ঝালাই করে নিন আপনার বাংলা সাধারণ জ্ঞান । ঝটপট চোখ বুলিয়ে নিন প্রশ্নোত্তরগুলোতে। বাংলা সাধারণ জ্ঞান এর গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো চলে আসতে পারে ব্যাংকের নিয়োগ পরীক্ষা থেকে শুরু করে বিসিএস-এও। নিয়মিত আপডেট পেতে যোগ দিন আমাদের গ্রুপে।
১। বাংলা ভাষার রূপ কয়টি?
উত্তর : ২টি।
২। হরতাল কোন দেশি শব্দ?
উত্তর : গুজরাটি।
৩। কোন শব্দটি নিত্য পুরুষবাচক?
উত্তর : কবিরাজ
৪। নজরুলের প্রথম উপন্যাস কোনটি?
উত্তর : বাঁধনহারা
৫। উপসর্গ শব্দের কোথায় বসে?
উত্তর : শুরুতে
৬। ক্রিয়াপদের মূল অংশকে কী বলে?
উত্তর : ধাতু
৭। সাক্ষর শব্দের অর্থ কী?
উত্তর : অক্ষরজ্ঞান সম্পন্ন
৮। ছন্দের জাদুকর কে?
উত্তর : সত্যেন্দ্রনাথ দত্ত
৯। মেঘে বৃষ্টি হয়। এখানে কারক হলো-
উত্তর : অপাদান
১০। ততোধিক -এর সন্ধিবিচ্ছেদ কী?
উত্তর : ততঃ + অধিক
১১। যা আঘাত পায়নি, এক কথায় কী হবে?
উত্তর : অনাঘাত
১২। ধ্বণিতেছে—- অনাদ্যন্ত রবে। শূন্যস্থানে কী বসবে?
উত্তর : কুহুধ্বণি
১৩। খোয়াবনামা কার লেখা?
উত্তর : আখতারুজ্জামান ইলিয়াস
১৪। বাংলা বর্ণমালায় ব্যাঞ্জনবর্ণ কয়টি?
উত্তর : ৩৯টি
১৫। উপসগের্র কাজ কী?
উত্তর : নতুন শব্দ গঠন
১৬। বিজ্ঞান শব্দের বি মানে কী?
উত্তর : বিশেষ
১৭। আরোহন এর বিপরীত শব্দ কী?
উত্তর : অবরোহন
১৮। হনন করার ইচ্ছা- এককথায় কী হবে?
উত্তর : জিঘাংসা
১৯। যিনি স্মৃতিশাস্ত্র জানেন তাকে কী বলে?
উত্তর : স্নার্ত
২০। ঢাকের বাঁয়া- এর মানে কী?
উত্তর : অপ্রয়োজনীয়
২১। তামার বিষ এর অর্থ কী?
উত্তর : অর্থের কুপ্রভাব
২২। বাঘের চামড়াকে এককথায় কী বলে?
উত্তর : কৃত্তি
২৩। শকুনি মামা মানে কী?
উত্তর : কুচক্রী লোক
২৪। ষড়ঋতু এর সন্ধি বিচ্ছেদ কী?
উত্তর : ষট্ + ঋতু
২৫। পরষ্পর এর সন্ধি বিচ্ছেদ কী?
উত্তর : পর + পর
বাংলা : গুরুত্বপূর্ণ সমার্থক শব্দ (পর্ব-১)