Monday, December 23
Shadow

ইতিহাস প্রথম পত্র : বহুনির্বাচনি প্রশ্ন

ইতিহাস প্রথম পত্র এমসিকিউ তথা বহুনির্বাচনী প্রশ্নের জন্য পাঠ্যবইয়ের গুরুত্বপূণ টপিকস,অনুশীলনী প্রশ্ন, বোর্ড পরীক্ষার প্রশ্ন, লেকচার সিট ও টেস্ট পেপার প্র্যাকটিস করতে হবে।

ইতিহাস প্রথম পত্র এর এমসিকিউগুলো তৈরি করেছেন

মো. আবু সাঈদ

সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজ, ঢাকা।

নিচের গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্নগুলো শুধু উচ্চমাধ্যমিক শিক্ষার্থীদের ইতিহাস প্রথম পত্র এর জন্যই নয়, বিসিএস সহ যেকোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্যেও খুব উপকারী।

ইতিহাস প্রথম পত্র : প্রথম অধ্যায়: ভারতবর্ষে ইউরোপীয়দের আগমন: ইংরেজ আধিপত্য প্রতিষ্ঠা

ইস্ট ইন্ডিয়া কোম্পানী গঠিত হয় কত সালে?
(ক) ১৫০০ খ্রি: (খ) ১৬০০ খ্রি: (গ) ১৬১০ খ্রি: (ঘ) ১৭০০ খ্রি:


কারা কলকাতায় ফোর্ট উইলিয়াম দুর্গ প্রতিষ্ঠা করে?
(ক) ফরাসী (খ) ইংরেজ (গ) পতুগিজ (ঘ) দিনেমার


কত সালে ফোর্ট উইলিয়াম দুর্গ প্রতিষ্ঠিত হয়?
(ক) ১৬০০ খ্রি: (খ) ১৬৯৮ খ্রি: (গ) ১৬১০ খ্রি: (ঘ) ১৭০০ খ্রি:


কত সালে পলাশীর যুদ্ধ সংঘটিত হয়?
(ক) ১৭৫৭ খ্রি: (খ) ১৭৬৫ খ্রি: (গ) ১৭৬৪ খ্রি: (ঘ) ১৭৯৩ খ্রি:


ইস্ট ইন্ডিয়া কোম্পানী কত সালে বাংলা বিহার উড়িষ্যার দিওয়ানী লাভ করে?
(ক) ১৫৫৬ (খ) ১৬৬৫ খ্রি: (গ) ১৭৫৭ খ্রি: (ঘ) ১৭৬৫ খ্রি:


কত সালে বক্সারের যুদ্ধ সংঘটিত হয়?
(ক) ১৭৫৭ খ্রি: (খ) ১৭৬৫ খ্রি: (গ) ১৭৬৪ খ্রি: (ঘ) ১৭৯৩ খ্রি:


ডুপ্লে/ লালী ছিলেন জাতিতে ?
(ক) ইংরেজ (খ) ফরাসি (গ) ওলন্দাজ (ঘ) পতুগিজ

বাংলায় নবাব বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন?
(ক) মুর্শিদকুলি খান (খ) সুজাউদ্দিন (গ) সফররাজ (ঘ) আলীবর্দী খান


অন্ধকুপ হত্যা কাহিনী কোন যুদ্ধের সাথে সম্পৃত্ত?
(ক) পলাশীর যুদ্ধ (খ) বক্সারের যুদ্ধ (গ) ইঙ্গ-মহীশুর যুদ্ধ (ঘ) মারাঠা যুদ্ধ


ইংরেজ লেখক হলওয়েল কর্তৃক অন্ধকুপ হত্যা কাহিনীতে কতজন ইংরেজ বন্দির মৃত্যুর সংবাদ প্রচারিত হয়েছিল?

(ক) ১৪৬ জনের মধ্যে ১২৩ (খ) ১৪৬ জনের মধ্যে ১২৪ (গ) ১৪৬ জনের মধ্যে ১২৫ (ঘ) ১৪৬ জনের মধ্যে ১২৬


পলাশীর যুদ্ধে নবাবের পতনের যথার্থ কারণ-
(I) মীর জাফরের বিশ্বাসঘাতকতা (II) তরুণ নবাবের দৃঢ়তার অভাব (III) নবাবের শত্রুপক্ষ ছিল ঐক্যবদ্ধ।
নিচের কোনটি সঠিক?
(ক) I ও II (খ) II ও III (গ) I ও III (ঘ) I II ও III


ইংরেজগণ ভারতবর্ষের কোথায় তাদের প্রধান বাণিজ্যকেন্দ্র স্থাপন করে?
(ক) কালিকট (খ) সুতানটি (গ) কাসিম বাজার (ঘ) কলকাতা, বোম্বাই ও মাদ্রাজ


ইংরেজদের বিনা শুল্কে বাংলায় বাণিজ্য করার অনুমতি দিয়েছিলেন কে?
(ক) মুর্শিদকুলি খান (খ) শায়েস্তা খান (গ) সুজা (ঘ) নাজিমউদ্দৌলা


কাকে ভারতবর্ষে পতুগিজ আধিপত্যের প্রতিষ্ঠাতা বলা যায় ?
(ক) আল বুকার্ক (খ) ডি আলমিডা (গ) আল বারেজ (ঘ) ভাস্কো দা গামা


কত সালে ভাস্কো দা গামা ভারতের কালিকট বন্দরে এসে উপনীত হন?
(ক) ১৪৯৫ খ্রি: (খ) ১৪৯৬ খ্রি: (গ) ১৪৯৭ খ্রি: (ঘ) ১৪৯৮ খ্রি:


আলীবর্দী খান কর্তৃক সিরাজউদ্দৌলাকে উত্তরাধিকার মনোনীত করার কারণ কোনটি?
(ক) সিরাজ যোগ্য ছিলেন(খ) সিরাজ প্রিয় দৌহিত্র ছিলেন (গ) আলীবর্দীর কোন পুত্র সন্তান ছিল না (ঘ) মুগল সম্রাটের নির্দেশে


সপ্তদশ শতাব্দীর শেষভাগে ইংরেজ বনিকদের মানদণ্ড রাজদন্ডে পরিণত হওয়ার প্রথম প্রয়াস দেখা যায় কীভাবে?
(ক) সেনাবাহিনীর শক্তিশালীকরনে (খ) নৌবহরের উপস্থিতি
(গ) শান্তিনীতর পরিবর্তে যুদ্ধনীতি গ্রহনে (ঘ) মুগল সম্রাটদের সাথে সর্ম্পক স্থাপন


ভারতবর্ষে পতুগিজ শক্তির পতনের অন্যতম কারণ ছিল কোনটি?
(I) আল বুকার্কের পর প্রতিভাবান শাসকের অভাব (II) মুগল সেনাবাহিনীর হাতে বিপর্যয় ও পর্যদুস্ত (III) পতুগিজদের নিপীড়ন ও অসহিষ্ণু নীতি
কোনটি সঠিক? (ক) I ও II (খ) II ও III (গ) I ও III (ঘ) I II ও III

দিনেমার কাদের বলা হয়?
(ক) হল্যান্ডের অধিবাসীদের (খ) ডেনমার্কের অধিবাসীদের (গ) পর্তুগালের অধিবাসীদের (ঘ) ইংল্যান্ডের অধিবাসীদের


ফোর্ট উইলিয়াম দুর্গ নির্মিত হয় কার নামানুসারে?
(ক) রাজা জব চার্নক (খ) রাজা দ্বিতীয় চার্লস (গ) রাজা তৃতীয় উইলিয়াম (ঘ) জর্জ ওয়াশিংটন


ইস্ট ইন্ডিয়া কোম্পানী গঠিত হয় কেন?
(ক) প্রাচ্য ব্যবসা করার জন্য (খ) ধর্ম প্রচার করার জন্য (গ) রাজনৈতিক উদ্দেশ্যে (ঘ) ধর্মীয় উদ্দেশ্য


মীর কাসিম কে ছিলেন?
(ক) নবাবের জামাতা (খ) ঘসেটি বেগমের পুত্র (গ) মীর জাফরের জামাতা (ঘ) নবারের দেওয়ান


পর্তুগিজদের বাংলা থেকে বিতাড়িত করেন কে?
(ক) শায়েস্তা খান (খ) মুর্শিদকুলি খান (গ) ইসলাম খান (ঘ) আলীবর্দী খান


কার নেতৃত্বে পর্তুগিজগন উপমহাদেশে আসার জলপথ আবিস্কার করেন?
(ক) প্রিন্স হেনরী (খ) ভাস্কো দা গামা (গ) আলভারেজ (ঘ) লোমিউদিয়াজ


ভাস্কো দা গামা কত সালে ভারত উপমহাদেশে আসার জলপথ আবিস্কার করেন?
(ক) ১৪৯৬ খ্রি: (খ) ১৪৯৮ খ্রি: (গ) ১৪৯৯ খ্রি (ঘ) ১৪৯৭ খ্রি:


