Saturday, April 20
Shadow

জেনে নিন কিছু বিচিত্র তথ্য

বিশ্ব ভূমণ্ডল কতই না বিচিত্র। প্রকৃতির  কিছু বিচিত্র তথ্য আজ তুলে ধরা হলো

  1. বুধ গ্রহটি নিজ অক্ষে এতো ধিরে ঘুরে যে এর একদিন শেষ হতে ‍পৃথিবীর সময়ে এক বছরেরও বেশি সময় লাগে।
  2. পৃথিবীর সবচেয়ে ছোট আন্তঃদেশীয় সেতুটি পর্তুগাল ও স্পেনের মাঝখানে অবস্থিত।
  3. নদী ছাড়া পৃথিবীর সবচেয়ে বড় দেশ হল সৌদি আরব। বিশাল এই দেশে কোনও নদী নেই।
  4. চীনের মোট জনসংখ্যার ৯৪ শতাংশ বাস করে সে দেশের পূর্ব হেইহি থেংচং লাইনে।
  5. যুক্তরাষ্ট্রের আরিজোনায় একটি শহরের নাম ‘কিছুইনা’। অবাক করার মতো কথা, কিন্তু এটিই সত্য। শহরটির মোট জনসংখ্যা ০ ‘শূন্য’। একসময় এখানে একটি গ্যাস স্টেশন এবং একটি ছোট দোকান ছিল।
  6. মজার বিষয় হল এন্টারকটিকা মহাদেশ আবিষ্কার হওয়ার আগে ইউরেনাস গ্রহ আবিষ্কার হয়েছিল।
  7. আফ্রিকার একটি ছোট হ্রদ থেকে ৩ লক্ষ টন কার্বন ডাই-অক্সাইড বের হয়ে ১৬ মাইল জুড়ে ছড়িয়ে পরে। এর ফলে ওখানকার ১৭০০ গ্রামবাসী ও ৩৫০০ গবাদি পশু মারা যায়।
  8. সমুদ্র বা হ্রদের পাশে বসবাস করলে, পানি ও পরিবেশ মানুষকে শান্ত, সুখি ও সৃষ্টিশীল করে তুলে।
  9. ১৯৭১ সালে বিজ্ঞানীরা আগুনসহ একটি প্রাকৃতিক গ্যাসে পূর্ণ গর্ত খুঁজে পায়। তারা ভাবেছিল যে এটি কিছু দিনের জন্য জ্বলবে। কিন্তু ঐ গর্ত বিগত ৪০ বছর ধরে জ্বলছে এবং এর নাম দেওয়া হয়েছে ‘জাহান্নামের দরজা’।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Please disable your adblocker or whitelist this site!

error: Content is protected !!