Friday, March 14

এসএসসি বাংলা ব্যাকরণ: ৫০টি এমসিকিউ প্রশ্ন

এখানে এসএসসি পরীক্ষার জন্য বাংলা ব্যাকরণের ৫০টি এমসিকিউ প্রশ্ন দেওয়া হলো।

এসএসসি বাংলা ব্যাকরণ এমসিকিউ

ব্যাকরণিক শুদ্ধতা

  1. নিচের কোন বাক্যটি শুদ্ধ?
    a) আমি তোমার সাথে যাব।
    b) আমি তোমার সহিত যাব।
    c) আমি তোমার সঙ্গে যাব।
    d) আমি তোমার সহিত চলিব।
  2. “উন্নতি” শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি?
    a) অবনতি
    b) অধোগতি
    c) ক্ষতি
    d) পতন
  3. “নিশাচর” শব্দের প্রকৃতি-প্রত্যয় বিশ্লেষণ কোনটি?
    a) নিশা + চর
    b) নিশা + আচর
    c) নিশি + আচর
    d) নিশি + চর
  4. “অতঃপর” শব্দটি কোন সন্ধির ফলে গঠিত?
    a) অযুসন্ধি
    b) দধিসন্ধি
    c) বিসর্গসন্ধি
    d) ব্যঞ্জনসন্ধি
  5. কোনটি সমাসবদ্ধ শব্দ?
    a) বিশুদ্ধ ভাষা
    b) মিষ্টি খাবার
    c) রাজপুত্র
    d) ভালো লাগা

কারক ও বিভক্তি

  1. “তোমার জন্য অপেক্ষা করছি” – এখানে “জন্য” কোন কারক বোঝায়?
    a) অপাদান
    b) কর্ম
    c) করণ
    d) সম্বন্ধ
  2. “সে ঘর থেকে বের হলো” – বাক্যে “থেকে” কোন বিভক্তি?
    a) সপ্তমী
    b) তৃতীয়া
    c) পঞ্চমী
    d) ষষ্ঠী
  3. “আমি বই পড়ি” – বাক্যে “বই” কোন কারক?
    a) কর্তৃকারক
    b) কর্মকারক
    c) অপাদান কারক
    d) অধিকরণ কারক

সমাস ও উপসর্গ

  1. “রামায়ণ” শব্দটি কোন সমাসের উদাহরণ?
    a) দ্বন্দ্ব
    b) বহুব্রীহি
    c) দ্বিগু
    d) তৎপুরুষ
  2. নিচের কোন শব্দটি উপসর্গবদ্ধ?
    a) বিখ্যাত
    b) দর্শন
    c) উদ্যান
    d) গৃহস্থ

বাক্য পরিবর্তন ও পদ প্রকরণ

  1. “সে খুব ভালো ছাত্র” – বাক্যটি কোন ধরনের?
    a) যৌগিক
    b) সরল
    c) জটিল
    d) সংযুক্ত
  2. “যত্ন কর, সফল হবে” – বাক্যটি কোন ধরনের?
    a) যৌগিক
    b) সরল
    c) জটিল
    d) সংযুক্ত

বিপরীতার্থক শব্দ

  1. “অলীক” শব্দের বিপরীত কী?
    a) অবাস্তব
    b) বাস্তব
    c) কল্পিত
    d) অবৈধ
  2. “উদার” শব্দের বিপরীত কোনটি?
    a) সংকীর্ণ
    b) কঠোর
    c) দয়ালু
    d) নিষ্ঠুর

পারিভাষিক শব্দ ও বাংলা বানান

  1. “Democracy” শব্দের বাংলা পারিভাষিক প্রতিশব্দ কোনটি?
    a) গনতন্ত্র
    b) গণতন্ত্র
    c) প্রজাতন্ত্র
    d) রাজতন্ত্র
  2. নিচের কোন বানানটি শুদ্ধ?
    a) অবিহিত
    b) অভিহিত
    c) অভিহিত্ত
    d) অবিহিত্ত

বাগধারা ও এক কথায় প্রকাশ

  1. “ঘর শত্রু বিভীষণ” বাগধারার অর্থ কী?
    a) পরিবারের শত্রু
    b) আপনজনের দ্বারা ক্ষতি
    c) গুপ্তচর
    d) বিশ্বস্ত ব্যক্তি
  2. “যার জন্মদিন নেই” – এক কথায় কী বলা হয়?
    a) চিরজীবী
    b) নিত্য
    c) অজন্মা
    d) জন্মহীন

সন্ধি বিচ্ছেদ

  1. “মাধুর্য” শব্দের সন্ধি বিচ্ছেদ কী?
    a) মধু + র্য
    b) মধু + ঋ
    c) মধু + আর্য
    d) মধু + ইয
  2. “অধিকার” শব্দের সন্ধি বিচ্ছেদ কী?
    a) অধি + কার
    b) অ + ধিকার
    c) অধী + কার
    d) অধি + ইকার

অন্য ৩০টি এমসিকিউ:

  1. “অজ্ঞ” শব্দের বিপরীত কী?
  2. “স্বাধীনতা” শব্দের প্রকৃতি-প্রত্যয় বিশ্লেষণ কী?
  3. “সাবধান” শব্দের সন্ধি বিচ্ছেদ কী?
  4. “বনবাস” কোন সমাসের উদাহরণ?
  5. “স্বল্প” শব্দের বিপরীত শব্দ কী?
  6. “আহ্বান” শব্দের বানান শুদ্ধ কোনটি?
  7. “শ্বশুরবাড়ি” কোন সমাসের উদাহরণ?
  8. “রসিকতা” শব্দটি কোন উপসর্গবদ্ধ শব্দ?
  9. “দুঃখ” শব্দের বিপরীত কী?
  10. “সম্মান” শব্দের বিপরীত কী?
  11. “জলাশয়” শব্দের সন্ধি বিচ্ছেদ কী?
  12. “নির্বাসন” কোন উপসর্গবদ্ধ শব্দ?
  13. “শুভ্র” শব্দের বিপরীত কী?
  14. “গৃহ” শব্দের সমার্থক শব্দ কী?
  15. “অতিথি” শব্দের বিপরীত কী?
  16. “মিথ্যা” শব্দের বিপরীত কী?
  17. “নদী” শব্দের সমার্থক শব্দ কী?
  18. “অরণ্য” শব্দের সমার্থক কী?
  19. “নির্ভীক” শব্দের বিপরীত কী?
  20. “কৃপণ” শব্দের বিপরীত কী?
  21. “চন্দ্র” শব্দের সমার্থক কী?
  22. “আকাশ” শব্দের সমার্থক কী?
  23. “উজ্জ্বল” শব্দের বিপরীত কী?
  24. “প্রত্যাহার” শব্দের বিপরীত কী?
  25. “বিশ্বাস” শব্দের বিপরীত কী?
  26. “অপরাধ” শব্দের বিপরীত কী?
  27. “অমৃত” শব্দের বিপরীত কী?
  28. “প্রভু” শব্দের বিপরীত কী?
  29. “অগ্নি” শব্দের সমার্থক কী?
  30. “জ্ঞান” শব্দের বিপরীত কী?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *