class="post-template-default single single-post postid-110 single-format-standard wp-custom-logo group-blog vl-boxed aa-prefix-matin-">
Shadow

ইতিহাস দ্বিতীয় পত্র এমসিকিউ : আধুনিক বিশ্বের ইতিহাস

অনুশীলনের জন্য গুরুত্বপূর্ণ ইতিহাস দ্বিতীয় পত্র এমসিকিউ প্রশ্নগুলো তৈরি করেছেন মো. আবু সাঈদ। সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজ, ঢাকা।

নিয়মিত সাজেশন ও গুরুত্বপূর্ণ মডেল প্রশ্ন পেতে যোগ দিন আমাদের গ্রুপে

ইতিহাস দ্বিতীয় পত্র এমসিকিউ প্রশ্নের জন্য পাঠ্যবইয়ের গুরুত্বপূণ টপিকস,অনুশীলনী প্রশ্ন, বোর্ড পরীক্ষার প্রশ্ন, লেকচার সিট ও টেস্ট পেপার প্র্যাকটিস করতে হবে।

ইতিহাস দ্বিতীয় পত্র এমসিকিউ : প্রথম অধ্যায়: শিল্প বিপ্লব

কোন দেশে প্রথম শিল্প বিপ্লব সংঘটিত হয়?

(ক) ফ্রান্স         

(খ) জার্মানী

(গ) ইতালি        

(ঘ) ইংল্যান্ড

কত শতকে শিল্প বিপ্লব সংঘটিত হয়?

(ক) সতের শতক (খ) আঠার শতক

(গ) ঊনিশ শতক (ঘ) পনের শতক

শিল্প বিপ্লব  ধারণাটি প্রথম ব্যবহার করেন কে?

(ক) মন্টেস্কু                     (খ) আর্নল্ড টয়েনবি

(গ) রুশো                       (ঘ) কার্ল মার্কস

আর্নল্ড টয়েনবি নিচের কোন ধারণাটি ব্যবহার করেন?

(ক) ফরাসি বিপ্লব            (খ) বলশেভিক বিপ্লব

(গ) পুজিবাদ                   (ঘ) শিল্প বিপ্লব

কোন দেশকে পৃথিবীর কর্মশালা বা ডড়ৎশংযড়ঢ় ড়ভ ঃযব ডড়ৎষফ বলা হতো?

(ক) ফ্রান্স                       (খ) জার্মানী

(গ) ইংল্যান্ড                   (ঘ) রাশিয়া

বাষ্পীয় ইঞ্জিন আবিষ্কার করেন কে?

(ক) জন কে                                (খ) জোসিয়া ওয়েজউড

(গ) জেমস ওয়াট             (ঘ) জেমস হারগ্রিভস

ওয়াটার ফ্রেম যন্ত্র কে আবিষ্কার করেন?

(ক) আব্রাহাম ডাবরী                   (খ) আর্করাইট

(গ) জেমস ওয়াট             (ঘ) জেমস হারগ্রিভস

কে সুতাকাটা জেনি তৈরি করেন?

(ক) আব্রাহাম ডাবরী                   (খ) জোসিয়া ওয়েজউড

(গ) জেমস ওয়াট             (ঘ) জেমস হারগ্রিভস

সামন্ত প্রথা ও ভূমিদাসপ্রথা সর্বপ্রথম কোন দেশ থেকে বিলোপ হয়?

(ক) ফ্রান্স                                  (খ) জার্মানী

(গ) ইংল্যান্ড                               (ঘ) রাশিয়া

ইংল্যান্ডের গৌরবময় বিপ্লব সংঘটিত হয় কত সালে?

(ক) ১৫৮৮ সালে                       (খ) ১৬৮৮ সালে

(গ) ১৭৮৮ সালে                        (ঘ) ১৮৮৮ সালে

ইংল্যান্ডে সর্বপ্রথম কোন শিল্পে বৈজ্ঞানিক আবিষ্কার শুরু হয়?

(ক) কুঠির শিল্পে              (খ) মৃৎ শিল্পে    

(গ) লৌহ শিল্পে                (ঘ) বয়ন শিল্পে

অনুধাবনমূলক প্রশ্ন:

শিল্প বিপ্লবের অন্যতম কুফল কি ছিল?

(ক) শ্রেণি বৈষম্যের অবসান                     

(খ) আর্থিক বৈষম্যের অবসান       

(গ) শিশুশ্রমের উদ্ভব

(ঘ) নগর জীবনের অবক্ষয়

শিল্প বিল্পবের অপরিহার্য শর্তগুলো-

রাজনৈতিক ও সামাজিক স্থিতিশীলতা শ্রমিক ও বুর্জোয়া শ্রেণির উপস্থিতি, পণ্যের বাজার নিশ্চয়তা, কাঁচামালের সরবরাহ

নিচের কোনটি সঠিক?

(ক) i                

(খ) ii ও iii

(গ) i ও iii                     

(ঘ) i, ii ও iii

ইংল্যান্ডে শিল্প বিপ্লব শুরুর মাধ্যম ছিল?

(ক) বস্ত্রশিল্প                   (খ) পাটশিল্প

(গ) ইস্পাত শিল্প              (ঘ) নৌশিল্প

অন্য জনগোষ্ঠীর ভূখন্ড দখল করে যে পরদেশি শাসন প্রতিষ্ঠা করা হয় তাকে বলা হয়-

(ক) পরদেশী শাসন                     (খ) বিদেশী শাসন

(গ) উপনিবেশিক শাসন    (ঘ) ভিনদেশী শাসন

শিল্প বিপ্লবের পূর্বে বৃটেনের অর্থনৈতিক অবস্থা কেমন ছিল?