ইস্ট ইন্ডিয়া কোম্পানী বাণিজ্যিক প্রতিষ্ঠান থেকে রাজনৈতিক প্রতিষ্ঠানে পরিণত হয় কোন ক্ষমতা লাভের মাধ্যমে?
(ক) বক্সারের যুদ্ধ (খ) দিউওয়ানী লাভ (গ) দ্বৈত শাসন প্রতিষ্ঠায় (ঘ) পলাশীর যুদ্ধে জয়লাভ


ফরাসী ইস্ট ইন্ডিয়া কোম্পানী গঠিত হয় কত সালে?
(ক) ১৬৬৩ খ্রি: (খ) ১৬৬৪ খ্রি: (গ) ১৬৬৬ খ্রি: (ঘ) ১৬৬৫ খ্রি:


রাজবল্লভ কে ছিলেন?
(ক) নবাবের দেওয়ান (খ) নবাবের বন্ধু (গ) ঘসেটি বেগমের দেওয়ান (ঘ) উজীর ও সেনাপতি


ইংরেজগণ প্রথম কোথায় বাণিজ্য কুটি স্থাপনের অনুমতি পায়?
(ক) মসলিপট্রম (খ) সুরাট (গ) কলকাতা (ঘ) মাদ্রাজ


সিরাজউদ্দৌল্লাকে কে হত্যা করে?
(ক) মীরন (খ) মোহাম্মদী বেগ (গ) লর্ড ক্লাইভ (ঘ) মীর জাফর


দ্বৈত শাসন ব্যবস্থায় নবাবের হাতে নিচের কোন বিষয়ে ক্ষমতা সীবাবদ্ধ ছিল?
(ক) দেওয়ানী ও প্রতিরক্ষা (খ) দেওয়ানী ও বিচার (গ) বিচার ও প্রশাসন (ঘ) প্রতিরক্ষা ও প্রশাসন


বক্সারের যুদ্ধের কারণ হলো?
(I) মীর কাসিমের রাজধানী স্থানান্তর (II) মীর কাসিমের সেনাবাহিনী গঠন (III) মীর কাসিমের ইংরেজদের নির্দেশ অমান্য করা। নিচের কোনটি সঠিক?
(ক) I ও II (খ) II ও III (গ) I ও III (ঘ) I II ও III


দ্বৈত শাসন নীতির ফলে-
(I) দেশে প্রশাসনিক জটিলতার সৃষ্টি হয় (II) অর্থনৈতিক মেরুদণ্ড ভেঙ্গে পড়ে (III) বিচার ব্যবস্থা ভঙ্গুর হয়ে পড়ে। নিচের কোনটি সঠিক?
(ক) I ও II (খ) II ও III (গ) I ও III (ঘ) I II ও III


ইংরেজ কোম্পানী নবাব মীর কাসিমের ওপর রুষ্ট হন কারণ নবাব-?
(I) দেশীয় বণিকদের বাণিজ্য শুল্ক উঠিয়ে দেন (II) ইংরেজ বণিকদের বাণিজ্য শুল্ক চালু করেন (III) দস্তকের অপব্যবহারের প্রতিকার চেয়ে কোম্পানীল গভর্ণরের নিকট পত্র প্রেরণ করেন। নিচের কোনটি সঠিক?
(ক) I ও II (খ) II ও III (গ) I ও III (ঘ) I II ও III


পর্তুগিজদের অত্যাচার হলো-
(I) জোরপূর্বক খ্রিষ্টান করা (II) জোরপূর্বক এদেশের মেয়ে বিয়ে করা (III) এদেশের মানুষ দাসদাসীরুপে বিক্রি করা। নিচের কোনটি সঠিক?
(ক) I ও II (খ) II ও III (গ) I ও III (ঘ) I II ও III


বক্সারের যুদ্ধে মীর কাসিমের ব্যর্থতার কারণগুলো হলো-
(I) আর্থিক স্বচ্ছলতার অভাব (II) সুদক্ষ সেনাবাহিনীর অভাব (III) গোলন্দাজ বাহিনীর অভাব। নিচের কোনটি সঠিক?
(ক) I ও II (খ) II ও III (গ) I ও III (ঘ) I II ও III


নবাব আলীবর্দী খানের দৌহিত্র ছিলেন-
(I) সরফরাজ খান (II) সিরাজ (III) শওকত জঙ্গ।

নিচের কোনটি সঠিক?
(ক) I ও II (খ) II ও III (গ) I ও III (ঘ) I II ও III


ভাস্কো দা গামা প্রথম ভারতবর্ষের কোন স্থানে এসে উপস্থিত হন?
(ক) কর্নাটক (খ) আগ্রা (গ) কালিকট (ঘ) মাদ্রাজ


ভারতবর্ষে ইংরেজ আধিপত্য প্রতিষ্ঠায় যেমন রবার্ট ক্লাইভ ভূমিকা রাখেন তেমনি পর্তুগিজদের ক্ষেত্রে ভূমিকা রাখেন?
(ক) আলবারেজ (খ) আল বুর্কাক (গ) ভাস্কো দা গামা (ঘ) বুসি


‘খ্রিস্ট ধর্ম গ্রহণ কর অথবা মৃতুবরণ কর’- উক্তিটি যাদের অধিকৃত অঞ্চলে প্রযোজ্য-
(ক) পর্তুগিজ (খ) ইংরেজ (গ) ওলন্দাজ (ঘ) ফরাসি


ভারতবর্ষের যে অঞ্চলে পর্তুগিজ উপনিবেশ প্রথম গড়ে ওঠে?
(ক) কর্নাটক (খ) আগ্রা (গ) হুগলি (ঘ) মাদ্রাজ


ওলন্দাজরা কখন ভারতবর্ষে বাণিজ্য করতে আসে?
(ক) ১৬০০ খ্রি: (খ) ১৬০৫ খ্রি: (গ) ১৬০২ খ্রি: (ঘ) ১৪৯৮ খ্রি:


দিনেমাররা কখন ভারতবর্ষে বাণিজ্য করতে আসে?
(ক) ১৬১০ খ্রি: (খ) ১৬০৫ খ্রি: (গ) ১৬১৬ খ্রি: (ঘ) ১৬২০ খ্রি:


ইস্ট ইন্ডিয়া কোম্পানী ১৬০০ খ্রি: ভারতবর্ষে আসার সময় ইংল্যান্ডের সিংহাসনে ছিলেন?
(ক) রাজা প্রথম জেমস (খ) রাজা উইলিয়াম (গ) রাণী প্রথম এলিজাবেথ (ঘ) রাণী দ্বিতীয় এলিজাবেথ


ভারতবর্ষে ইংরেজদের রাজনৈতিক ক্ষমতা দখল করতে যে মাধ্যমটির প্রয়োজন হয়নি?
(ক) সামরিক শক্তি (খ) কূটকৌশল (গ) ধর্মপ্রচার (ঘ) ষড়যন্ত্র


যে যুদ্ধের পরাজয় ফরাসিদের ভারতবর্ষ ত্যাগ করতে বাধ্য করে?
(ক) বিদারার যুদ্ধ (খ) কর্ণাটক যুদ্ধ (গ) মারাঠা যুদ্ধ (ঘ) বক্সারের যুদ্ধ


কলকাতা নগরীর প্রতিষ্ঠাতা কে?
(ক) লর্ড ক্লাইভ (খ) জব চার্নক (গ) আল বুকার্ক (ঘ) ডালহৌসী


সিরাজউদৌল্লা ইংরেজদের সাথে যে অপমানজনক সন্ধি করতে বাধ্য হন-
(ক) দাক্ষিণাত্য সন্ধি (খ) আলীনগরের সন্ধি (গ) কালিকট সন্ধি (ঘ) উড়িষ্যার সন্ধি


পলাশির যুদ্ধের পর ইংরেজরা যে অঞ্চলের জমিদারী লাভ করে ?
(ক) বাংলা (খ) চব্বিশ পরগণা (গ) বিহার (ঘ) উড়িষ্যা


আলীবর্দী খানের শাসনকালে যাদের দমন করা হয়?
(I) ইংরেজ (II) মারাঠা (III) বর্গী। নিচের কোনটি সঠিক?
(ক) I ও II (খ) II ও III (গ) I ও III (ঘ) I II ও III

নিচের অনুচ্ছেদটি পড় এবং ৫১ ও ৫২নং প্রশ্নের উত্তর দাও
মিহির ইতিহাস পাঠে জানতে পারে যে, ১৭৬৫ সালে ক্লাইভ দ্বিতীয়বারের মতো বাংলায় আগমন করে এক অদ্ভূত শাসন ব্যবস্থা প্রবর্তন করেন। এ ব্যবস্থা প্রবর্তনের ফলে ইস্ট ইন্ডিয়া কোম্পানী এবং ব্রিটিশ সরকার উভয়েরই সমৃদ্ধি ঘটে।

