Sunday, December 22
Shadow

ব্রিস্টলে বাংলা‌দেশী কনস্যুলার সেবা রবিবার

ব্রি‌টে‌নের ব্রিস্টল ও আশেপা‌শের এলাকায় বসবাসরত বাংলা‌দেশী ও ব্রি‌টিশ বাংলা‌দেশী‌দের জন্য ব্রিস্টলে পাস‌পোর্ট সার্জারি অনু‌ষ্ঠিত হ‌বে আগামী ২৮ অক্টোবর র‌বিবার।

বাংলা‌দেশ হাইক‌মিশ‌নের কনস্যুলার সা‌র্ভিস জনগ‌নের দোর‌গোড়ায় পৌ‌ছেঁ দি‌তে বাংলা‌দেশ এসোসি‌য়েশন ব্রিস্টল বাথ এন্ড ও‌য়েস্ট ব্রিস্টলের বাংলা‌দেশ সেন্টা‌রে এ সেবার আ‌য়োজন ক‌রে‌ছে।

বাংলা‌দেশ এসোসি‌য়েশ‌নের সে‌ক্রেটারি মো‌র্শেদ আহমদ মত‌চ্ছির শুক্রবার জান‌ান, এ সার্জারী‌তে পাস‌পোর্ট নবায়ন, এমআর‌পি আবেদন, পাওয়ার অব এট‌র্নি বা আমমোক্তারনামা, নো-‌ভিসা ও বার্থ সা‌র্টি‌ফি‌কেট সহ অন্যান্য সেবা প্রদান করা হ‌বে।

রবিবার বেলা এগারটা থে‌কে এ সেবা শুরু হ‌বে।

সকল ফি-র অর্থ শুধুমাত্র ডে‌বিট ও ক্রে‌ডিট কা‌র্ডের মাধ্য‌মে গ্রহণ করা হ‌বে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Please disable your adblocker or whitelist this site!