Thursday, April 25
Shadow

পঞ্চম শ্রেণি : বাংলাদেশ ও বিশ্বপরিচয় : ব্যক্তি সংক্রান্ত সংক্ষিপ্ত প্রশ্নোত্তর

পঞ্চম শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয় সংক্ষিপ্ত প্রশ্নোত্তর
পঞ্চম শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয় সংক্ষিপ্ত প্রশ্নোত্তর

১। স্বাধীন বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি কে? -বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

২। স্বাধীন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী কে? – তাজউদ্দিন আহমেদ।

৩। মুজিবনগর সরকারের অর্থওপরিকল্পনামন্ত্রী  কে ছিলেন?-  ক্যাপ্টেন এম. মনসুর আলী ।

৪। মুজিবনগর সরকারের স্বরাষ্ট্র ত্রাণ ওপুনর্বাসন মন্ত্রী কে ছিলেন? –এ.এইচ.এম কামারুজ্জামান

৫। মুজিবনগর সরকারের উপরাষ্ট্রপতি কে ছিলেন? – সৈয়দ নজরুল ইসলাম।

৬। মুক্তিবাহিনীর প্রধান সেনাপতি কে ছিলেন? -জেনারেল মোহাম্মদ আতাউল গণি ওসমানী।

৭। বঙ্গবীর নামে পরিচিত ছিল কে?- জেনারেল মোহাম্মদ আতাউল গণি ওসমানী।

৮। মুক্তিবাহিনীর উপ প্রধান সেনাপতি কে ছিলেন? -গ্রুপ ক্যাপ্টেন এ কে খন্দকার।

৯। কে ফোর্সের নেতৃত্বে কে ছিল?- মেজর খালেদ মোশাররফ।

১০। এস ফোর্স-এর নেতৃত্বে কে ছিলেন?- মেজর কে এম শফিউল্লাহ ।

১১। জেড ফোর্স এর নেতৃত্বে কে ছিলেন?- মেজর জিয়াউর রহমান।

১২। ৭ জন শহীদ বুদ্ধিজীবীর নাম লেখো।- অধ্যাপক মুনীর চৌধুরী,  অধ্যাপক রাশিদুল হাসান, ডা. আজহারুল হক,  সাংবাদিক সেলিনা পারভীন, অধ্যাপক গোবিন্দ চন্দ্র দে্ব, অধ্যাপক জ্যোতির্ময় গুহঠাকুরতা ।

১৩। মিত্র বাহিনীর প্রধান কে ছিলেন? -লেফটেন্যান্ট জেনারেল জগজিৎ সিং অরোরা ।

১৪। পাকিস্তানের পক্ষে আত্মসমর্পণ দলিলে স্বাক্ষর করেন কে?-লেফটেন্যান্ট জেনারেল নিয়াজী।

১৫। সাত বীরশ্রেষ্ঠের নাম লিখ।- ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর, ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান, সিপাহী হামিদুর রহমান, ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখ, সিপাহী মোস্তফা কামাল, ইঞ্জিনরুম আর্টিফিসার রুহুল আমিন, ল্যান্স নায়েক মুন্সি আব্দুর রউফ।

১৬। বাংলার শেষ স্বাধীন নবাব কে ছিলেন?- নবাব সিরাজ উদ দৌলা ।

১৭। নবাবের খালার নাম কী?- ঘষেটি বেগম।

১৮। নবাবের সৈন্য বাহিনীর প্রধানের নাম কি ছিল?- মীরজাফর।

১৯। কার বিশ্বাসঘাতকতা নবাব পরাজিত হন?- মীরজাফর।

২০। নবাব বিরোধিতা ও ষড়যন্ত্রের শিকার হন এমন দুজন বণিকের নাম লিখ-রায়দুর্লভ ও জগৎ শেঠ।

২১। ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রথম শাসনকর্তা কে ছিলেন?-রবার্ট ক্লাইভ।

২২। বাংলার নবজাগরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন এমন চারজন ব্যক্তির নাম লিখ। -রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, নবাব আব্দুল লতিফ, সৈয়দ আমীর আলী।