(ক) কৃষি ও ম্যানর প্রথা নির্ভর (খ) শিল্প নির্ভর

(গ) বাণিজ্য নির্ভর                       (ঘ) যন্ত্র নির্ভর

নিচের অনুচ্ছেদটি পড় এবং ৬-৮নং প্রশ্নের উত্তর দাও

নাঠুয়াপাড়া গ্রামের শেফালী অন্যের কাপড় সেলাই করে জীবিকা নির্বাহ করে। পূর্বে সে হাতে কাপড় সেলাই করলেও এখন সেলাই মেশিন দ্বারা কাপড় সেলাই করছে। তার রোজগারও আগের চেয়ে অনেকগুণ বৃদ্ধি পেয়েছে।

উদ্দীপকে বর্ণিত বিষয়ের সাথে পাঠ্যপুস্তকের কোন বিপ্লবের সাদৃশ্য আছে?

(ক) ফরাসি বিপ্লব

(খ) বলশেভিক বিপ্লব

(গ) গৌরবময় বিপ্লব

(ঘ) শিল্প বিপ্লব

উক্ত বিপ্লব শেফালীর জীবনে প্রত্যক্ষভাবে এনে দিয়েছিল-

(ক) রাজনৈতিক মুক্তি

(খ) সাংস্কৃতিক মুক্তি

(গ) অর্থনৈতিক মুক্তি

(ঘ) সামাজিক মুক্তি

নিচের অনুচ্ছেদটি পড় এবং ৬-৮নং প্রশ্নের উত্তর দাও

জামালপুর গ্রামে আজমত আলী তার সব্জি বাগানে পানি সেচের জন্য বাঁশ দিয়ে একটি বাঁশকল তৈরি করেন। এর সাহায্য হাত পা দিয়ে চাপ দিয়ে পানি উত্তোলন করে জমিতে সেচ দিয়ে ফসল ফলাতে লাগলেন। এ পদ্ধতি দেখে গ্রামের সকল লোক খুশি হয়। অতপর তারাও বাঁশকল তৈরি করে সহজ পদ্ধতিতে সেচ দিয়ে ফসল ফলাতে লাগলেন।

উদ্দীপকে উলি­¬খিত আজমত আলীর মতো তোমার পাঠ্য বইয়ে কে বাষ্পীয় ইঞ্জিন তৈরি করেন?

(ক) আব্রাহাম ডাবরী                   (খ) জোসিয়া ওয়েজউ

(গ) জেমস ওয়াট             (ঘ) এডমান্ড কার্করাইট

উদ্দীপকের ঘটনার মতো ইংল্যান্ডে শিল্প বিপ্লব সংঘটিত হয়েছিল কেন ?

পুজিবাদী অর্থনীতির বিকাশ

বৈজ্ঞানিক আবিষ্কার

বাণিজ্য বিপ্লব ও খনিজ সম্পদ সংগ্রহ

নিচের কোনটি সঠিক?

(ক) i                

(খ) ii ও iii

(গ) i ও iii                     

(ঘ) i, ii ও iii

নিচের অনুচ্ছেদটি পড় এবং ১৩ ও ১৪নং প্রশ্নের উত্তর দাও।

ইতিহাসের শিক্ষিকা সিলভিয়া শিল্প বিপ্লব বক্তব্যে বলেন যে, অষ্টাদশ শতাব্দীতে ইংল্যান্ডে বিভিন্ন বৈজ্ঞানিক যন্ত্রপাতি যেমন-উড়ন্ত মাকু, সুতাকাটার জেনি, ওয়াটার ফ্রেম,পাওয়ার লুম, বাষ্পচালিত ইঞ্জিন, স্টিমবোট, রেল ইঞ্জিন, খনিগর্ভে কাজ করার যন্ত্র ইত্যাদি আবিষ্কার উৎপাদন ব্যবস্থাসহ বিভিন্ন ক্ষেত্রে এক যুগান্তকারী পরিবর্তন আনয়ন করে।

উদ্দীপকে বর্ণিত রেল ইঞ্জিন কে আবিস্কার করেন?

(ক) আব্রাহাম ডাবরী       (খ) স্টিফেনসন

(গ) রবার্ট বোয়েল                        (ঘ) এডমান্ড কার্করাইট

উদ্দীপকে ইংল্যান্ডের শিল্প বিপ্লবের যুগান্তকারী পরিবর্তন বলতে কি বোঝানো হয়েছে?

পুজিবাদী অর্থনীতির বিকাশ

রাজনৈতিক ও সামাজিক পরিবর্তন

উপনিবেশ বিস্তার

নিচের কোনটি সঠিক?

(ক) i                

(খ) ii ও iii

(গ) i ও iii                     

(ঘ) i, ii ও iii

ইতিহাস দ্বিতীয় পত্র এমসিকিউ : দ্বিতীয় অধ্যায়: ফরাসি বিপ্লব

সাম্য, মৈত্রী ও স্বাধীনতা কোন বিপ্ল¬বের অমর বাণী?

(ক)শিল্প বিপ্লব                 (খ) ফরাসি বিপ্লব

(গ) বলশেভিক বিপ্লব       (ঘ) জুলাই বিপ্লব

ফরাসি বিপ্লবের অমর বাণী হিসেবে পরিচিত-

(ক) সাম্য ও মৈত্রী                       

(খ) সাম্য, মৈত্রী ও একতা

(গ) সাম্য, মৈত্রী ও ভ্রাতৃত্ব

(ঘ) সাম্য, মৈত্রী ও স্বাধীনতা

ফরাসি বিপ¬ব সংঘটিত হয়েছিল-

(ক) ১৪ জুলাই ১৭৮৯ সাল(খ) ১৪ জুলাই ১৮৮৯ সাল

(গ) ১৪ জুন ১৭৭৯ সাল    (ঘ) ১৪ আগষ্ট ১৭৮৯ সাল

The Social Contact গ্রন্থটির রচয়িতা কে

(ক)       রুশো                 (খ) ভলতেয়ার               

(গ) মন্টেস্কু                     (ঘ) নেপোলিয়ন

The Spirit of the Laws গ্রন্থটির রচয়িতা কে?