উদ্দীপকে ক্লাইভ প্রবর্তিত শাসনব্যবস্থাটি কী নামে পরিচিত?
(ক) ব্রিটিশ শাসন (খ) দ্বৈত শাসন (গ) কোম্পানী শাসন (ঘ) স্বৈরশাসন

এ শাসনব্যবস্থা প্রবর্তনের উদ্দেশ্যে ছিল-
(I) বাংলায় ইংরেজ শাসন সুপ্রতিষ্ঠিত করা (II) কোম্পানীর প্রকৃত ক্ষমতা গোপন করা (III) বাংলায় নবাবী শাসন পূর্ণবহাল করা । নিচের কোনটি সঠিক?
(ক) I ও II (খ) II ও III (গ) I ও III (ঘ) I II ও III

নিচের অনুচ্ছেদটি পড় এবং ৫৩ ও ৫৪নং প্রশ্নের উত্তর দাও
ক নামে একটি কোম্পানী বাণিজ্যের উদ্দেশ্যে ভারতীয় উপমহাদেশে আগমন করে। বাণিজ্যর জন্য তারা বাণিজ্য কুঠি নির্মাণ করে। কালক্রমে তাদের বাণিজ্যের মানদÐ রাজদন্ডে পরিণত হয়।
অনুচ্ছেদে কাদের কথা বলা হয়েছে?
(ক) ফরাসীদের (খ) ইংরেজদের (গ) পর্তুগিজদের (ঘ) দিনোমারদের

কোন ঘটনার ফলে উক্ত অবস্থার সৃষ্টি হয়েছিল?
(ক) বক্সারের যুদ্ধ (খ) পলাশীর যুদ্ধ (গ) দেওয়ানী প্রদান (ঘ) দ্বৈত শাসন ব্যবস্থার প্রবর্তন

নিচের অনুচ্ছেদটি পড় এবং ৫৫ ও ৫৬নং প্রশ্নের উত্তর দাও
হ্যারিস ক অঞ্চল থেকে খ অঞ্চলে যাওয়ার জন্য নৌপথ আবিষ্কার করেন। কারণ হ্যারিস ছিলেন দু:সাহসী এবং নৌবিদ্যায় পারদর্শী।

উদ্দীপকে উল্লিখিত হ্যারিসের সাথে নিচের কার মিল খুজে পাও?
(ক) প্রিন্স হেনরী (খ) ভাস্কো দা গামা (গ) আল ভারেজ (ঘ) লোমিউদিয়াজ

উক্ত ব্যক্তিটি বিখ্যাত হওয়ার কারণ কি?
(র) পর্তুগিজদের মধ্যে প্রথম ভারত সফরকারী (রর) ভারতবর্ষের প্রথম জলপথ আবিস্কারের জন্য (ররর) ইস্ট ইন্ডিয়া কোম্পানীর প্রতিষ্ঠাতা । নিচের কোনটি সঠিক?

(ক) I ও II (খ) II ও III (গ) I ও III (ঘ) I II ও III

নিচের অনুচ্ছেদটি পড় এবং ৫৭,৫৮ ও ৫৯নং প্রশ্নের উত্তর দাও।
মার্কিন যুক্তরাষ্ট ও ইউরোপীয় ইউনিয়নের কাছ থেকে জিএসপি সুবিধা আদায় বর্তমান বাংলাদেশের অর্থনীতির একটি আলোচিত বিষয়। অথচ ইতিহাস সাক্ষ্য দেয় যে, এরকম সুবিধা আমাদের পূর্ববর্তী শাসকরা ইউরোপীয়দের বহু পূর্বে দিয়েছিলেন।

উদ্দীপকে বর্ণিত বিনা শুল্কে বাণিজ্য করার অনুমতি ইংরেজদের কোন ভারতীয় শাসক প্রথম দিয়েছিলেন?
(ক) সম্রাট আকবর (খ) ফররুখ শিয়ার (গ) জাহাঙ্গীর (ঘ) ২য় বাহাদুর শাহ

কত সালে ফররুখ শিয়ার বিনা শুল্কে বাংলা, মাদ্রাজ ও বোম্বাই ইংরেজদের বাণিজ্যের অনুমতি দেন?
(ক) ১৭১৭ খ্রি: (খ) ১৭৭২ খ্রি: (গ) ১৭৭৩ খ্রি: (ঘ) ১৭৭৫ খ্রি:

এ রকম অনুমতি লাভের ফলে ইস্ট ইন্ডিয়া কোম্পানী ভারতবর্ষে-
(র) নিজস্ব মুদ্রা প্রচলনের অধিকার পায় (রর) দ্রæত বাণিজ্যের স¤প্রসারণ ঘটায় (ররর) শুল্ক দিয়ে ব্যক্তিগত বাণিজ্যের সুযোগ পায় । নিচের কোনটি সঠিক?

(ক) I ও II (খ) II ও III (গ) I ও III (ঘ) I II ও III

ইউরোপীয় বণিক সম্প্রদায়ের মধ্যে কারা সর্বশেষ ভারতবর্ষে আগমন করে?
(ক) পর্তুগিজ (খ) ওলন্দাজ (গ) ফরাসি (ঘ) দিনেমার

মুর্শিদকুলি খানের রাজস্ব সংস্কার কি নামে পরিচিত?
(ক) চিরস্থায়ী বন্দোবস্ত (খ) মালজামিনী (গ) নিয়ামক আইন (ঘ) সনদ আইন

দ্বিতীয় অধ্যায়: ইংরেজ ঔপনিবেশিক শাসন: কোম্পানি আমল

রেগুলেটিং এ্যাক্ট বা নিয়ামক আইন কত সালে প্রণীত হয়?
(ক) ১৭৭১ খ্রি: (খ) ১৭৭২ খ্রি: (গ) ১৭৭৩ খ্রি: (ঘ) ১৭৭৫ খ্রি:


নিয়ামক আইনের ফলাফল কি?
(ক) গর্ভনর পদ ভাইসরয় পদে উন্নীত (খ) বাংলা কোম্পানী শাসনের নিয়ন্ত্রণে আসে (গ) গভর্নর পদ গভর্নর জেনারেল পদে উন্নীত (ঘ) ব্রিটিশ সরকারের স্বস্তি লাভ


লর্ড ক্লাইভ প্রবর্তিত দ্বৈত শাসনের অবসান ঘটান কে?
(ক) ভ্যান্সিটার্ট (খ) হেস্টিংস (গ) ডালহৌসী (ঘ) কর্নওয়ালিশ

রেগুলেটিং এ্যাক্ট প্রণয়নের সময় ইংল্যান্ডের প্রধানমন্ত্রী কে ছিলেন?
(ক) লর্ড নর্থ (খ) উইলিয়াম পিট (গ) লর্ড কর্নওয়ালিশ (ঘ) লর্ড রিপন


কোন আইন বলে বাংলার গভর্নর ভারতের গভর্নর জেনারেল পদে উন্নীত হন?

(ক) ১৭৭৩ সালের রেগুলেটিং এ্যাক্ট আইন (খ) ১৭৮৪ সালের পিটের ভারত শাসন আইন
(গ) ১৮৩৩ সালের সনদ আইন (ঘ) ১৮৬১ সালের ভারতীয় কাউন্সিল আইন


