Monday, December 23
Shadow

Lee hsien Loong কে নিয়ে সিঙ্গাপুর প্রবাসী শেখ রাব্বানীর স্ট্যাটাস

Lee hsien Loong singaporeচিরদিন এই মানুষটি  Lee hsien Loong আমার হৃদয়ে বেঁচে থাকবেন.. উনার দায়িত্বে,, মানবতাবোধে,, আমি চির কৃতজ্ঞ প্রকাশ করছি,‌
নিজে একটা পাকা বিল্ডিং বানাইলে পাঁচটা ঘর থাকলে একটা ঘর আমরা আপন অসহায় ভাইকে ছেড়ে দিতে পারি না,
, অথচ আমাদের দেশের প্রবাসীদের জন্য সিঙ্গাপুর সরকার PAN PACIFIC 5* হোটেল বরাদ্দ, যেখানে আমাদের মতন ওয়ার্কারের স্বপ্নেও কল্পনা করতে পারেনি একটি রাত যাপন করবো,
আমি সে সুযোগ হয়তো নাও পেতে পারি আমার একটা প্রবাসী ভাই তো সেখানে আছে,,,, সেটা চিন্তা করেও সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা আমাদের নৈতিক দায়িত্ব, গভীরভাবে অন্তরের অন্তরস্থল থেকে কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে আমাদের সবাইকে,
যারা অজ্ঞ তারা মনে রাখবেন, সিঙ্গাপুর সরকার যদি মনে করত মহামারী প্রথম দিকেই 1লাখ30 হাজার বাঙালিকেই দেশে পাঠিয়ে দিতে পারতো, বলতো কাজ শুরু হলে আবার নিয়ে আসবো,,,, এখানে আমার আপনার কারো কিছু করার থাকতো না. বিশ্বের বিভিন্ন দেশে রিক্রুটিং এজেন্টেরা হা করে তাকিয়ে থাকবে সিঙ্গাপুরের লোক পাঠানো জন্যে . আসুন সবাই মিলে কৃতজ্ঞতা প্রকাশ করি সিঙ্গাপুর কে ভালোবাসি,

Singaporean chef is now chef-owner at successful Middle Rd omakase bar

করোনায় অর্থনীতিকে চাঙ্গা করতে সিঙ্গাপুরের ২৩ বিলিয়ন ডলারের মেগাপ্ল্যান

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Please disable your adblocker or whitelist this site!