(ক) রুশো                      (খ) মন্তেস্কু

(গ)  কার্ল মার্কস  (ঘ) লেলিন

The Persian Letters গ্রন্থটির রচয়িতা কে?

(ক) রুশো                      (খ) মন্তেস্কু

(গ)  কার্ল মার্কস  (ঘ) ভলতেয়ার

I am the State-

(ক) ষোড়শ লুই   (খ) চর্তুদশ লুই

(গ) পঞ্চদশ লুই    (ঘ) ত্রয়োদশ লুই

ফরাসি বিপ¬বের ফলে যে দুর্গের পতন হয়-

(ক) বার্লিন দুর্গ    (খ) রেড স্কয়ার              

(গ) বাস্তিল দুর্গ    (ঘ) ভার্সাই প্রাসাদ

কাকে আধুনিক ফরাসি রাষ্ট্রের ভিত্তি প্রতিষ্ঠাতা বলা হয়?

(ক) ষোড়শ লুই   (খ) চর্তুদশ লুই

(গ) রোবসপিয়র  (ঘ) নেপোলিয়ন

মহাদেশীয় ব্যবস্থার প্রবর্তক কে ছিলেন?

(ক) লেলিন                     (খ) মার্কস

(গ) নেপোলিয়ন   (ঘ) স্ট্যালিন

কোন যুদ্ধে নেপোলিয়ন পরাজিত হন?

(ক) ক্রিমিয়া যুদ্ধ (খ) ফকল্যান্ড যুদ্ধ

(গ) ওয়াটার লু যুদ্ধ          (ঘ) প্রথম বিশ্বযুদ্ধ

কত সালে ওয়াটারলু যুদ্ধ সংঘটিত হয়?

(ক) ১৪ জুন ১৮১৫ সাল  (খ) ১৮ জুন ১৮১৫ সা

(গ) ১৯ জুন ১৮১৫ সাল  (ঘ) ২০ জুন ১৮১৫ সাল

সম্রাট নেপোলিয়নকে কোন দ্বীপে নির্বাসিত করা হয়?

(ক) ভূমধ্যসাগর দ্বীপ       (খ) কর্সিকা দ্বীপ             

(গ) সেন্ট হেলেনা দ্বীপ       (ঘ) মেজর্কা ও মিনর্কা দ্বীপ

অনুধাবনমূলক প্রশ্ন:

প্রাক-বিপ্লব ফ্রান্সের রাজনৈতিক অবস্থা কেমন ছিল?

(ক) রাজতন্ত্র                   (খ) স্বৈরতন্ত্র                   

(গ) ধর্মযাজক দৌরাত্ম      (ঘ) অভিজাতদের দৌরাত্ম

অষ্টাদশ শতকে ফ্রান্সে কোন ধরনের শাসন ব্যবস্থা চালু ছিল?

(ক) স্বৈরাচারী রাজতন্ত্র    

(খ) নিয়মতান্ত্রিক রাজতন্ত্র

(গ) একনায়কতন্ত্র

(ঘ) স্বেচ্ছাতন্ত্র

ফরাসি বিপ্লবের তাৎপর্য কোনটি?

কৃষির আধুনিকীকরণ

পুরনো সভ্যতাকে ভেঙ্গে ফেলা                               

নতুন সভ্যতাকে গড়ে তোলা

নিচের কোনটি সঠিক?

(ক) i                 (খ) ii ও iii

(গ) i ও iii                      (ঘ) i, ii ও iii

বুর্জোয়াগণ কোন শ্রেণির অর্ন্তভুক্ত

(ক) প্রথম                       (খ) দ্বিতীয়        

(গ) তৃতীয়                      (ঘ) চতুর্থ

ফ্রান্সে বাস্তিল দুর্গ কিসের প্রতীক ছিল?

(ক) রাজতন্ত্রের    (খ) স্বৈরতন্ত্র                   

(গ)গণতন্ত্রের                  (ঘ) একনায়কতন্ত্রের

ফরাসি বিপ¬ব সংঘটিত হয়েছিল-

১৮৪৮ সালে

রাজা ষোড়শ লুই এর রাজত্বকালে

১৭৮৯ খ্রি:

নিচের কোনটি সঠিক?

(ক) i                

(খ) ii ও iii

(গ) i ও iii                     

(ঘ) i, ii ও iii

শার্লস মন্টেস্কু রচিত গ্রন্থ কোনটি?

(ক) The Spirit of the Laws

(খ) The Social Contact

(গ) Discourse on the Origin of Inequalit

(ঘ) Element of Essays on Universal History

ফরাসি বিপ্লবের দার্শনিক ছিলেন-

রুশো    

ভলতেয়ার         

ভলতেয়ার         

কার্ল মার্কস

নিচের কোনটি সঠিক?

(ক) i                

(খ) ii ও iii

(গ) i ও iii                     

(ঘ) i, ii ও iii

ঈশ্বর না থাকলে তাকে বানাতে হতো, কিন্তু প্রকৃতি বলছে ঈশ্বর আছে-বিখ্যাত উক্তিটি কার?

(ক) রুশো                      (খ) ভলতেয়ার

(গ) মন্টেস্কু                     (ঘ) নেপোলিয়

মানুষ জন্মগতভাবে স্বাধীন কিন্তু সর্বত্রই সে শৃঙ্খলিত-বিখ্যাত উক্তিটি কার?

(ক) রুশো                      (খ) ভলতেয়ার

(গ) মন্টেস্কু                     (ঘ) নেপোলিয়

“Work is my element. I am born and built for work. I have known the limits of my eyes. I have never known the limits of my works.”- উলি¬খিত বিখ্যাত উক্তিটি কার?

