class="post-template-default single single-post postid-78 single-format-standard wp-custom-logo group-blog vl-boxed aa-prefix-matin-">
Shadow

মাটিতে সামুদ্রিক মাছ

কক্সবাজারের তরতাজা সামুদ্রিক মাছ খেতে চান?

ই-কমার্স সাইট মাটি ঢাকায় দিচ্ছে তাজা সামুদ্রিক মাছ।  তাদের সাইট থেকে কয়েকটি মাছের দর দেওয়া হলো।

লাল কোরাল (রেড স্ন্যাপার) ১-২ কেজি সাইজ ৬০০ টাকা কেজি

লাল কোরাল (রেড স্ন্যাপার) ৩-৫ কেজি সাইজ ৬৫০ টাকা কেজি

রিঠা (৫-১০ কেজি সাইজ) ৫০০ টাকা কেজি।
দেশি সাদা রূপচাঁদা (১৫০ গ্রাম সাইজ) ৮৫০ টাকা কেজি।
বড় চাগা চিংড়ি (১১-১২ পিসে কেজি) ১০০০ টাকা কেজি।
লাক্ষ্যা (৩-১২ কেজি) ৯০০-১৪০০ টাকা কেজি।
সাতক্ষীরার হরিণা চিংড়ি ৪৫০ টাকা কেজি।

এ ছাড়াও মাটিতে পাচ্ছেন আরো অনেক কিছু। তাদের সঙ্গে কথা বলে জানা গেল মাটিতে ফ্রোজেনের চেয়ে তাজা সামুদ্রিক মাছ বিক্রি হয় বেশি। এ কারণে সরাসরি কক্সবাজার থেকে ট্রলারে করে নিয়ে আসা মাছই সংগ্রহ করে তারা। তবে এর জন্য কমপক্ষে ২-৩ দিন আগেই দিতে হবে অর্ডার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Please disable your adblocker or whitelist this site!