পানিপথের তৃতীয় যুদ্ধ কত সালে সংঘটিত হয়?
(ক) ১৬৬১ খ্রি: (খ) ১৭৬১ খ্রি: (গ) ১৭৬২ খ্রি: (ঘ) ১৮৬১ খ্রি:
পিটের ভারতীয় আইন কত সালে প্রণীত হয়?
(ক) ১৭৭৩ খ্রি: (খ) ১৭৮৪ খ্রি: (গ) ১৮৭৪ খ্রি: (ঘ) ১৮৮৪ খ্রি:
কার নামানুসারে ১৭৮৪ সালের ভারতীয় আইন পরিচিতি অর্জন করে?
(ক) লর্ড নর্থ (খ) উইলিয়াম পিট (গ) লর্ড কর্নওয়ালিশ (ঘ) লর্ড রিপন
চিরস্থায়ী বন্দোবস্ত হয় কত সালে?
(ক) ১৭৮৩ খ্রি: (খ) ১৭৯১ খ্রি: (গ) ১৭৯৩ খ্রি: (ঘ) ১৮৯৩ খ্রি:
চিরস্থায়ী বন্দোবস্ত কে প্রবর্তন করেন?
(ক) লর্ড ওয়েলেসলি (খ) হেস্টিংস (গ) ডালহৌসী (ঘ) লর্ড কর্নওয়ালিশ
কে অধীনতামূলক মিত্রতা নীতি প্রয়োগ করেন?
(ক) লর্ড ওয়েলেসলি (খ) হেস্টিংস (গ) ডালহৌসী (ঘ) লর্ড কর্নওয়ালিশ
চতুর্থ ইঙ্গ-মহীশুর যুদ্ধ সংঘটিত হয় কত সালে?
(ক) ১৭৯১ খ্রি: (খ) ১৭৯৯ খ্রি: (গ) ১৮৯১ খ্রি: (ঘ) ১৮৯৯ খ্রি:
হায়দার আলী ও টিপুর রাজ্যের নাম কি?
(ক) হায়দারাবাদ (খ) অযোধ্যা (গ) মহীশুর (ঘ) মাদ্রাজ
সতীদাহ প্রথা কে বিলুপ্ত করেন?
(ক) হেস্টিংস (খ) লর্ড বেন্টিঙ্ক (গ) লর্ড রিপন (ঘ) লর্ড কর্নওয়ালিশ
সতীদাহ প্রথা কত সালে বিলুপ্তি ঘোষিত হয়?
(ক) ১৭২৯ খ্রি: (খ) ১৮২১ খ্রি: (গ) ১৮২৯ খ্রি: (ঘ) ১৮৩৯ খ্রি:
প্রথম সনদ আইন কত সালে পাস হয়?
(ক) ১৭১৩ খ্রি: (খ) ১৮১৩ খ্রি: (গ) ১৮৩৩ খ্রি: (ঘ) ১৯৩৩ খ্রি:
স্বতবিলোপ নীতির প্রবর্তক কে?
(ক) লর্ড ওয়েলেসলি (খ) হেস্টিংস (গ) ডালহৌসী (ঘ) লর্ড কর্নওয়ালিশ
ফকির ও সন্ন্যাসী বিদ্রোহের সময়কাল ছিল?
(ক) ১৭৬০-১৮০০ খ্রি: (খ) ১৭৬১-১৮০০ খ্রি: (গ) ১১৭৭০-১৮০০ খ্রি: (ঘ) ১৭৮০-১৮০০ খ্রি:
সিপাহী বিদ্রোহ বা মহাবিদ্রোহ সংঘটিত হয় কত সালে?
(ক) ১৭৫৭ খ্রি: (খ) ১৮৫৭ খ্রি: (গ) ১৮৭৫ খ্রি: (ঘ) ১৯৫৭ খ্রি:
সিপাহী বিদ্রোহ সর্বপ্রথম কোথায় সংঘটিত হয়?
(ক) দিল্লী সেনানিবাসে (খ) ব্যারাকপুর সেনানিবাসে (গ) পাটনা সেনানিবাসে (ঘ) ঢাকা সেনানিবাসে
কোন আইন বলে ভারতীয়গণ প্রশাসনে উচ্চপদে নিয়োগের অধিকার লাভ করে?
(ক) চার্টার এ্যাক্ট (খ) রেগুলেটিং এ্যাক্ট (গ) সনদ আইন (ঘ) পিটের ভারত আইন
হেস্টিংসের বৈদেশিক নীতির মূল লক্ষ্য কী ছিল?
(ক) সুসম্পর্ক বজায় রাখা (খ) সংস্কারমূলক কাজ করা (গ) ব্রিটিশ শক্তি সুপ্রতিষ্ঠিত করা (ঘ) যুদ্ধ দ্বারা রাজ্য দখল করা
চিরস্থায়ী বন্দোবস্তের একটি সুফল হিসেবে কোনটিকে বলা যায়?
(ক) জমিদারদের আধিপত্য বেড়ে যায় (খ) এ ব্যবস্থায় কৃষিকার্য স¤প্রসারিত হয়
(গ) জমিদার শ্রেণি নি:স্ব হয়ে যায় (ঘ) সমাজে কৃষক শ্রেণির উদ্ভব ঘটে
অধীনতামূলক মিত্রতা নীতি গ্রহনের ফলে ভারতীয় রাজ্যগুলোর পরিণতি কী হয়েছিল?
(ক) প্রতিটি রাজ্যে শান্তি শৃঙ্খলা ফিরে এলো (খ) বিভিন্ন রাজ্যের মধ্যে স¤প্রীতি গড়ে উঠলো (গ) রাজ্যগুলো অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হয়ে উঠলো (ঘ) ব্রিটিশ সরকারের নিকট রাজনৈতিক স্বাধীনতা জলাঞ্জলি দিতে হলো
লর্ড বেন্টিঙ্কের শাসনামলের অন্যতম শ্রেষ্ঠ কীর্তি কোনটিকে বলা যায়?
(ক) রাজস্ব বিভাগ থেকে বিচার বিভাগ পৃথক করা (খ) উপমহাদেশে পাশ্চাত্য শিক্ষার বিস্তার সাধন
(গ) ঠগী দস্যুদের হত্যা ও দমন (ঘ) দেশীয় রাজ্যগুলোকে বশ্যতা স্বীকারে বাধ্য করা
ফকির সন্ন্যাসী বিদ্রোহের অন্যতম কারণ কোনটি?
(ক) ফকির সন্ন্যাসীদের তীর্থ ভ্রমনের ওপর কোম্পানীর নিষেধাজ্ঞা (খ) জবরদস্তিমূলক কৃষিকাজে নিয়োজিত করা০০
(গ ফকির সন্ন্যাসীদের তীর্থভ্রমন ও ধর্মানুষ্ঠানের জন্য বিভিন্ন প্রকারের কর ধার্যকরণ (ঘ) দমন পীড়নের মাধ্যমে ধর্মান্তরিত করা
ফরায়েজী আন্দোলনকে কী বলা যায়?
(ক) স্বাধীনতা আন্দোলন (খ) সংস্কার আন্দোলন (গ) জনতার অধিকার আদায়ের আন্দোলন (ঘ) ভারত থেকে ইংরেজ বিতাড়নের আন্দোলন
লর্ড উইলিয়াম বেন্টিকের অন্যতম সামাজিক সংস্কারমূলক কাজগুলো ছিল?
বিচার বিভাগ নিরপেক্ষকরণ (রর) সতীদাহ প্রথা বিলোপকরণ (ররর) দেবতার তুষ্টির জন্য শিশু হত্যা নিষিদ্ধ ঘোষণা
নিচের কোনটি সঠিক?
(ক) I ও II (খ) II ও III (গ) I ও III (ঘ) I II ও III
ব্রিটিশ গভর্নর জেনারেলদের মধ্যে কে সর্বাপেক্ষা বেশি সাম্রাজ্যবাদী ছিলেন?
(ক) লর্ড ওয়েলেসলি (খ) হেস্টিংস (গ) ডালহৌসী (ঘ) লর্ড কর্নওয়ালিশ
কোন নদীর তীরে নবাব সিরাজ ও ইংরেজদের যুদ্ধ (পলাশীর যুদ্ধ) হয়?
(ক) করতোয়া (খ) ভাগীরথী (গ) পদ্মা (ঘ) যমুনা
কোম্পানীর দিউয়ানি লাভের ফলে কী অবস্থা হয়?
(ক) দেশে সুশাসন প্রতিষ্ঠা পায় (খ) নবাবের ক্ষমতা বৃদ্ধি পায় (গ) দেশ উন্নত হয় (ঘ) কোম্পানী অর্থনৈতিক ক্ষমতা লাভ করে
ছিয়াত্তুরের দুর্ভিক্ষের কারণ কি?
(ক) জনসাধারণের বিলাসিতা (খ) নবাব কর্তৃক অত্যাচার (গ) দ্বৈত শাসন (ঘ) নবাবের গণবিরোধী মানসিকতা
সহমরণ প্রথা কী?
(ক) বিধবা স্ত্রীকে পুড়িয়ে মারা (খ) বিধাব স্ত্রীকে একই চিতায় পুড়িয়ে মারা
(গ) স্ত্রীর মৃত্যুর সংবাদে স্বামীকে পুড়িয়ে মারা (ঘ) স্বামীর মৃত্যুর অনুকরণে স্ত্রীকে মারা
রেগুলেটিং এ্যাক্টের উদ্দেশ্য ছিল?
(ক) পতুগীজদের দমন করা (খ) ফরাসিদের দমন করা (গ) কোম্পানীর কার্যকলাপ নিয়ন্ত্রণ করা (ঘ) নবাবের ক্ষমতা লোপ করা
বর্গীদের দমন করেন কে?
(ক) লর্ড ওয়েলেসলি (খ) বেন্টিঙ্ক (গ) ডালহৌসী (ঘ) লর্ড কর্নওয়ালিশ
সন্ন্যাসীদের নেতৃত্ব দেন কে?
(ক) ভবানী পাঠক (খ) মজনু শাহ (গ) রেজা খান (ঘ) সেতার রায়
তিতুমীর কোথায় বাশের কেল্লা নির্মাণ করেন?
(ক) বারাসাতে (খ) চাঁদপুরে (গ) নদীয়ায় (ঘ) নারকেল বাড়িয়ায়
ওয়াহাবি বলতে কোনটি বোঝায়?
(ক) নবজাগরণ (খ) পুর্নজাগরণ (গ) গণআন্দোলন (ঘ) নতুন আন্দোলন
ফকির দলের নেতৃত্ব দেন কে?
(ক) ভবানী পাঠক (খ) মজনু শাহ (গ) রেজা খান (ঘ) সেতার রায়