(ক) চতুর্দশ লুই    (খ) ভলতেয়ার               

(গ) ষোড়শ লুই    (ঘ) নেপোলিয়ন

প্রয়োগ ও উচ্চতর দক্ষতামূলক প্রশ্ন

নিচের অনুচ্ছেদটি পড় এবং ৯ ও ১০নং প্রশ্নের উত্তর দাও।

প্রাক-বিপ্লব ফ্রান্সের সমাজব্যবস্থা তিনটি স¤প্রদায়ে বিভক্ত ছিল যা-প্রথম স¤প্রদায়, ২য় স¤প্রদায় ও তয় স¤প্রদায়। ফরাসি বিপ্লবের ফলে ফ্রান্সের সমাজসহ সকল ক্ষেত্রে এক আমূল পরিবর্তন লক্ষ্য করা যায়।

উদ্দীপকে উল্লিখিত ‘প্রথম সম্প্রদায়’ হিসেবে কারা বিবেচিত হতেন?

(ক) রাজা                       (খ) যাজক সম্প্রদায়        

(গ) অভিজাত শ্রেণি         (ঘ) ব্যবসায়ী ও অপরাপর সম্প্রদায়

উদ্দীপকে ফরাসি বিপ্লবের ফলে আমূল পরিবর্তন বলতে

সামন্তপ্রথার অবসান

রাজতন্ত্রের স্থলে প্রজাতন্ত্র

শ্রেণি বৈষম্যর অবসান

নিচের কোনটি সঠিক?

(ক) i                

(খ) ii ও iii

(গ) i ও iii                     

(ঘ) i, ii ও iii

নিচের অনুচ্ছেদটি পড় এবং ৯ ও ১০নং প্রশ্নের উত্তর দাও।

বাংলাদেশের মুক্তিযুদ্ধে বুদ্ধিজীবীদের ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ।তাদের লেখনীর মাধ্যমে তারা যেমন মুুক্তিযোদ্ধাদের অনুপ্রাণিত করেছিলেন তেমনি বিশ্ব দরবারে আমাদের দাবির যৌক্তিকতা তুলে ধরেছিলেন।

উদ্দীপকে বর্ণিত বিষয়টির সাথে তোমার পাঠ্যপুস্তকে ফরাসি বিপ্লবের কোন বিষয়ের সাদৃশ্য পাওয়া যায়?

(ক) বিপ্লবীদের ভূমিকা

(খ) দার্শনিকদের ভূমিকা

(গ) প্রজাতন্ত্রীদের ভূমিকা

(ঘ) রাজতন্ত্রীদের ভূমিকা

উক্ত ব্যক্তিদের ভূমিকার ফলে-

মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি হয়েছিল

বিপ্লবীরা অনুপ্রাণিত হয়েছিল

রাজতন্ত্র স্থায়িত্ব লাভ করেছিল

নিচের কোনটি সঠিক?

(ক) i                

(খ) ii ও iii

(গ) i ও iii                     

(ঘ) i, ii ও iii

ইতিহাস দ্বিতীয় পত্র এমসিকিউ : তৃতীয় অধ্যায়

প্রথম বিশ্বযুদ্ধ এবং ভার্সাই সন্ধি ও লীগ অব নেশনস

জ্ঞানমূলক প্রশ্ন:

প্রথম বিশ্ব যুদ্ধের সময় জার্মানীর চ্যান্সেলর কে ছিলেন?

(ক)অটোভন বিসমার্ক                  (খ) হিটলার       

(গ) উনস্টন চার্লিল                     (ঘ) উড্রো উইলসন

লীগ অব নেশনস প্রতিষ্ঠার প্রধান উদ্যোক্তা ছিলেন-

(ক) উড্রো উইলসন          (খ) বিসমার্ক

(গ) মেটারনিক                (ঘ) লেলিন

জাতিসংঘের মতো জাতিপুঞ্জ গঠিত হয়েছিল কত সালে

(ক)       ১৯১৮সালে       (খ) ১৯২০ সালে

(গ) ১৯১৯ সালে (ঘ) ১৯২৪ সালে

ত্রিশক্তি চুক্তির জনক কে?

(ক) উড্রো উইলসন          (খ) বিসমার্ক

(গ) হিটলার                    (ঘ) লেলিন

কত খ্রিষ্টাব্দে ভার্সাই সন্ধি স্বাক্ষরিত হয়?

(ক) ১৯১৯ সালে (খ) ১৯২০ সালে

(গ) ১৯২১ সালে  (ঘ) ১৯২২ সালে 

ভার্সাই সন্ধিতে কতটি দেশের প্রতিনিধি অংশগ্রহন করেছিল?

(ক) ২২              (খ) ৩২

(গ) ৪২              (ঘ) ৫৩

ভার্সাই শহর কোন দেশে অবস্থিত?

(ক) জার্মানী                    (খ) ইতালি

(গ) রাশিয়া                     (ঘ) ফ্রান্স

জাতিপুঞ্জের স্থায়ী সদস্য রাষ্ট্র কয়টি?

(ক) ২                (খ) ৩

(গ) ৪                (ঘ) ৫

অনুধাবনমূলক প্রশ্ন:

প্রথম বিশ্বযুদ্ধে ত্রিশক্তি চুক্তি বা মৈত্রী’ (ঞৎরঢ়ষব অষষরধহপব) তে আবদ্ধ দেশগুলো হলো-

(র) জার্মানী        (রর) ইতালি(ররর)          অস্ট্র-হাঙ্গেরী

নিচের কোনটি সঠিক?

(ক) i                

(খ) ii ও iii

(গ) i ও iii                     

(ঘ) i, ii ও iii

প্রথম বিশ্বযুদ্ধে ত্রিশক্তি আঁতাত’(ঞৎরঢ়ষব ঊহঃবহঃব)  এ আবদ্ধ দেশগুলো হলো-

(র) রাশিয়া         (রর) ইতালি (ররর)        ফ্রান্স     (রা) ইংল্যান্ড

নিচের কোনটি সঠিক?

