Monday, December 23
Shadow

গোলাম মাওলা রনি হ্যাকড!

গোলাম মাওলা রনি । এখন টক অফ দ্যা পলিটিক্স তিনি। আওয়ামী লীগ থেকে বিএনপি-তে এসে ওই দল থেকে মনোনয়ন পেয়ে আলোচনা-সমালোচনায় রাজনীতির টক অফ দ্যা টাউনে পরিনত হয়েছেন রনি।

এদিকে, জানা গেলো, সম্প্রতি তার ফেসবুক আইডি হ্যাক করা হয়েছে। নতুন একটি আইডি থেকে স্ট্যাটাস দিয়ে এমনটাই জানিয়েছেন তিনি নিজেই ।

ফেসবুকে স্ট্যাটাসে রনি লেখেন, এতদ্বারা সবার অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আমার ফেসবুক আইডি Golam Maula Rony হ্যাক হয়েছে। আইডি হ্যাকের ব্যাপারে থানায় জেনারেল ডায়েরি করা হয়েছে। সবাইকে অনুরোধ করছি, ওই আইডি থেকে কোনো প্রকার মেসেজ, কল অথবা কমেন্ট করলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।

মঙ্গলবার (১১ ডিসেম্বর) সকালে নিউমার্কেট থানায় এ নিয়ে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন রনি, যার নম্বর ৫১৮।

জিডিতে গোলাম মাওলা রনি লেখেন, আজ (মঙ্গলবার) ভোররাত থেকে আমার আইডিটি হ্যাকড হয়েছে। গতকালের পর এখানে আমি কোনো পোস্ট দিইনি। তাই পরবর্তী কোনো পোস্টের জন্য আমি দায়ী নই।

রনি আরো লেখেন- ওই আইডি থেকে যে কোনো ধরণের স্ট্যাটাস কিংবা কার্যক্রমের জন্য তিনি দায়ী থাকবেন না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Please disable your adblocker or whitelist this site!