কে হিন্দু বিধাব বিবাহ প্রথা চালু করেন?
(ক) লর্ড ওয়েলেসলি (খ) লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক (গ) ডালহৌসী (ঘ) লর্ড কর্নওয়ালিশ

অধীনতামূলক মিত্রতানীতি প্রথম কোথায় প্রয়োগ করা হয়?
(ক) তাঞ্জোরে (খ) সুরাটে (গ) হায়দারাবাদে (ঘ) মহীপুরে


সিপাহী বিদ্রোহের বিদ্রোহীরা কাকে নেতা ঘোষণা করে?
(ক) ২য় বাহাদুর শাহ (খ) নানা সাহেব (গ) লক্ষী বাঈ (ঘ) মৌলভী লিয়াকত আলী

ফকির-সন্ন্যাসীরা জীবিকা নির্বাহ করত–?
(I) মুষ্টি সংগ্রহ করে (II) চাঁদা সংগ্রহ করে (III) কৃষি কাজ করে । নিচের কোনটি সঠিক?
(ক) I ও II (খ) II ও III (গ) I ও III (ঘ) I II ও III

ফরায়েজী আন্দোলন ছিল-
(I) ইসলামি আন্দোলন (II) কৃষক প্রতিরোধ আন্দোলন (III) রাজনৈতিক আন্দোলন। নিচের কোনটি সঠিক?
(ক) I ও II (খ) II ও III (গ) I ও III (ঘ) I II ও III
হাজী শরীয়ত উল্লাহ অনৈসলামিক বলে ঘোষণা করেন-
(র) পীর পূজা (রর) কবর পূজা (ররর) মহরম মাসের তাজিয়া প্রথা । নিচের কোনটি সঠিক?
(ক) I ও II (খ) II ও III (গ) I ও III (ঘ) I II ও III

ওয়ারেন হেস্টিংস এর শাসনামলে বাংলার প্রধান সমস্যা ছিল কোনটি?
(ক) দুর্ভিক্ষ (খ) রাজনৈতিক অস্থিরতা (গ) ওলন্দাজদের আক্রমণ (ঘ) মারাঠা শক্তির উত্থান

পাঁচশালা বন্দোবস্ত চালু করেন কে?
(ক) লর্ড ওয়েলেসলি (খ) ওয়ারেন হেস্টিংস (গ) ডালহৌসী (ঘ) লর্ড কর্নওয়ালিশ


বাংলার রাজধানী মুর্শিদাবাদ থেকে কলকাতায় স্থানান্তর করেন কে?
(ক) লর্ড ওয়েলেসলি (খ) ওয়ারেন হেস্টিংস (গ) ডালহৌসী (ঘ) লর্ড কর্নওয়ালিশ?

হাফিজ রহমত অযোধ্যার নবাবকে ৪০ লক্ষ টাকা দিতে চান কেন?
(ক) মারাঠাদের কাছ থেকে রক্ষার জন্য (খ) অযোধ্যায় বসবাসের জন্য (গ) অযোধ্যায় বাণিজ্যের জন্য (ঘ) যুদ্ধে সুবিধা পাওয়ার জন্য

নন্দকুমারের বিরুদ্ধে কে মামলা করেছিল?
(ক) লর্ড ওয়েলেসলি (খ) ওয়ারেন হেস্টিংস (গ) ডালহৌসী (ঘ) লর্ড কর্নওয়ালিশ


অর্থ জালিয়াতির অভিযোগে ১৭৭৫ সালে কার ফাসি হয়েছিল?
(ক) নন্দকুমার (খ) হেস্টিংস (গ) বেন্টিঙ্ক (ঘ) কর্ণওয়ালিশ

হায়দার আলীর ছেলে কে?
(ক) টিপু (খ) সুজা (গ) মহিউদ্দিন (ঘ) লিঙ্কন


মহীশুর রাজ্যের ক্ষমতা দখলে হায়দার আলীকে কারা সাহায্যে করেছিল?
(ক) পতুগিজরা (খ) ফরাসিরা (গ) ইংরেজরা (ঘ) ওলন্দাজরা

ইঙ্গ-মহীশুর যুদ্ধের ফলাফল কী?
(ক) ইংরেজদের পরাজয় (খ) নিজাম আলীর পরাজয় (গ) হায়দার আলীর পরাজয় (ঘ) মারাঠাদের পরাজয়
দ্বিতীয় ইঙ্গ-মহীশুর যুদ্ধ সংঘটিত হয় কত সালে?
(ক) ১৭৯১ খ্রি: (খ) ১৭৮০ খ্রি: (গ) ১৮৯১ খ্রি: (ঘ) ১৮৯৯ খ্রি:


টিপু সুলতান ফরাসি শাসনকর্তার সঙ্গে সন্ধি করেন কেন?
(ক) ওলন্দাজদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য (খ)ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য (গ) মারাঠাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য (ঘ) অধীনতা নীতি গ্রহনের জন্য


লর্ড ওয়েলেসলি কিভাবে অধীনতামূলক মিত্রতানীতি বাস্তবায়ন করেন?

(ক) ওলন্দাজদের তাড়িয়ে (খ) ফরাসিদের তাড়িয়ে (গ) টিপু সুলতানকে হত্যা করে (ঘ) যুদ্ধ করে


উপমহাদেশে সর্বপ্রথম রেল যোগাযোগ চালু করেন কে?
(ক) লর্ড ডালহৌসী (খ) হেস্টিংস (গ) বেন্টিঙ্ক (ঘ) কর্ণওয়ালিশ


সাংসদ নিপা ভৌমিকের প্রচেষ্টায় তার অঞ্চলে একটি পাঠশালা প্রতিষ্ঠিত হয়েছে’,- এ বাক্য অনুসারে উইলিয়াম বেন্টিঙ্কের প্রচেষ্টায় কোন প্রতিষ্ঠান গড়ে উঠেছে?
(ক) হিন্দু কলেজ (খ) সংস্কৃত কলেজ (গ) ফোর্ট উইলিয়াম কলেজ (ঘ) কলকাতা মেডিকেল কলেজ


উক্ত মেডিকেল কলেজটি কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল-?
(ক) ১৮৩৫ খ্রি: (খ) ১৮৩৯ খ্রি: (গ) ১৯০২ খ্রি: (ঘ) ১৭৯৩ খ্রি:


ঢাকায় ১৮৫৭ সালের সিপাহি বিদ্রোহের স্মৃতি বিজড়িত স্থান কোনটি-?
(ক) বাহাদুর শাহ পার্ক (খ) রমনা পার্ক (গ) ন্যাশনাল পার্ক (ঘ) গুলশান পার্ক

টিপু সুলতান ব্রিটিশদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছিল যে জন্য
(I) মহীশুরের স্বাধীনতা রক্ষার্থে (II) মারাঠাদের রক্ষার্থে (III) ভারতীয় মুসলমানদের অবস্থার উন্নতিতে । নিচের কোনটি সঠিক?
(ক) I ও II (খ) II ও III (গ) I ও III (ঘ) I II ও III

নিচের অনুচ্ছেদটি পড় এবং ৬৩ ও ৬৪নং প্রশ্নের উত্তর দাও
রাফি তার দাদার কাছ থেকে টিপু সুলতানের গল্প শুনছিল। তার দাদা বললেন, তিনি আমৃত্যু একটি বিদেশি শক্তির বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন।মুসলমানদের দু:সময়ে তিনিই উক্ত বিদেশি শক্তির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলেন।
অনুচ্ছেদে উল্লিখিত টিপু সুলতান কোন অঞ্চলের শাসক ছিলেন?
(ক) গোলকুন্ডার (খ) হায়দারাবাদের (গ) বিজাপুরের (ঘ) মহীশুরের

উদ্দীপকে উল্লিখিত টিপু সুলতানের বিদেশী শক্তির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার ফলাফল হলো-
(I) তৃতীয় ইঙ্গ-মহীশুরের যুদ্ধ (II) চতুর্থ ইঙ্গ-মহীশুরের যুদ্ধ (III) টিপু সুলতানের মৃত্যু। নিচের কোনটি সঠিক?
(ক) I ও II (খ) II ও III (গ) I ও III (ঘ) I II ও III
নিচের অনুচ্ছেদটি পড় এবং ৬৫ ও ৬৬নং প্রশ্নের উত্তর দাও
ইতিহাসের শিক্ষক শাকিল তার ক্লাশের আলোচনায় বললেন যে, ’ এ উপমহাদেশে ইসলামের আবির্ভাবের ফলে এক সময় এ অঞ্চলে শুধু প্রাচ্য ভাষাই শিক্ষা করা হতো। ১৮৩৩ সালে প্রায় এর ব্যতিক্রম লক্ষ করা যায়।
উদ্দীপকে উল্লিখিত ব্যতিক্রমটি কী?
(ক) বিজ্ঞানচর্চা (খ) ইংরেজী শিক্ষা (গ) আরবী শিক্ষা (ঘ) ফারসি শিক্ষা