(ক) i                

(খ) ii ও iii

(গ) i ও iii                     

(ঘ) i, ii ও iii

প্রয়োগ ও উচ্চতর দক্ষতামূলক প্রশ্ন

নিচের অনুচ্ছেদটি পড় এবং ৪ ও ৫নং প্রশ্নের উত্তর দাও

যুবরাজ ফ্রান্সিস ফার্দিনান্দ ও রাণি সোফিয়া একটি দেশের রাজধানীতে প্রকাশ্যে দিবালোকে খুন হয়। বিচার চেয়েও পায়নি যুবরাজের দেশের কর্তৃপক্ষ। ফলে এক সময় পরিস্থিতি ভয়াল যুদ্ধে গিয়ে গড়ায়।

উদ্দীপকে উলি­খিত যুবরাজ কোন দেশের নাগরিক ছিলেন?

(ক) ফ্রান্স           (খ) অস্ট্রীয়

(গ) ইংল্যান্ড       (ঘ) রাশিয়া

উদ্দীপকের উলি­খিত কারণ ছাড়াও প্রথম বিশ্ব যুদ্ধের কারণ হিসেবে মনে করা হয়-

জার্মানীর উগ্র জাতীয়তাবাদ

যুক্তরাষ্ট্রের উপনিবেশবাদ

ইংল্যান্ডের সাম্রাজ্যবাদ

নিচের কোনটি সঠিক?

(ক) i                

(খ) ii ও iii

(গ) i ও iii                     

(ঘ) i, ii ও iii

চতুর্থ অধ্যায়: বলশেভিক বিপ্লব

জ্ঞানমূলক প্রশ্ন

সমাজতন্ত্রের বৈজ্ঞানিক ব্যাখ্যা কে প্রদান করেছিলেন?

(ক) টমাস ম্যুর    (খ) এঙ্গেলস       

(গ)কার্ল মার্কস                (ঘ) জাঁ মেলয়ে

সার্ফ প্রথা কত সালে উচ্ছেদ করা হয়?

(ক) ১৯১৯ সালে (খ) ১৯২০ সালে

(গ) ১৯২১ সালে  (ঘ) ১৯২২ সালে 

অনুধাবনমূলক প্রশ্ন:

কার্ল মার্কস এর তত্তে¡র ভিত্তিতে সমাজতন্ত্রের সফল বাস্তবায়ন করেছিলেন-

(ক) টমাস ম্যুর    (খ) এঙ্গেলস       

(গ) কার্ল মার্কস               (ঘ) জাঁ মেলয়ে

উদ্দীপকটি পড়ে ৯নং প্রশ্নের উত্তর দাও

ভাষা আন্দোলনে ড. মো. শহীদুল্øাহ ,ধীরেন্দ্রনাথ দত্ত প্রমূখ বুদ্ধিজীবী গুরুত্বপূর্ণ অবদান রাখেন।

উদ্দীপকে উল্লিখিত ব্যক্তিগণের মত রুশ বিপ্লব সংঘটনে কোন সাহিত্যিকের অবদান ছিল?

(ক) টমাস ম্যুর    (খ) প্লেখানভ      

(গ) ম্যাক্সিম গোর্কি           (ঘ) রাসপুটিন

উদ্দীপকটি পড় এবং ২-৪নং প্রশ্নের উত্তর দাও

মাও সেতুং চীনে একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার জন্য দীর্ঘ সংগ্রাম করেন এবং সমাজতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করে দীর্ঘদিনের বৈষম্য দূর করেন।

উদ্দীপকে বর্ণিত মাও সেতুং এর সাথে রুশ বিপ্লবের কার সাদৃশ্য পাওয়া যায়?

(ক) লেলিন                     (খ) মার্কস         

(গ) কেরেনেস্কি    (ঘ) স্ট্যালিন

রুশ বিপ্লবের ফলে-

শোষণহীন সমাজ প্রতিষ্ঠা পায়       

জারতন্ত্রের উচ্ছেদ হয়

গণতন্ত্র মুক্তি পায়

নিচের কোনটি সঠিক?

(ক) i                

(খ) ii ও iii

(গ) i ও iii                     

(ঘ) i, ii ও iii

প্রথম বিশ্ব যুদ্ধে ইউরোপের একটি দেশ একেবারেই অর্থনৈতিকভাবে ঙেঙ্গে পড়ে। মানুষ নানারূপ শোষনের শিকার হয়। কৃষক-শ্রমিকরা দুর্দশাগ্রস্থ হয়ে মানবেতর জীবন যাপন করে। ফলে এই অসন্তোষের প্রেক্ষিতে সংশ্লিষ্ট দেশের একজন নেতা একটি বিপ্লবের ডাক দেন। পুজিবাদের অবসান ঘটিয়ে পরবর্তীতে শোষণহীন সমাজ গঠনের অঙ্গীকার নিয়ে এ বিপ্লব অগ্রসর হয়।

উদ্দীপকে উক্ত বিপ্লবটি সারা বিশ্বে যে বিপ্লব নামে পরিচিত

(ক)       রুশ বিপ্লব                      (খ) বলশেভিক বিপ্লব

(গ) সমাজতান্ত্রিক বিপ্লব    (ঘ) উপরের সবকটি

উক্ত বিপ্লবের প্রধান নেতা কে ছিলেন?

(ক) লেলিন                     (খ) মার্কস         

(গ) নেপোলি                   (ঘ) স্ট্যালিন

বলশেভিক বিপ্লবের মৌলিক আদর্শ নিহিত ছিল?

সমাজতন্ত্র          

গণতন্ত্র  

সাম্যবাদ

নিচের কোনটি সঠিক?

(ক) i                

(খ) ii ও iii

(গ) i ও iii                     

(ঘ) i, ii ও iii

ইতিহাস দ্বিতীয় পত্র এমসিকিউ : পঞ্চম অধ্যায়

হিটলার ও মুসোলিনির উত্থান এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ

জ্ঞানমূলক প্রশ্ন:

দ্বিতীয় বিশ্বযুদ্ধ কত সালে শুরু হয়?

