সার সেন্টারে হলো এই বক্ষবন্ধনীর পরীক্ষামূলক প্রয়োগ। যেখান থেকে অনেকেরই ক্যান্সারের আগাম সতর্কবার্তা পাওয়া গিয়েছে। কিছুদিনের মধ্যেই বাজারে আসতে চলেছে বিশেষ এই বক্ষবন্ধনী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Please disable your adblocker or whitelist this site!

error: Content is protected !!