উক্ত ব্যতিক্রমটি বাস্তবায়নের পক্ষে-
(I) লর্ড বেন্টিঙ্ক উদ্যোগ গ্রহণ করেন (II) লর্ড মেকেলে গর্ভনর জেনারেলের নিকট স্মারকলিপি প্রদান করেন (III) রাজা রামমোহন রায় সহযোগিতা করেন । নিচের কোনটি সঠিক?
(ক) I ও II (খ) II ও III (গ) I ও III (ঘ) I II ও III

নিচের অনুচ্ছেদটি পড় এবং ৬৭ ও ৬৮নং প্রশ্নের উত্তর দাও
দেবী রাণীর বিয়ের এক বছরের মাথায় তার স্বামী মারা যায়। ১৪ বছরের তরুণী দেবী রাণীকে বিধবার পোশাক পরে বাবার ঘরে ফিরে আসতে হয়। তার বাবা দু চোখে অন্ধকার দেখতে পায়। এ রূপসী মেয়েটিকে বাকী জীবন একাকী কাটিয়ে দিতে হবে এ চিন্তায় তিনি শয্যাশায়ী।
উদ্দীপকে উল্লিখিত দেবী রাণীকে বাকি জীবন একাই কাটাতে হবে কেন?
(ক) তার বিয়ে করার ইচ্ছা নেই বলে (খ) বিধবার বিয়ে অনুমতি নেই বলে (গ) ধর্মীয় কঠোর অনুশাসনের ফলে (ঘ) সরকারের কঠোর আইনের কারণে।
তৎকালীন হিন্দু সমাজ থেকে এ পদ্ধতি বিলোপ সাধন করেন-
(র) লর্ড ডালহৌসী (রর) লর্ড বেন্টিঙ্ক (ররর) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর । নিচের কোনটি সঠিক?
(ক) I ও II (খ) II ও III (গ) I ও III (ঘ) I II ও III

নিচের অনুচ্ছেদটি পড় এবং ৬৯ ও ৭০নং প্রশ্নের উত্তর দাও
রংপুরের কামাল হোসেন ছিলেন একজন প্রজাবৎসল জমিদার। প্রজাদের সখে দুখে তিনি সবসময় পাশে থাকতেন। কিন্তুু একদিন নির্দিষ্ট দিনে খাজনা দিতে ব্যর্থ হওয়ায় তার জমিদারী নিলামে ওঠে।
উদ্দীপকে উল্লিখিত কামাল হোসেনের জমিদারী নিলামে ওঠে কোন আইনের কারণে?
(ক) সূর্যাস্ত আইন (খ) জমিদারী আইন (গ) ইংল্যান্ডের আইন (ঘ) রেগুলেটিং এ্যাক্ট


কামাল হোসেনের জমিদারী নিলামে উঠে এটি কোন আইনের অর্ন্তভুক্ত ছিল?
কর্ণওয়ালিশ কোড (রর) ১৮৩৩ সালের সনদ আইন (ররর) ১৭৯৩ সালের চিরস্থায়ী বন্দোবস্ত । নিচের কোনটি সঠিক?
(ক) I ও II (খ) II ও III (গ) I ও III (ঘ) I II ও III

নিচের অনুচ্ছেদটি পড় এবং ৭১ ও ৭২নং প্রশ্নের উত্তর দাও
রতন ও টুটুলের মধ্যে শ্রেণিকক্ষে ইতিহাসের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করছিল। এক পর্যায়ে তাদের আলোচনায় উপমহাদেশে ঘটে যাওয়া দুর্ভিক্ষগুলো চলে এলো। তাদের বাবা শামছূল হক তারা বাড়িতে এলে আলোচনায় অংশ নেন এবং বললেন, ১৭৭০ সালের দুর্ভিক্ষই ছিল এ অঞ্চলের এযাবৎকালের সবচেয়ে ভয়াবহ দুর্ভিক্ষ।


৭১. উদ্দীপকে বর্ণিত দুভির্ক্ষটি কী নামে পরিচিত?
(ক) সত্তরের মনন্তর (খ) ছিয়াত্তুরের মনন্তর (গ) চুয়াত্তুরের মনন্তর (ঘ) বাহাত্তুরের মনন্তর


৭২. উক্ত দুর্ভিক্ষের কারণ হিসেবে উল্লেখ করা যায়-
(I) দ্বৈতশাসন নীতির বিরূপ প্রভাব (II) ভারত থেকে ইংল্যান্ডে ব্যাপকহারে খাদ্য পাচার (III) খরা ও অনাবৃষ্টি । নিচের কোনটি সঠিক?
(ক) I ও II (খ) II ও III (গ) I ও III (ঘ) I II ও III

ইতিহাস প্রথম পত্র : তৃতীয় অধ্যায়: ইংরেজ ঔপনিবেশিক শাসন: ব্রিটিশ আমল

কত সালে মহারাণী ভিক্টোরিয়া রাজকীয় ঘোষণা প্রদান করেন?
(ক) ১৮৫৫ সাল (খ) ১৮৫৬ সাল (গ) ১৮৫৭ সাল (ঘ) ১৮৫৮ সাল
মহারাণী ভিক্টোরিয়া রাজকীয় ঘোষণা প্রদানের ফলে কিসের অবসান ঘটে?
(ক) কোম্পানী শাসনের অবসান (খ) ব্রিটিশ শাসন (গ) বিদেশী শাসন (ঘ) দেশী শাসন
মহারাণীর পক্ষে ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন?
(ক) লর্ড ক্যানিং (খ) লর্ড রিপন (গ) লর্ড কার্জন (ঘ) লর্ড ডাফরিন
কে Bengal Tenacy Act প্রবর্তন করেন?
(ক) লর্ড ক্যানিং (খ) লর্ড রিপন (গ) লর্ড কার্জন (ঘ) লর্ড ডাফরিন
লর্ড ডাফরিনের রাজত্বকালের উল্লেখযোগ্য ঘটনা হলো-
(ক) ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা (খ) মুসলিম লীগ (গ) আওয়ামী লীগ (ঘ) পিপিপি
বঙ্গভঙ্গ কার শাসনকালের উল্লেখযোগ্য ঘটনা?
(ক) লর্ড ক্যানিং (খ) লর্ড রিপন (গ) লর্ড কার্জন (ঘ) লর্ড ডাফরিন
কত সালে বঙ্গভঙ্গ সংঘটিত হয়?
(ক) ১৯০৫ সাল (খ) ১৯০৪ সাল (গ) ১৯০৬ সাল (ঘ) ১৯০৮ সাল
বঙ্গভঙ্গের ফলে ঢাকাকে রাজধানী করে যে নতুন প্রদেশ গঠিত হয় তার নাম কি?
(ক) পূর্ব বাংলা ও আসাম (খ) পূর্ব বাংলা ও পশ্চিমবঙ্গ (গ) পূর্ব বাংলা ও উড়িষ্যা (ঘ) পূর্ব বাংলা ও বিহার
বঙ্গভঙ্গের ফলে কলকাতাকে রাজধানী করে যে নতুন প্রদেশ গঠিত হয় তার নাম কি?
(ক) পূর্ব বাংলা ও আসাম (খ) পশ্চিমবঙ্গ (গ) পূর্ব বাংলা ও উড়িষ্যা (ঘ) পূর্ব বাংলা ও বিহার
বঙ্গভঙ্গকে কারা সমর্থন করেছিল?
(ক) মুসলমানরা (খ) হিন্দুরা (গ) কংগ্রেস (ঘ) ব্রিটিশ
বঙ্গভঙ্গের ফলে যে আন্দোলন গড়ে উঠে-
(ক) স্বদেশী ও বয়কট আন্দোলন (খ) খিলাফত আন্দোলন (গ) অসহযোগ আন্দোলন (ঘ) সিপাহী বিদ্রোহ
কে বঙ্গভঙ্গ বাতিল ঘোষণা করেন?
(ক) লর্ড ক্যানিং (খ) লর্ড রিপন (গ) লর্ড হার্ডিঞ্জ (ঘ) লর্ড
আলিগড় আন্দোলন এর সাথে কার নাম জড়িত?
(ক) স্যার সৈয়দ আহমদ খান (খ) ফজলুল হক (গ) আমীর আলী (ঘ) মহাত্মা গান্ধী
অ্যাংলো ওরিয়েন্টাল কলেজের প্রতিষ্ঠাতা কে ছিলেন?
(ক) স্যার সৈয়দ আহমদ খান (খ) ফজলুল হক (গ) আমীর আলী (ঘ) মহাত্মা গান্ধী
১৮৭৩ সালে কলকাতায় কে মুসলিম সাহিত্য সমাজ প্রতিষ্ঠা করেন?
(ক) স্যার সৈয়দ আহমদ খান (খ) ফজলুল হক (গ) নওয়াব আব্দুল লতিফ (ঘ) মহাত্মা গান্ধী
১৮৭৭ সালে কে কলকাতায় সেন্ট্রাল ন্যাশনাল মোহামেডান অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেন?
(ক) স্যার সৈয়দ আহমদ খান (খ) ফজলুল হক (গ) আমীর আলী (ঘ) মহাত্মা গান্ধী
কত সালে ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয়?
(ক) ১৮৮৫ সালে (খ) ১৮৮৬ সাল (গ) ১৮৮৭ সাল (ঘ) ১৮৮৪ সাল
কত সালে মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়?
(ক) ১৯০৫ সাল (খ) ১৯০৪ সাল (গ) ১৯০৬ সাল (ঘ) ১৯০৮ সাল
কোন চুক্তি হিন্দু-মুসলিম মিলনের মহা সুযোগ সৃষ্টি করে?
(ক) লখনৌ চুক্তি (খ) বেঙ্গল প্যাক্ট (গ) সিমলা চুক্তি (ঘ) লাহোর প্রস্তাব
১৯১৯ সালের ভারত শাসন আইন কি নামে পরিচিত?
(ক) মন্টেগু চেমসফোর্ড সংস্কার আইন (খ) দ্বিজাতি তত্ত¡ (গ) মর্লি মিন্টো আইন (ঘ) নেহেরু আইন
হিন্দু ও মুসলমানদের সমন্বয়ে গড়ে ওঠা যে আন্দোলন তা হল-
(ক) খিলাফত ও অসহযোগ আন্দোলন (খ) বয়কট আন্দোলন (গ) স্বদেশী আন্দোলন (ঘ) ভারত ছাড় আন্দোলন
কে লাহোর প্রস্তাব উত্থাপন করেন?
(ক) স্যার সৈয়দ আহমদ খান (খ) ফজলুল হক (গ) আমীর আলী (ঘ) মহাত্মা গান্ধী
কত সালে ভারত ও পাকিস্তান সৃষ্টি হয়?
(ক) ১৯৪৭ সাল (খ) ১৯৪৬ সাল (গ) ১৯৪০ সাল (ঘ) ১৯৪৮ সাল