(ক) ২১ আগষ্ট, ১৯৩৯                (খ) ২৫ সেপ্টেম্বর, ১৯৩৯

(গ) ১ সেপ্টেম্বর, ১৯৩৯              (ঘ) ২ সেপ্টেম্বর,১৯৩৯

ফ্যাসিবাদের প্রর্বতক কে ছিলেন?

(ক) লেলিন                     (খ) মার্কস         

(গ) হিটলার                    (ঘ) মুসোলিনী

মুসোলিনীর সম্পাদিত পত্রিকা কোনটি?

(ক) পপোলা                    (খ) অভ্যক্ষ        

(গ) প্রাভদা                     (ঘ) আভান্তি

অনুধাবনমূলক প্রশ্ন:

ভৌগোলিক সাম্রাজ্যবাদের অবসান ঘটে কীভাবে?

(ক) ফরাসি বিপ্লবের মাধ্যমে

(খ) বলশেভিক বিপ্লবের মাধ্যমে

(গ) প্রথম বিশ্বযুদ্ধের মাধ্যমে

(ঘ) দ্বিতীয় বিশ্বযুদ্ধের মাধ্যমে

হিটলার লিখিত Mein Kampf- গ্রন্থের প্রধান উপজীব্য কী?

(ক) জেল জীবন 

(খ) রাজনৈতিক জীবন    

(গ) নাৎসীবাদ

(ঘ) সরকারি সমালোচনা

দ্বিতীয় বিশ্বযুদ্ধে গঠিত অক্ষশক্তি ছিল-

(i) জাপান         (ii) রাশিয়া      (iii) জার্মানী

নিচের কোনটি সঠিক?

(ক) i                

(খ) ii ও iii

(গ) i ও iii                     

(ঘ) i, ii ও iii

দ্বিতীয় বিশ্বযুদ্ধে গঠিত মিত্রশক্তি ছিল-

(i) যুক্তরাজ্য      (ii) রাশিয়া      (iii) যুক্তরাষ্ট্র

নিচের কোনটি সঠিক?

(ক) i                

(খ) ii ও iii

(গ) i ও iii                     

(ঘ) i, ii ও iii

ষষ্ঠ অধ্যায় : জাতিসংঘ এবং বিশ্বশান্তি

কত সালে জাতিসংঘ প্রতিষ্ঠিত হয়?

(ক) ৪ অক্টোবর,১৯৪৫

১৪ অক্টোবর,১৯৪৫

২৪ অক্টোবর,১৯৪৫

২৪ নভেম্বর,১৯৪৫

জাতিসংঘের কার্যনির্বাহী দপ্তর কোথায় অবস্থিত?

(ক) টোকিও                   (খ) ওয়াশিংটন

(গ) নিউইর্য়ক                 (ঘ) মস্কো

জাতিসংঘের সকল কর্মকান্ডের কেন্দ্রবিন্দু হচ্ছে-

(ক) সাধারণ পরিষদ        (খ) আর্ন্তজাতিক আদালত

(গ) নিরাপত্তা পরিষদ        (ঘ) কার্যনিবার্হী দপ্তর

নিরাপত্তা পরিষদের স্থায়ী ৫টি সদস্য রাষ্ট হলো

(র) যুক্তরাজ্য,যুক্তরাষ্ট,ফ্রান্স

(রর) ইংল্যান্ড, রাশিয়া, চীন

(ররর) চীন ও রাশিয়া

নিচের কোনটি সঠিক?

(ক) i                

(খ) ii ও iii

(গ) i ও iii                     

(ঘ) i, ii ও iii

জাতিসংঘের কোন সংস্থা শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি নিয়ে কাজ করে?

(ক) UNICEF     (খ) UNESCO  

(গ) WHO    (ঘ) ILO

দ্বিতীয় বিশ^যুদ্ধের পর বিশ^শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠার জন্য কোন সংঘটনটি গঠিত হয়?

(ক) জাতিপুঞ্জ                              (খ) বিশ^ব্যাংক

(গ) ন্যাটো                                  (ঘ) জাতিসংঘ

একাধিক রাষ্ট্রের মধ্যে কোন বিষয় নিয়ে বিরোধ সৃষ্টি হলে কোথায় মীমাংসা করা যায়?

(ক) সাধারণ পরিষদ                    (খ) আর্ন্তজাতিক আদাল

(গ) নিরাপত্তা পরিষদ        (ঘ) কার্যনিবার্হী দপ্তর

ফকল্যান্ড যুদ্ধ কত সালে সংঘটিত হয়?

(ক) ১৯৮২                    (খ) ১৯৮৩                   

(গ) ১৯৮৪                    (ঘ) ১৯৮৫

জাতিসংঘের তত্ত¡াবধানে বিশেষ বিবদমান অঞ্চলের সমস্যার নিরসন করাই মুখ্য উদ্দেশ্য-

(ক) সাধারণ পরিষদ        (খ) নিরাপত্তা পরিষদ       

(গ) অছি পরিষদ             (ঘ) আর্ন্তজাতিক আদালত

জাতিসংঘের কোন সংস্থা শিশুদের নিয়ে কাজ করে?

(ক) UNICEF   (খ) UNESCO

(গ) WHO                      (ঘ) ILO

জাতিসংঘের কোন সংস্থা শরণার্থীদের নিয়ে কাজ করে?

(ক) UNICEF     (খ) UNESCO

(গ) UNHCR                (ঘ) ILO

লীগ অব নেশনস এর ব্যর্থতার পর অনুরুপ কোন আন্তর্জাতিক সংগঠন আত্মপ্রকাশ করে?

(ক) UNO                      (খ) UATO

(গ) NAM                      (ঘ) CIS

জাতিসংঘের হৃদপিন্ড বলা হয় কোনটিকে?