২৩। বাঁশের কেল্লা নির্মাণ করেন কে?- তিতুমীর।

২৪। সিপাহী বিদ্রোহের নেতা কে ছিলেন?- মঙ্গল পান্ডে।

২৫। ব্রিটিশবিরোধী আন্দোলনে কাদের আত্মত্যাগ ও সাহসিকতা চিরস্মরণীয়? -ক্ষুদিরাম বসু, প্রীতিলতা ওয়াদ্দেদার, মাস্টারদা সূর্যসেন।

২৬। ব্রিটিশবিরোধী রাজনৈতিক আন্দোলনের  তৃতীয় ধাপের নেতৃত্ব দেন কে? -নেতাজি সুভাষচন্দ্র বসু এবং শেরে বাংলা এ কে ফজলুল হক।

২৭। কাদের লেখা গান ও কবিতার মাধ্যমে বাঙালির স্বাধিকার চেতনা আরো বেগবান হয়? -রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়।

২৮। নারী জাগরণের অগ্রদূত কে ?- বেগম রোকেয়া।

২৯। নারী শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন কে?-  বেগম রোকেয়া।

৩০। বাংলার স্বাধিকার আন্দোলনে কে কে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন?-রবীন্দ্রনাথ ঠাকুর ,কাজী নজরুল ইসলাম এবং বেগম রোকেয়া।

৩১।ভারত ও বাংলাদেশের জাতীয় সংগীত কে রচনা করেছেন?-রবীন্দ্রনাথ ঠাকুর।

৩২। পাহাড়পুর কোন রাজার শাসন আমলে নির্মিত হয়?-পালরাজা ধর্মপালের শাসনামলে।

৩৩।রাজা মানিক চন্দ্রের স্ত্রীর নাম কী?-ময়নামতি।

৩৪। ময়নামতির স্বামীর নাম কী?- রাজা মানিক চন্দ্র।

৩৫। সোনারগাঁয়ে কার কার মাজার রয়েছে ?-গিয়াস উদ্দিন আযম শাহের মাজার।

৩৬। ঈশা খাঁর পুত্রের নাম কী?- মুসা খাঁ।

৩৭। মোহাম্মদ আজম শাহর বাবার নাম কী?- আওরঙ্গজেব।

৩৮। লোকশিল্প জাদুঘরের প্রতিষ্ঠাতা কে?-  শিল্পাচার্য জয়নুল আবেদিন।

৩৯। আহসান মঞ্জিল কে তৈরি করেন? -শেখ এনায়েত উল্লাহ।

৪০। শেখ এনায়েতুল্লাহর পুত্রের নাম কী? -মতিউল্লাহ।

৪১। আহসান মঞ্জিল ফরাসিদের কাছে কে বিক্রি করেন?-শেখ মতিউল্লাহ।

৪২। আহসান মঞ্জিল ফরাসিদের কাছ থেকে কে ক্রয় করেন?- খাজা আলিমুল্লাহ।

৪৩। আহসান মঞ্জিল প্রাসাদ কে কেন্দ্র করে একটি প্রধান ভবন নির্মাণ করেন কে?-খাজা আব্দুল গনি।

৪৪। খাজা আব্দুল গনির পুত্রের নাম কী?-খাজা আহসানুল্লাহ।

৪৫। আহসান মঞ্জিলের নামকরণ হয় কার নামে?- খাজা আহসানউল্লাহর নাম অনুসারে ভবনটির নামকরণ হয় আহসান মঞ্জিল।

৪৬। ভারতীয় উপমহাদেশে নারীর অধিকার প্রতিষ্ঠায় সমাজকে সচেতন করতে অসামান্য অবদান রাখেন কে?-বেগম রোকেয়া।

৪৭। বিশ্বে যা কিছু মহান চির কল্যাণকর অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর কথাটি কে বলেছেন?-কাজী নজরুল ইসলাম।

৪৮। জার্মান সমাজতাত্ত্বিক নারী কে?- ক্লারা জেটকিন।

৪৯। দুইজন গারো বীর যোদ্ধার নাম লিখ। -টগান নেংমিনজা, সোনারাম সাংমা।

৫০। জাতিসংঘের বর্তমান মহাসচিবের নাম কি ?-অ্যান্টোনিও গুতারেস।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Please disable your adblocker or whitelist this site!

error: Content is protected !!