নিচের অনুচ্ছেদটি পড় এবং ২৪ ও ২৬নং প্রশ্নের উত্তর দাও
লাহোর প্রস্তাব উপমহাদেশের রাজনৈতিক ইতিহাসে একটা অতি গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে অ্যাখ্যায়িত। ১৯৪০ খ্রি: ২৩ মার্চ লাহোরে অনুষ্ঠিত মুসলিম লীগের অধিবেশনে যে প্রস্তাবগৃহীত হয় তা ঐতিহাসিক লাহোর প্রস্তাব হিসেবে পরিচিত।
উদ্দীপকে বর্ণিত লাহোর প্রস্তাব উত্থাপন করেন-
(ক) মওলানা ভাসানী (খ) হোসেন সোহরাওয়ার্দী (গ) এ.কে.ফজলুল হক (ঘ) নবাব সলিমুল্লাহ

লাহোর প্রস্তাব অন্য কি প্রস্তাব নামে পরিচিত?
(ক) স্বাধিকার আদায়ের প্রস্তাব (খ) ব্রিটিশদের ভারত ত্যাগের চূড়ান্ত সময়সীমা (গ) পাকিস্তান প্রস্তাব (ঘ) ভারতের স্বাধীনতা প্রস্তাব
লাহোর প্রস্তাবের মূল বক্তব্য ছিল-
(I) আঞ্চলিক স্বাধিকার অর্জন (II) ভারত, বাংলাদেশ ও পাকিস্তান তিনটি রাষ্ট গঠন (III) আত্মনিয়ন্ত্রণের অধিকার ও সার্বভৌমত্ব অজর্ন ।
নিচের কোনটি সঠিক?
(ক) I ও II (খ) II ও III (গ) I ও III (ঘ) I II ও III

নিচের অনুচ্ছেদটি পড় এবং ২৭ ও ২৮নং প্রশ্নের উত্তর দাও।
বর্তমান সরকার শিল্প কারখানা পরিদর্শনের জন্য পিএসসির মাধ্যমে কারখানা পরিদর্শন পদে লোক নিয়োগ প্রক্রিয়া শুরু করেছে। শিল্প শ্রমিকদের স্বার্থ রক্ষা এবং শিল্প স্থাপনাগুলো যথাযথ মানের কিনা তা পরিদর্শন করাই কারখানা পরিদর্শকদের কাজ।
উদ্দীপকে বর্ণিত পরিদর্শক নিয়োগের মতো ভারতীয় কোন ভাইসরয় ‘ফ্যাক্টরী আইন’ করে কারখানায় পরিদর্শক নিয়োগ দিয়ে প্রশংসিত হন?
(ক) লর্ড ক্যানিং (খ) লর্ড রিপন (গ) লর্ড কার্জন (ঘ) লর্ড ডাফরিন


ফ্যাক্টরী আইনের উদ্দেশ্যে ছিল-
(I) শ্রমিকদের স্বার্থরক্ষা ও কল্যাণ (II) শিল্প কারখানা স্থাপনে উৎসাহ প্রদান (III) দৈনিক আট ঘন্টা কাজ করার নিয়ম চালু।
নিচের কোনটি সঠিক?
(ক) I ও II (খ) II ও III (গ) I ও III (ঘ) I II ও III

কত সালে ভারতীয় উপমহাদেশে কোম্পানীর শাসনের বিলুপ্তি ঘটে এবং ব্রিটিশ শাসন শুরু হয়?
(ক) ১৮৫৭ খ্রি: (খ) ১৯৪৭ খ্রি: (গ) ১৭৫৭ খ্রি: (ঘ) ১১৭৬৫ খ্রি:


কে বঙ্গভঙ্গ করেন ?
(ক) লর্ড কার্জন (খ) লর্ড কর্ণওয়ালিশ (গ) লর্ড রিপন (ঘ) লর্ড ডাফরিন


লাহোর প্রস্তাব উত্থাপন করেন-
(ক) মওলানা ভাসানী (খ) হোসেন সোহরাওয়ার্দী (গ) এ.কে.ফজলুল হক (ঘ) নবাব সলিমুল্লাহ

দ্বিজাতি তত্তে¡র প্রবক্তা ছিলেন-
(ক) লর্ড কার্জন (খ) মহাত্মা গান্ধী (গ) মোহাম্মদ আলী জিন্নাহ (ঘ) নবাব সলিমুল্লাহ

ইতিহাস প্রথম পত্র : চতুর্থ অধ্যায়: পাকিস্তানি আমলে বাংলা: ভাষা আন্দোলন ও এর গতি-প্রকৃতি

আওয়ামী মুসলিম লীগের প্রথম সভাপতি কে ছিলেন?
(ক) মওলানা আব্দুল হামিদ খান ভাসানী (খ) বঙ্গবন্ধু (গ) ফজলুল হক (ঘ) সোহরাওয়ার্দী

উর্দুর সাথে বাংলাকেও পাকিস্তানের গণপরিষদের ভাষা হিসেবে ব্যবহারের প্রথম প্রস্তাব করেন কে?
(ক) ধীরেন্দ্রনাথ দত্ত (খ) বঙ্গবন্ধু (গ) ফজলুল হক (ঘ) সোহরাওয়ার্দী

একুশের প্রথম গান “ আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেবু্রুয়ারী” এর রচয়িতা কে?
(ক) ধীরেন্দ্রনাথ দত্ত (খ) আব্দুল গাফফার চৌধুরী (গ) মাহবুব উল আলম চৌধুরী (ঘ) কাইয়ুম চৌধুরী

একুশের প্রথম কবিতা “ কাঁদতে আসিনি ফাঁসির দাবী নিয়ে এসেছি” এর রচয়িতা কে?
(ক) ধীরেন্দ্রনাথ দত্ত (খ) আব্দুল গাফফার চৌধুরী (গ) মাহবুব উল আলম চৌধুরী (ঘ) কাইয়ুম চৌধুরী

কত সালে ২১ ফের্রুয়ারী আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি পায়?
(ক) ১৯৯৯ সাল (খ) ১৯৯৮ সাল (গ) ১৯৯৭ সাল (ঘ) ২০০০ সাল

নিচের অনুচ্ছেদটি পড় এবং ১৮- ২০নং প্রশ্নের উত্তর দাও
প্রতি বছর ২১ ফেব্রুয়ারী সকালে বকুল বন্ধুদের সাথে প্রভাত ফেরিতে অংশ নেয়। সারিবদ্ধভাবে শহীদ মিনারে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানায়। দিন একটি বিশেষ দিবস হিসেবে জাতিসংঘের স্বীকৃতি লাভ করেছে।
১৮. বকুল কোন শহীদদের প্রতি শ্রদ্ধা জানায়?
(ক) ৭১’র শহীদ (খ) ৫২’র শহীদ (গ) ৬৯’র শহীদ (ঘ) ৪৭’র শহীদ