(ক) সাধারণ পরিষদ        (খ) নিরাপত্তা পরিষদ

(গ) অছি পরিষদ             (ঘ) আর্ন্তজাতিক আদালত

জাতিসংঘের সাফল্যের ক্ষেত্র-

(i) বর্ণ বৈষম্যের অবসান

(ii) লেবানন সংকট         

(iii) কঙ্গো সমস্যা নিরসন

নিচের কোনটি সঠিক?

(ক) i                

(খ) ii ও iii

(গ) i ও iii                     

(ঘ) i, ii ও iii

ইতিহাস দ্বিতীয় পত্র এমসিকিউ সপ্তম অধ্যায়: স্নায়ুযুদ্ধ: পুঁজিবাদ ও সমাজতান্ত্রিক বিশ্বের দ্ব›দ্ব

স্নায়ুযুদ্ধ শব্দটির সর্বপ্রথম প্রয়োগকারী কে?

(ক) অধ্যাপক ফ্রাংকেল     (খ) অধ্যাপক ফ্রিডম্যান   

(গ) বার্নন্ড বারুচ            (ঘ) হেলমুট কোল

১৯৪৯ সালে পশ্চিম ইউরোপের দেশগুলো যে চুক্তি সম্পাদন করে-

(ক) SEATO     (খ) CENTO     

(গ) ANZUS      (ঘ) NATO

সোভিয়েত ইউনিয়ন বিলুপ্ত হয়েছিল কোন শাসকের সময়?

(ক) লেলিনের সময়

(খ) স্ট্যালিনের সময়       

(গ) মিখাইল গর্বাচেভের সময়

(ঘ) ভিক্টর ইমানুয়েলের সময়

সোভিয়েত ইউনিয়ন পতনের ফলে স্বাধীন হয়েছে-

(ক) মধ্য এশিয়ার মুসলিম রাষ্ট্র      (খ) বাল্টিক অঞ্চলের রাজ্য

(গ) পূর্ব ইউরোপের সমাজতান্ত্রিক রাষ্ট্র(ঘ) উপরের সবগুলো

কার নেতৃত্বে জার্মানীর ঐক্য প্রতিষ্ঠিত হয়েছিল?

(ক) গর্বাচেভ                   (খ) হিটলার       

(গ) বিসমার্ক                   (ঘ) হেলমুট কোল

নিচের অনুচ্ছেদটি পড় এবং ২৮ ও ২৯নং প্রশ্নের উত্তর দাও

Professor Friedman এর মতে,‘‘ স্নায়ুযুদ্ধ হলো যুদ্ধের একটি নতুন কৌশল, যা এমন এক পরিবেশ সৃষ্টি করে যেখানে যুদ্ধ না হলেও যুদ্ধের প্রস্তুুতি চলতে থাকে, বিভিন্ন রাষ্ট্রের মধ্যে পারস্পরিক অবিশ্বাস, প্রতিদ্ব›িদ্বতা এবং আক্রমণ সর্বতোভাবে প্রতিহত করার প্রচেষ্টা অব্যাহত গতিতে চলতে থাকে”।

উদ্দীপকে উলি­খিত স্নায়ুযুদ্ধ বলতে বোঝায়?

(ক) জাপান ও জার্মানীর মধ্যে দ্ব›দ্ব 

(খ) যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের দ্ব›দ্ব

(গ) যুক্তরাষ্ট্র ও রাশিয়ার দ্ব›দ্ব

(ঘ) চীন ও রাশিয়ার দ্ব›দ্ব

স্নায়ুযুদ্ধের জনক ছিলেন-

(ক) স্টেলিন                    (খ) রুজভেল্ট

(গ) হিটলার                    (ঘ) মুসোলিনী

স্নায়ুযুদ্ধের কারণ ছিল-

(i) সমাজতন্ত্র প্রসারের ভীতি, তুর্কি বিদ্রোহ

(ii) ইরান সমস্যা ও গ্রীসের অভ্যন্তরীণ বিরোধ

(iii) কমিউনিস্ট ভীতি

নিচের কোনটি সঠিক?

(ক) i                

(খ) ii ও iii

(গ) i ও iii                     

(ঘ) i, ii ও iii

নিচের অনুচ্ছেদটি পড় এবং ৩০ ও ৩১নং প্রশ্নের উত্তর দাও

আজিজ ও শাকিল দুই বন্ধু। তারা দুজন দুটি ভিন্ন আদর্শে বিশ^াসী। ফলে তারা এক সময়ের ঘনিষ্ঠ মিত্র হলেও আদর্শিক ও স্বার্থগত কারণে পরস্পরের শত্রæ হয়ে ওঠে। দীর্ঘদিন তাদের মধ্যে এ দ্ব›দ্ব চলমান থাকে।

উদ্দীপকে উল্লিখিত ঘটনার মিল রয়েছে কোনটির?

(i) পুঁিজবাদ ও সমাজতন্ত্র

(ii) স্নায়ুযুদ্ধ

(iii) যুক্তরাষ্ট্র ও রাশিয়ার দ্ব›দ্ব

নিচের কোনটি সঠিক?

(ক) i                

(খ) ii ও iii

(গ) i ও iii                     

(ঘ) i, ii ও iii

স্নায়ুযুদ্ধের অবসান কিভাবে সম্ভব হয়েছে?

(ক) মিখাইল গর্ভাচেভের বলিষ্ট ভূমিকার জন্য         

(খ) সোভিয়েত ইউনিয়নের পতনের ফলে

(গ) কমিউনিস্ট শক্তির পতনের

(ঘ) উপরের কোনটিই নয়

NATO কোন ধরনের সংঘটন?

(ক) অর্থনৈতিক   (খ) রাজনৈতিক              

(গ) সামরিক       (ঘ) সাংস্কৃতিক

দক্ষিণ পূর্ব এশিয়ার চুক্তি সংস্থা কত সালে গঠিত হয়?

(ক) ১৯৫৪ সালে             (খ) ১৯৫৫ সালে

(গ) ১৯৫৬ সালে             (ঘ) ১৮৫৪ সালে

ইতিহাস দ্বিতীয় পত্র এমসিকিউ অষ্টম অধ্যায়: স্নায়ুযুদ্ধ পরবর্তী বিশ্ব

বার্লিন প্রাচীরের অপসারনের ফলে সম্ভব হয়েছিল?