১৯. একুশ দিনটি যে বিশেষ দিবস হিসেবে পালিত হয়?
(ক) স্বাধীনতা দিবস (খ) বিজয় দিবস (গ) আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস (ঘ) বিশ্ব শহীদ দিবস

২০. একুশের চেতনা থেকে কিসের উদ্ভব ঘটে?
(ক) পাকিস্তানী চেনা (খ) ধর্মীয় চেতনা (গ) বাঙ্গালী জাতীয়তাবাদ (ঘ) আর্ন্তজাতিকতাবাদ

পঞ্চম অধ্যায়: পূর্ব-বাংলার স্বায়ত্তশাসন ও স্বাধিকার আন্দোলন
কত সালে ৬ দফা কর্মসূচী ঘোষণা করা হয়?
(ক) ১৬৫৬ (খ) ১৯৬৬ (গ) ১৯৬৯ (ঘ) ১৯৭০

আগরতলা মামলায় বঙ্গবন্ধুকে কী অভিযোগে অভিযুক্ত করা হয়?
(ক) বিচ্ছিন্নতাবাদী (খ) ষড়যন্ত্রকারী (গ) দেশদ্রোহী (ঘ) আইয়ুব খানকে উচ্ছেদের ষড়যন্ত্র

শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু উপাধি প্রদান করা হয়েছে?
(ক) ১৯৬৯ সালের ২৩ ফেব্রু: (খ) ১৯৬৯ সালের ২০ ফেব্রু: (গ) ১৯৬৯ সালের ২১ ফেব্রু: (ঘ) ১৯৬৯ সালের ২২ ফেব্রু:

ছাত্রদের ১১ দফা কত সালে উত্থাপন করা হয়?
(ক) ১৯৬৯ (খ) ১৯৭০ (গ) ১৯৬৬ (ঘ) ১৯৭১

১৯৭০ সালের নির্বাচনে কোন দল জয়লাভ করে?
(ক) পিপিপি (খ) আওয়ামী লীগ (গ) মুসলিম লীগ (ঘ) কৃষক প্রজা পার্টি

৭ই মার্চের ভাষণ বাঙালি জাতির কোন দিকটি উন্মোচন করে?
(ক) মুক্তির চেতনা (খ) স্বাধীনতা সংগ্রামের প্রেরণা (গ) জাতির ঐক্যবদ্ধ চেতনা (ঘ) বিক্ষোভের চেতনা

ষষ্ঠ অধ্যায় :বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা ও মুক্তিযুদ্ধ


২৫ মার্চ বাঙ্গালিদের উপর পরিচালিত নৃশংস হত্যাকান্ড কী নামে পরিচিত?
(ক) অপারেশন ক্লিনহার্ট (খ) অপারেশন জেকপট (গ) অপারেশন সার্চলাইট (ঘ) অপারেশন সার্চডন

মুজিবনগর সরকার কখন গঠিত হয়?
(ক) ৭ মার্চ,১৯৭১ (খ) ২৫ মার্চ,১৯৭১ (গ) ১০ এপ্রিল,১৯৭১ (ঘ) ১৭ এপ্রিল,১৯৭১

মুক্তিযুদ্ধে ভারতীয় সরকার ও জনগনের ভূমিকা ছিল-
(I) বাঙ্গালি সৈন্যকে প্রশিক্ষণ (II) বাঙ্গালির সাথে যৌথবাহিনী গঠন (III) খাবার ও আশ্রয় প্রদান। নিচের কোনটি সঠিক?
(ক) I ও II (খ) II ও III (গ) I ও III (ঘ) I II ও III

নিচের অনুচ্ছেদটি পড় এবং ২৯- ৩০নং প্রশ্নের উত্তর দাও
কুড়িগ্রাম জেলার তারামন বিবি ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে সক্রিয় অংশগ্রহণ করে বিভিন্নভাবে হানাদার বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে সাহায্য করে। তার অবদানের স্বীকৃতি স্বরূপ তাকে বীর প্রতীক খেতাবে ভূষিত করা হয়।

উদ্দীপকে উল্লিখিত খেতাবটি কতজন নারীকে প্রদান করা হয়েছে?
(ক) ২ জন (খ) ৩ জন (গ) ৪ জন (ঘ) ১ জন

উদ্দীপক দ্বারা প্রমাণিত হয় যে-
(I) মুক্তিযুদ্ধে নারীরা সক্রিয় অংশগ্রহণ করে (II) নারীরা সম্মানসূচক খেতাবে ভূষিত হয় (III) নারীরা প্ররোক্ষভাবে ভূমিকা রাখে। নিচের কোনটি সঠিক? (ক) I ও II (খ) II ও III (গ) I ও III (ঘ) I II ও III

সপ্তম অধ্যায়: মুক্তিযুদ্ধে বাংলাদেশ সরকারের (মুজিবনগর) কার্যক্রম

মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী কে ছিলেন
(ক) শেখ মুজিবুর রহমান (খ) নজরুল ইসলাম (গ) তাজউদ্দিন আহমদে (ঘ) খন্দকার মোস্তাক আহমদ

মুক্তিযুদ্ধে মুক্তিবাহিনীর প্রধান সেনাপতি কে ছিলেন?
(ক) শেখ মুজিবুর রহমান (খ)মেজর জিয়াউর রহমান (গ) তাজউদ্দিন আহমদে (ঘ) আতাউল গনি ওসমানী

মুক্তিযুদ্ধে বাংলাকে কতটি সেক্টরে ভাগ করা হয়?
(ক) ১২টি (খ) ১১টি (গ) ১০টি (ঘ) ১৩টি

অষ্টম অধ্যায়: মুক্তিযুদ্ধে প্রবাসী বাঙালি ও বহির্বিশ্ব

স্বাধীন বাংলার প্রথম বেতার কেন্দ্র কোথায় ছিল-
(ক) ঢাকা (খ) খুলনা (গ) চট্রগ্রাম (ঘ) রাজশাহী


স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সবচেয়ে জনপ্রিয় অনুষ্ঠান বলা যেতে পারে-
(ক) অগ্নিশিখা (খ) চরমপত্র (গ) বাংলা সংবাদ (ঘ) দেশের গান

নিচের অনুচ্ছেদটি পড় এবং ৩৬- ৩৭নং প্রশ্নের উত্তর দাও
মুক্তিযুদ্ধের ইতিহাস পড়ে রাদিব জানতে পারে যে, একদিকে বাংলাদেশের মুক্তিকামি মানুষ মিলে মুক্তিবাহিনী গঠন করে, অন্যদিকে স্বাধীনতা বিরোধীরা অনুরূপ বাহিনী গঠন করে পাকিস্তানীদের সহযোগিতা করে।
উদ্দীপকের আলোকে মুক্তিযুদ্ধের বিরোধিতা করে যে সংগঠনটি প্রথম আত্মপ্রকাশ করে-
(ক) রাজাকার (খ) আল বদর (গ) আল শামস (ঘ) মুজাহিদ

মুক্তিযুদ্ধে আল বদর বাহিনীর ভূমিকা ছিল-
(ক) সাধারণ জনগনকে হত্যা (খ) মুক্তিবাহিনীকে হত্যা (গ) বুদ্ধিজীবী হত্যা (ঘ) নারীদের নির্যাতন

বাংলাদেশের মুক্তিযুদ্ধের অন্যতম মিত্রশক্তি-
(ক) ভারত ও রাশিয়া (খ) চীন ও ভারত (গ) যুক্তরাষ্ট্র ও চীন (ঘ) রাশিয়া ও যুক্তরাষ্ট্র

মুক্তিযুদ্ধের সময় জাতিসংঘের নিরাপত্তা পরিষদের যুদ্ধবিরতি প্রস্তাব কেন বাতিল হয়েছিল-
(ক) চীনের ভোটোদানের ফলে (খ) রাশিয়ার ভোটে (গ) যুক্তরাষ্ট্রের ভেটো (ঘ) ভারতের ভেটো

বাংলাদেশের মুক্তিসংগ্রামে বিজয়ের জন্য যে নিয়ামকগুলো কাজ করেছে তা হলো-
(ক) I ও II (খ) II ও III (গ) I ও III (ঘ) I II ও III

গণিতের কৌশল : ক্যালকুলেটর ছাড়া ১১ দিয়ে গুন!

সাধারণ জ্ঞান MCQ : বিশ্ব ও বাংলাদেশ

বাংলা সাধারণ জ্ঞান : প্রশ্ন ও উত্তর

যোগ দিন স্টাডি গাইড ক্লাবে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Please disable your adblocker or whitelist this site!