জার্মানীর একত্রীকরণ

পূর্ব ও পশ্চিম জার্মানীতে গণতান্ত্রিক শাসন প্রতিষ্ঠা

জার্মানীতে যুক্তরাষ্ট্রের প্রভাব বৃদ্ধি

নিচের কোনটি সঠিক?

(ক) i                

(খ) ii ও iii

(গ) i ও iii                     

(ঘ) i, ii ও iii

স্নায়ুযুদ্ধের শেষে সোভিয়েত ইউনিয়নের পতনে বিশ্বের শক্তিসাম্য নষ্ট হয় এবং পৃথিবী যুক্তরাষ্ট্র কর্তৃক এককেন্দ্রিক বিশ্বে পরিণত হয় যাকে বলে

(ক) American World (খ) Unipolar World   

(গ) Bio Polar World  (ঘ) উপরের সবকটি

স্নায়ুযুদ্ধকালীন পূর্ব জার্মানী ও পশ্চিম জার্মানী বিভক্ত ছিল

(ক) বাস্তিল দুর্গ দ্বারা        (খ) বার্লিন প্রাচীর দ্বারা    

(গ) ভাষাগত বিভক্তি দ্বারা            (ঘ) জাতিসংঘ সীমাণা দ্বারা

ট্রুম্যান ডকট্রিন এর ধারা কোনটি?

(ক) সকল জাতির স্বাধীনভাবে বসবাস

(খ) ধনী-গরীবের সমতা বিধান

(গ) পৃথিবী থেকে দারিদ্রতা দূর

(ঘ) যুদ্ধবিধ্বস্ত দেশগুলোর অর্থনীতি মজবুত করা

ইতিহাস দ্বিতীয় পত্র এমসিকিউ নবম অধ্যায়: বর্ণবাদ বিরোধী আন্দোলন

I have a Dream ভাষণটি কার?        

(ক) মার্টিন লুথার কিং      (খ) নেলসন ম্যান্ডেলা

(গ) মহাত্মা গান্ধী (ঘ) ডেসমন্ড টুটো

সত্যাগ্রহ আন্দোলনের পৃথিকৃত কে ছিলেন?

(ক) মার্টিন লুথার কিং                  (খ) নেলসন ম্যান্ডেলা

(গ) ডেসমন্ড টুটো                        (ঘ) মাহাত্ম গান্ধী

কাকে দক্ষিণ আফ্রিকার বিবেক বলা হয়?

(ক) মার্টিন লুথার কিং      (খ) নেলসন ম্যান্ডেলা

(গ) মহাত্মা গান্ধী (ঘ) ডেসমন্ড টুটো

বর্ণবাদ বিরোধী আন্দোলনে সফলতার জন্য শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছিলেন-

(ক) মার্টিন লুথার কিং      (খ) নেলসন ম্যান্ডেলা

(গ) ডেসমন্ড টুটো            (ঘ) উপরের সবকটি

নিচের অনুচ্ছেদটি পড় এবং ৮৮ ও ৩৯নং প্রশ্নের উত্তর দাও

বর্ণবাদী মনোভাবের দরুন শতশত বছর ধরে ইউরোপীয় সাদা চামড়ার মানুষগুলো বিশ্বের বিভিন্ন দেশে ঔপনিবেশিক শাসন ও নির্যাতন পরিচালনা করেছে। তবে এক সময় কিছু বলিষ্ঠ নেতৃত্বের আন্দোলনের ফলে তার অবসান ঘটেছিল।

উদ্দীপকে বর্ণিত বর্ণবাদ প্রচলিত ছিল-

(i) এশিয়ায়       (ii) আফ্রিকায়   (iii) আমেরিকায়

নিচের কোনটি সঠিক?

(ক) i                

(খ) ii ও iii

(গ) i ও iii                     

(ঘ) i, ii ও iii

বর্ণবাদী আন্দোলনের সফল নেতা ছিলেন-

(ক) মার্টিন লুথার কিং      (খ) নেলসন ম্যান্ডেলা

(গ) মহাত্মা গান্ধী (ঘ) উপরের সবকটি

নিচের অনুচ্ছেদটি পড় এবং ৩৭ ও ৩৮নং প্রশ্নের উত্তর দাও

গৌড় ও নিতাই একই বিদ্যালয়ের দ্বাদশ শ্রেণির ছাত্র। প্রথমজন ব্রাহ্মণ পরিবারের আর দ্বিতীয়জন কায়স্থ পরিবারের সন্তান। শ্রেণিকক্ষে গৌড় কখনই নিতাই এর বেঞ্চে বসে না। এমনকি মাঝে মাঝে তারা ঝগড়ায় লিপ্ত হয়।

উদ্দীপকের ঘটনার সাথে তোমার পাঠ্যবইয়ের যে ধারণার সাথে মিল রয়েছে-

(ক) বর্ণবাদী ধারণা         (খ) ধর্মবিরোধী ধারণা

(গ) স্নায়ুদ্ব›দ্ব                   (ঘ) উপরের সবকটি

গৌড়ের আচরণ পাঠ্যবইয়ের আলোকে সমর্থনযোগ্য নয় যে কারণে-

বর্তমান বিশ্ব বর্ণবাদ সমর্থন করে না

সৃষ্টিকর্তার দৃষ্টিতে মানুষে মানুষে কোনো প্রভেদ নাই

হিংসাত্মক আচরণ ধর্ম সমর্থন করেনা

নিচের কোনটি সঠিক?

(ক) i ও ii           (খ) ii ও ii

(গ) i ও iii           (ঘ) i,ii ও ii

ইতিহাস প্রথম পত্র : বহুনির্বাচনি প্রশ্ন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Please disable your adblocker or whitelist this site!